মালদা, 27 এপ্রিল: পুলিশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কালিয়াচকের ওই কিশোরী ধর্ষিতা হয়েছে ৷ বিজেপির অবশ্য পালটা দাবি, গণধর্ষিতা হয়েছে সে ৷ কালিয়াচকের ঝিঙেখেত থেকে উদ্ধার হওয়া নিহত কিশোরীর মৃত্যু নিয়েও শুরু হল রাজনীতি ৷ বৃহস্পতিবার কিশোরীর বাড়িতে গিয়ে গণধর্ষণের তত্ত্ব খাড়া করেছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী ৷ শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে নিহত কিশোরীর অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করারও অভিযোগ তুলেছেন তিনি ৷
কলকাতা থেকে মালদা এসে, স্টেশন থেকে সোজা পুরাতন মালদা চলে যান বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা ৷ সঙ্গে ছিল সংগঠনের জেলা নেতৃত্বও ৷ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী নির্যাতিতার বাড়িতে গেলেও, মৃতার পরিবারের সদস্যদের অবশ্য দেখা পাননি ৷ বিজেপির অভিযোগ, পুলিশ তাঁদের অন্য কোথাও সরিয়ে নিয়ে গিয়েছে ৷ অগত্যা কিশোরীর এক আত্মীয়ার সঙ্গে কথা বলেন তিনি ৷ সেখান থেকে বেরিয়ে তিনি মালদা থানাতেও গিয়েছিলেন ৷ কথা বলেন থানার আইসির সঙ্গেও ৷ দুই জায়গাতেই তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ নিহত কিশোরীর বাড়ি থেকে বেরিয়ে তনুজা চক্রবর্তী বলেন, "এই ঘটনা নিয়ে কিছু বলার নেই ৷ এর আগে দুয়ারে সরকার এসেছিল, এখন যুবরাজ দুয়ারে গাড়ি নিয়ে যাচ্ছেন ৷ তার সঙ্গে এখন দুয়ারে ধর্ষণও চলছে ৷"
কালিয়াগঞ্জের পর মালদার কালিয়াচক, একই ছবি দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেছেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ৷ তিনি এদিন বলেন, "দশম শ্রেণির এই ছাত্রীকে গণধর্ষণের পর খুন করা হয়েছে ৷ ঘটনার পর মৃতা কিশোরীর ভাঙা বাড়িতে পাঁচজন পুলিশকর্মীকে নিরাপত্তার জন্য রাখা হয়েছে ৷ আমাদের প্রশ্ন, এখনও পর্যন্ত একজনের বেশি ধর্ষক কেন ধরা পড়ল না?" তাঁর আরও অভিযোগ, প্রতিদিন সকাল হতেই পুলিশ নিহত কিশোরীর বাবা-মা এবং পরিবারের সবাইকে তুলে নিয়ে যাচ্ছে ৷ এমনকী দিদির আড়াই বছরের বাচ্চাকেও পুলিশ রেয়াত করছে না বলে অভিযোগ তাঁর ৷ বিজেপি নেত্রী বলেন, "পরিবারের মেডিকেল টেস্টের কী প্রয়োজন জানি না ! মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পুলিশ কি বালা পরে ছিল? আমাদের প্রশ্ন, এই বালা পরা পুলিশগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় কবে ত্যাগ করবেন? কামদুনি, বাদুরিয়া, বোলপুর-সহ একের পর এক জায়গায় এই ঘটনা ঘটছে ৷ আর তিনি হয় ছোট ঘটনা কিংবা প্রেম ছিল বলে বেড়াচ্ছেন ৷"
মালদা থানা থেকে বেরিয়ে তিনি জানান, ফোনে পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ বিজেপি নেত্রীর দাবি, মৃতার পরিবার তাঁকে জানিয়েছেন, তাঁদের শুধু থানায় বসিয়ে রাখা হয়েছে ৷ মাঝেমধ্যে পুলিশ এসে দু-চার কথা বলে চলে যাচ্ছে ৷ বিজেপি নেত্রীর অভিযোগ, "অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করা ছাড়া এ আর কিছুই নয় ৷ এই থানার পুলিশের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, ধর্ষক যেন ভীষণ সৎ ৷ আমরা এই ঘটনায় আমাদের আন্দোলন আগামীতে আরও তীব্র করতে চলেছি ৷"