ETV Bharat / state

মালদায় খুন BJP কর্মী, অ্যাসিড দগ্ধ দেহ উদ্ধার

তিনদিন নিখোঁজ থাকা এক BJP কর্মীর পোড়া দেহ উদ্ধার হল বাড়ি থেকে 500 মিটার দূরে। এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং । BJP-র দাবি, তাদের দলের কর্মীকে নৃশংসভাবে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা ।

শোকাহত পরিবার
author img

By

Published : Jun 12, 2019, 11:13 AM IST

Updated : Jun 12, 2019, 11:38 AM IST


মালদা, 12 জুন : তিনদিন নিখোঁজ থাকা এক BJP কর্মীর পোড়া দেহ উদ্ধার হল বাড়ি থেকে 500 মিটার দূরে। এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং । BJP-র দাবি, তাদের দলের কর্মীকে নৃশংসভাবে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা । একই দাবি করেছেন নিহতের স্ত্রী । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । তবে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ।

ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতের হীরা কলোনিতে । মৃতের নাম অসিত সিংহ । বয়স 45 বছর । তিনি পেশায় কর্মকার। এলাকায় BJP কর্মী হিসেবে পরিচিত । গত রবিবার সকাল আটটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান । তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না । অবশেষে গতকাল মাঝরাতে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি আমগাছের নিচে ঝোপের মধ্যে তাঁর পোড়া দেহ পড়ে থাকতে দেখেন গ্রামের মানুষজন । খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায় । আজ ভোরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ ।

bjpworker
এইখানে পোড়ানো হয়েছে দেহ

আজ সকালে এলাকায় গিয়ে দেখা যায় অসিতবাবুর বাড়ির সামনে ভিড় করেছেন গ্রামের মানুষজন । কান্নায় ভেঙে পড়েছেন অসিতের দিদি । যদিও অসিতের স্ত্রী আলো বলেন, "রবিবার সকাল 8 টায় স্বামী খাবার খেয়ে আম ভাঙতে বেরিয়ে যায় । তারপর থেকে আর বাড়ি ফেরেনি । দু'দিন কোনও খোঁজ না পেয়ে গতকাল গ্রামের লোকজন খুঁজতে বেরোয় । গতকাল দুপুর থেকে একাধিক অচেনা ফোন নম্বর থেকে আমাকে ফোন করা হয় । একেকবার একেক কথা বলা হয় । কখনও বলা হয়, গ্রাম থেকে বেশ কিছুটা দূরে আম গাছে স্বামীর দেহ ঝুলছে । কখনও বলা হয়, স্বামীকে ঘরে আটকে রাখা হয়েছে । আবার কখনও বলা হয়, মালদা মেডিকেলের মর্গে স্বামীর দেহ রাখা আছে । শেষ পর্যন্ত রাত আটটা নাগাদ বাড়ি থেকে সামান্য দূরে আমার স্বামীর দেহ পড়েছিল । দেহটি অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছিল । স্বামীকে খুঁজতে যারা চারদিকে ছোটাছুটি করছিল তারাই দেহটি দেখতে পায় । খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায় । আজ সকালে পুলিশ দেহ তুলে নিয়ে যায় ।" আলো আরও বলেন, "কিছুদিন আগে জমিতে ছাগল চড়ানো নিয়ে একটা ঝামেলা হয়েছিল। আমার স্বামীর সঙ্গে ঝামেলা করেছিল পাশের গ্রামের মোস্তাক আলি ও জামিল শেখ নামে দুই তৃণমূল কর্মী। ওদের ছাগল জমির ফসল খেয়ে নেয় । এনিয়ে গ্রামে সালিশি সভা বসে । সভায় ওদের 25 হাজার টাকা জরিমানা করা হয় । যেহেতু ওরা তৃণমূল আর আমার স্বামী BJP করে, তাই এই ঝামেলা বড় হয়ে দাঁড়ায় । তাই ওরা আমার স্বামীকে খুন করেছে । আমি ওদের কঠোর শাস্তি চাই ।"

