মালদা, 28 ফেব্রুয়ারি: ছুটির দিনে বিজেপির পরিবর্তন যাত্রায় জমজমাট মালদা শহর ৷ রবিবারের এই কর্মসূচিতে রাজ্য বিজেপির শীর্ষ নেতানেত্রীরা উপস্থিত না থাকলেও শুধুমাত্র কর্মী-সমর্থকদের উৎসাহই অন্য মাত্রা এনে দেয় পরিবর্তন যাত্রায় ৷ স্লোগানের সঙ্গেই চলতে থাকে কর্মী-সমর্থকদের নাচ ৷ তাঁদের দেখতে রাস্তার দু’পাশে, বাড়ির ব্য়ালকনিতে জমে যায় উৎসাহী মানুষের ভিড় ৷
রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা শহরের রামকৃষ্ণপল্লি লাগোয়া 34 নম্বর জাতীয় সড়কে পরিবর্তন যাত্রা শুরু করে বিজেপি ৷ উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, বিজেপির রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল-সহ জেলার অন্য নেতারা ৷
আরও পড়ুন: মালদায় পৌঁছল বিজেপির রথ, 2 মার্চ শেষ হবে যোগীর হাতে
গোবিন্দ বলেন, ‘‘ভোটের নির্ঘণ্ট ঘোষিত হয়ে গিয়েছে ৷ তাই আদর্শ আচরণবিধি মেনেই হাতে গোনা কিছু কর্মীকে এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছিল ৷ কিন্তু কর্মীরা আবেগে পরিবর্তন যাত্রায় যোগ দিয়েছেন ৷ শহরবাসীও তাতে ভালোই সাড়া দিয়েছেন ৷ আগামী 2 মার্চ গাজোলে শেষ হবে এই পরিবর্তন যাত্রা ৷ সেখানে জনসভায় উপস্থিত থাকবেন উত্তরপ্রেদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷’’