মালদা, 24 জুন : মিথ্যে মামলায় দলীয় কর্মীকে ফাঁসানোর অভিযোগে চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন BJP কর্মী-সমর্থকরা । মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু বিক্ষোভে নেতৃত্ব দেন । তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব দাসকে মারধরের অভিযোগ উঠেছিল ধৃত BJP কর্মীর বিরুদ্ধে । রাস্তা বন্ধ করে প্রতিযোগিতা আয়োজনের অভিযোগও ছিল । সেই অভিযোগের ভিত্তিতে BJP কর্মী প্রসেনজিৎ শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ ।
বেহাল রাস্তা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য 17 জুন চাঁচল এক ব্লকের থানাপাড়ার বাসিন্দারা রাস্তার জমা জলে মাছ ছেড়ে মাছ ধরা প্রতিযোগিতার আয়োজন করেন ৷ এই খবর পেয়ে ঘটনাস্থানে যান চাঁচলের পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস । এই প্রতিবাদকে কেন্দ্র করেই তৃণমূল ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করা হয় ।
পঞ্চায়েত সদস্য অমিতেষ পান্ডে বলেন, “প্রসেনজিৎ শর্মা নামে এক BJP কর্মী রাস্তায় জল ফেলেন । তাতে মাছ ছেড়ে একটা নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন । সেই কারণে কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ হয়ে যায় । রাস্তা বন্ধ হওয়ায় সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয় । সেই ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত সদস্য বিপ্লব ও আমি ঘটনাস্থানে যাই । বিপ্লববাবু প্রতিবাদ করায় তাঁকে ফাঁস লাগিয়ে মারার চেষ্টা করে প্রসেনজিৎ। পরে আমরা এই ঘটনার প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করি ।” অভিযোগের ভিত্তিতে চাঁচল থানার পুলিশ প্রসেনজিৎকে গ্রেপ্তার করে ।
প্রতিযোগিতার কথা স্বীকার করলেও মারধরের চেষ্টার পালটা অভিযোগ তুলেছিলেন প্রসেনজিৎ । আজ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে চাঁচল থানা ঘেরাও করা হয় । বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা । এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ।
খগেনবাবু বলেন, “প্রসেনজিৎ শর্মাকে পুলিশ গ্রেপ্তার করেছে । তিনি এই এলাকার বেহাল রাস্তার প্রতিবাদ করেছিলেন । শুধু চাঁচলে নয়, গোটা রাজ্যের রাস্তার বেহাল অবস্থা । তৃণমূল শুধু লুট করার জন্য ক্ষমতায় রয়েছে । তৃণমূল পরিচালিত সমস্ত পঞ্চায়েতে লুট চলছে । মানুষের উন্নয়নের টাকা, খাদ্যসামগ্রী লুট করছে তৃণমূল । সেখানে আমাদের কর্মী বেহাল রাস্তার প্রতিবাদ করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । প্রসেনজিতের মা 17 জুন পুলিশে অভিযোগ জানিয়েছেন, শাসকদলের তিনজন তাঁদের বাড়িতে গিয়ে মারধর করেছে । এমনকী প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে । যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা তৃণমূলের আশ্রিত গুণ্ডা । কিন্তু পুলিশ এদের গ্রেপ্তার করেনি । আমরা পুলিশের কাছে অবিলম্বে এই তিনজনের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি । আমাদের কর্মী যদি দোষী হয় তবে তার শাস্তি হবে । কিন্তু আমাদের কর্মীর অভিযোগে কোনও গুরুত্ব দেওয়া হয়নি । চাঁচল থানার IC বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন ।”