যেখানে অসিতবাবুর দেহ পড়েছিল তার ঠিক 300 মিটার দূরে রয়েছে দুটি পাম্প হাউজ় । পাম্প হাউজ়ের সামনে কোনও কিছু পোড়ানোর চিহ্ন রয়েছে । সেখান থেকে ঘটনাস্থল পর্যন্ত ভারী কিছু বয়ে আনার চিহ্ন দেখা গেছে । গ্রামবাসীদের অনুমান, ওই পাম্প হাউজ়ের সামনে খুন করা হয়েছে অসিতবাবুকে । পরে তাঁর দেহ আমগাছের নিচে ফেলে দেওয়া হয়েছে । মৃতদেহের বুক চিরে অ্যাসিড ঢেলে প্রমাণ নষ্টের চেষ্টা করা হয়েছে । ঘটনাক্রমে এই পাম্প হাউজ়ের অপারেটর হলেন মোস্তাক আলি । অবশ্য পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বোঝা সম্ভব নয় ।

দলীয় কর্মীর মৃত্যুর খবর পেয়ে আজ ঘটনাস্থানে যান BJP-র জেলা সভাপতি সঞ্জিত মিশ্র সহ অন্যান্যরা । সঞ্জিতবাবু বলেন, "রাজনৈতিক কারণেই এই খুন করা হয়েছে । অসিত সিংহ আমাদের দলের সক্রিয় সদস্য । অন্যদিকে মোস্তাক আলি ও জামিল শেখ তৃণমূলের একনিষ্ঠ কর্মী । ঘটনা ধামাচাপা দিতে কিছুদিন আগে ঘটে যাওয়া ছাগল ইশুকে সামনে নিয়ে আসা হচ্ছে । পুলিশি তদন্তে সবকিছু সামনে উঠে আসবে । তবে আমরা খুনিদের কঠোর শাস্তি দাবি করছি ।"


মালদা, 12 জুন : তিনদিন নিখোঁজ থাকা এক BJP কর্মীর পোড়া দেহ উদ্ধার হল বাড়ি থেকে 500 মিটার দূরে। এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং । BJP-র দাবি, তাদের দলের কর্মীকে নৃশংসভাবে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা । একই দাবি করেছেন নিহতের স্ত্রী । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । তবে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ।

ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতের হীরা কলোনিতে । মৃতের নাম অসিত সিংহ । বয়স 45 বছর । তিনি পেশায় কর্মকার। এলাকায় BJP কর্মী হিসেবে পরিচিত । গত রবিবার সকাল আটটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান । তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না । অবশেষে গতকাল মাঝরাতে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি আমগাছের নিচে ঝোপের মধ্যে তাঁর পোড়া দেহ পড়ে থাকতে দেখেন গ্রামের মানুষজন । খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায় । আজ ভোরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ ।

bjpworker
এইখানে পোড়ানো হয়েছে দেহ

আজ সকালে এলাকায় গিয়ে দেখা যায় অসিতবাবুর বাড়ির সামনে ভিড় করেছেন গ্রামের মানুষজন । কান্নায় ভেঙে পড়েছেন অসিতের দিদি । যদিও অসিতের স্ত্রী আলো বলেন, "রবিবার সকাল 8 টায় স্বামী খাবার খেয়ে আম ভাঙতে বেরিয়ে যায় । তারপর থেকে আর বাড়ি ফেরেনি । দু'দিন কোনও খোঁজ না পেয়ে গতকাল গ্রামের লোকজন খুঁজতে বেরোয় । গতকাল দুপুর থেকে একাধিক অচেনা ফোন নম্বর থেকে আমাকে ফোন করা হয় । একেকবার একেক কথা বলা হয় । কখনও বলা হয়, গ্রাম থেকে বেশ কিছুটা দূরে আম গাছে স্বামীর দেহ ঝুলছে । কখনও বলা হয়, স্বামীকে ঘরে আটকে রাখা হয়েছে । আবার কখনও বলা হয়, মালদা মেডিকেলের মর্গে স্বামীর দেহ রাখা আছে । শেষ পর্যন্ত রাত আটটা নাগাদ বাড়ি থেকে সামান্য দূরে আমার স্বামীর দেহ পড়েছিল । দেহটি অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছিল । স্বামীকে খুঁজতে যারা চারদিকে ছোটাছুটি করছিল তারাই দেহটি দেখতে পায় । খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায় । আজ সকালে পুলিশ দেহ তুলে নিয়ে যায় ।" আলো আরও বলেন, "কিছুদিন আগে জমিতে ছাগল চড়ানো নিয়ে একটা ঝামেলা হয়েছিল। আমার স্বামীর সঙ্গে ঝামেলা করেছিল পাশের গ্রামের মোস্তাক আলি ও জামিল শেখ নামে দুই তৃণমূল কর্মী। ওদের ছাগল জমির ফসল খেয়ে নেয় । এনিয়ে গ্রামে সালিশি সভা বসে । সভায় ওদের 25 হাজার টাকা জরিমানা করা হয় । যেহেতু ওরা তৃণমূল আর আমার স্বামী BJP করে, তাই এই ঝামেলা বড় হয়ে দাঁড়ায় । তাই ওরা আমার স্বামীকে খুন করেছে । আমি ওদের কঠোর শাস্তি চাই ।"

