মালদা, 6 এপ্রিল: ত্রিস্তর পঞ্চায়েত ছাড়িয়ে বিজেপির নজরে চব্বিশের লোকসভা নির্বাচন ৷ বৃহস্পতিবার থেকেই সেই নির্বাচনের প্রচার শুরু করে দিল গেরুয়া শিবির ৷ আজ, মালদার দুই সাংগঠনিক জেলাতেই বিজেপির তরফে চব্বিশের লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন শুরু করে দেওয়া হল ৷ মালদা শহরে এলআইসি মোড় ও পুরাতন মালদার সেতু মোড়ে এই কর্মসূচি পালন করে বিজেপির জেলা নেতৃত্ব ৷ অবশ্য শুধু মালদা নয়, আজ সারা দেশেই দেওয়াল লিখন পর্ব শুরু করে দিয়েছে পদ্ম শিবির ৷
এদিন বিজেপির উত্তর ও দক্ষিণ মালদা সাংগঠনিক জেলাতেই দেওয়াল লিখন পর্ব অনুষ্ঠিত হয়েছে ৷ এই কর্মসূচিতে দুই সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ ও উজ্জ্বল দত্ত অংশ নিয়েছেন ৷ অংশ নিয়েছেন দলীয় বিধায়ক গোপালচন্দ্র সাহাও ৷ দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ জানান, 1980 সালের 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল ৷ এই 43 বছরে ভারতীয় জনতা পার্টির যেভাবে সারা দেশে উত্থান হয়েছে, দেশের মানুষের আস্থা যেভাবে দল অর্জন করেছে, তা অতুলনীয় ৷
তিনি বলেন, ‘‘বিগত ন’বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যেভাবে চলছে, তাতে ভারতবর্ষ অচিরেই বিশ্বগুরুর আসনে বসতে চলেছে ৷ আগামী এক বছরের মধ্যে লোকসভা নির্বাচন ৷ দলের প্রতিষ্ঠা দিবস থেকেই সেই নির্বাচনের প্রচারের প্রস্তুতি আমরা শুরু করে দিলাম ৷ আজ দেওয়াল লিখনের মাধ্যমে আমাদের চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গেল ৷’’ তিনি আরও জানান, এদিন বেলা 12টায় এদিন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দেওয়াল লিখন করে কর্মসূচির সূচনা করেছেন ৷ দুপুর 1টায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে সেই কর্মসূচি শুরু করেছেন ৷
![BJP Starts LS Polls Campaign](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-mld-03-bjp-campaign-7203520_06042023160048_0604f_1680777048_288.jpeg)
রাজনৈতিক মহলে আগে থেকেই জল্পনা ছিল যে পঞ্চায়েত নির্বাচন নয়, এই রাজ্যে পদ্ম শিবির চব্বিশের লোকসভা নির্বাচনকেই পাখির চোখ করছে ৷ জানা যাচ্ছে, আগামী এক বছর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বেশ কিছু সদস্য দফায় দফায় রাজ্যে আসতে চলেছেন ৷ বিশেষ করে উত্তরবঙ্গে তাঁরা নজর দিয়েছেন ৷ এই জেলার দু’টি লোকসভা আসনও তাঁদের নিশানায় ৷ গত লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্র দখল করলেও দক্ষিণ মালদা কেন্দ্রে হাজার সাতেক ভোটে হেরে গিয়েছিলেন বিজেপি প্রার্থী ৷ এবার সেই ব্যবধান মোছার চেষ্টা চালাবেন তাঁরা ৷
আরও পড়ুন: দ্বিধাহীন ভাবে কড়া সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মোদি, বললেন অমিত শাহ