যেখানে অসিতবাবুর দেহ পড়েছিল তার ঠিক 300 মিটার দূরে রয়েছে দুটি পাম্প হাউজ় । পাম্প হাউজ়ের সামনে কোনও কিছু পোড়ানোর চিহ্ন রয়েছে । সেখান থেকে ঘটনাস্থল পর্যন্ত ভারী কিছু বয়ে আনার চিহ্ন দেখা গেছে । গ্রামবাসীদের অনুমান, ওই পাম্প হাউজ়ের সামনে খুন করা হয়েছে অসিতবাবুকে । পরে তাঁর দেহ আমগাছের নিচে ফেলে দেওয়া হয়েছে । মৃতদেহের বুক চিরে অ্যাসিড ঢেলে প্রমাণ নষ্টের চেষ্টা করা হয়েছে । ঘটনাক্রমে এই পাম্প হাউজ়ের অপারেটর হলেন মোস্তাক আলি । অবশ্য পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বোঝা সম্ভব নয় ।

দলীয় কর্মীর মৃত্যুর খবর পেয়ে আজ ঘটনাস্থানে যান BJP-র জেলা সভাপতি সঞ্জিত মিশ্র সহ অন্যান্যরা । সঞ্জিতবাবু বলেন, "রাজনৈতিক কারণেই এই খুন করা হয়েছে । অসিত সিংহ আমাদের দলের সক্রিয় সদস্য । অন্যদিকে মোস্তাক আলি ও জামিল শেখ তৃণমূলের একনিষ্ঠ কর্মী । ঘটনা ধামাচাপা দিতে কিছুদিন আগে ঘটে যাওয়া ছাগল ইশুকে সামনে নিয়ে আসা হচ্ছে । পুলিশি তদন্তে সবকিছু সামনে উঠে আসবে । তবে আমরা খুনিদের কঠোর শাস্তি দাবি করছি ।"

Intro:মালদা, 12 জুন : তিন দিন নিখোঁজ থাকা এক বিজেপি কর্মীর পোড়া মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে 500 মিটার দূরে। এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। বিজেপির দাবি, তাদের দলের কর্মীকে নৃশংসভাবে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। একই দাবি করেছেন নিহতের স্ত্রী। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।


Body:ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতের হীরা কলোনিতে। মৃতের নাম অসিত সিংহ। বয়স 45 বছর। তিনি পেশায় কর্মকার। এলাকায় তিনি বিজেপি কর্মী হিসেবে পরিচিত। গত রবিবার সকাল আটটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গতকাল মাঝরাতে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি আম আমগাছের নীচে ঝোপের মধ্যে তাঁর পোড়া দেহ পড়ে থাকতে দেখেন গ্রামের মানুষজন। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। আজ ভোরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ।
আজ সকালে এলাকায় গিয়ে দেখা যায় অসিতবাবুর বাড়ির সামনে ভিড় করেছেন গ্রামের মানুষজন। কান্নায় ভেঙে পড়েছেন অসিত বাবুর দিদি। যদিও কঠোর চোখমুখ স্ত্রী আলো সিংহের। আলোদেবী জানান, "গত রবিবার সকাল 8 টায় স্বামী খাবার খেয়ে আম ভাঙতে বেরিয়ে যায়। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। দু'দিন কোনও খোঁজ না পেয়ে গতকাল গ্রামের লোকজন তাকে খুঁজতে বের হয়। গতকাল দুপুর থেকে একাধিক অচেনা ফোন নম্বর থেকে আমাকে ফোন করা হয়। একেকবার একেক কথা বলা হয়।বকখনো বলা হয়, গ্রাম থেকে বেশ কিছুটা দূরে আম গাছে স্বামীর দেহ ঝুলছে। কখনো বলা হয়, স্বামীকে ঘরে আটকে রাখা রাখা হয়েছে। আবার কখনো বলা হয়, মালদা মেডিকেলের মর্গে স্বামীর দেহ রাখা আছে। শেষ পর্যন্ত রাত আটটা নাগাদ বাড়ি থেকে সামান্য দূরে আমার স্বামীর দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটি এসিডে পুড়িয়ে দেওয়া হয়েছিল। স্বামীকে খুঁজতে যারা চারদিকে ছোটাছুটি করছিল তারাই দেহটি দেখতে পায়। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানাই। আজ সকালে পুলিশ দেহ তুলে নিয়ে যায়।" আলোদেবী আরো বলেন, কিছুদিন আগে জমিতে ছাগল ছড়া নিয়ে একটা ঝামেলা হয়েছিল। আমার স্বামীর সঙ্গে ঝামেলা করেছিল পাশের গ্রামের মোস্তাক আলি ও জামিল শেখ নামে দুই তৃণমূল কর্মী। ওদের ছাগল জমির ফসল খেয়ে নেয়। এনিয়ে গ্রামে সালিশি সভা বসে। সভায় ওদের 25 হাজার টাকা জরিমানা করা হয়। যেহেতু ওরা তৃণমূল আর আমার স্বামী বিজেপি করে, তাই এই ঝামেলা বড় হয়ে দাঁড়ায়। তারই জেরে ওরা আমার স্বামীকে খুন করেছে। আমি ওদের কঠোর শাস্তি চাই।
যেখানে অসিত বাবুর দেহ পড়েছিল তার ঠিক 300 মিটার দূরে রয়েছে দুটি পাম্প হাউস। পাম্প হাউসের সামনে কোনও কিছু পোড়ানোর চিহ্ন রয়েছে। সেখান থেকে ঘটনাস্থল পর্যন্ত ভারী কিছু বয়ে আনার চিহ্ন দেখা গেছে। গ্রামবাসীদের অনুমান, ওই পাম্প হাউসের সামনে খুন করা হয়েছে অসিতবাবুকে। পরে তাঁর দেহ আমগাছের নীচে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহের বুক চিরে অ্যাসিড ঢেলে প্রমাণ নষ্টের চেষ্টা করা হয়েছে। ঘটনাক্রমে এই পাম্প হাউসের অপারেটর হলেন মোস্তাক আলি। অবশ্য পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বোঝা সম্ভব নয়।


Conclusion:দলীয় কর্মীর মৃত্যুর খবর পেয়ে আজ ঘটনাস্থলে ছুটে যান বিজেপির জেলা সভাপতি সঞ্জিত মিশ্র সহ অন্যান্যরা। সঞ্জিতবাবু বলেন, রাজনৈতিক কারণেই এই খুন করা হয়েছে। অসিত সিংহ আমাদের দলের সক্রিয় সদস্য। অন্যদিকে মোস্তাক আলি ও জিমেল শেখ তৃণমূলের একনিষ্ঠ কর্মী। ঘটনা ধামাচাপা দিতে কিছুদিন আগে ঘটে যাওয়া ছাগল ইস্যুকে সামনে নিয়ে আসা হচ্ছে। কিন্তু সেই ইস্যুতে এই ঘটনা ঘটেনি বলেই আমাদের ধারণা। যাই হোক, পুলিশি তদন্তে সবকিছু সামনে উঠে আসবে। তবে আমরা খুনিদের কঠোর শাস্তি দাবি করছি।
Last Updated : Jun 12, 2019, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.