ETV Bharat / state

গোর্খাল্যান্ড ছেড়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব বিমল গুরুং - কেপিপি

Separate State Demand: আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে এবার সুর চড়াল গোর্খা জনমুক্তি মোর্চা ও কামতাপুর পিপলস পার্টি ৷ মালদার গাজোলে কেপিপির প্রতিষ্ঠা দিবসে এসে এমনটাই বললেন দুই দলের প্রধান ৷

Etv Bharat
মালদায় বিমল গুরুং
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 7:43 AM IST

মালদা, 8 জানুয়ারি: পৃথক গোর্খাল্যান্ড আর নয়, এবার গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের গলায় উঠে এল পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি ৷ রবিবার গাজোলের ঘাকশোল ফুটবল ময়দানে আয়োজিত কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর 29তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সেই আওয়াজ তুলেছেন তিনি ৷ একই দাবি তুলে সরব হয়েছেন কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর সাধারণ সম্পাদক সুভাষ বর্মনও ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আদিবাসী ও রাজবংশী সমাজের প্রতিনিধিরা ৷

এদিন বিমল গুরুং বলেন, "আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি ৷ কিন্তু রাজ্য ও কেন্দ্রীয় সরকার ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে কোনও না কোনও উপায়ে আমাদের মধ্যে ভাঙন ধরিয়েছে ৷ কিন্তু পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে এখন আমরা সবাই এক ৷ তাই উত্তরবঙ্গের সমস্ত ধর্ম, সম্প্রদায়, রাজনৈতিক সংগঠন একত্রিতভাবে ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট গঠন করেছে ৷ নবগঠিত এই সংগঠন পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ৷ পৃথক রাজ্যের জন্য জিটিএ-র চেয়ারম্যানের মতো পদ আমি ছেড়ে এসেছি ৷ আমাদের সবার মনে রাখা উচিত, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রত্যেককে এই দাবি আদায়ে ঝাঁপিয়ে পড়তে হবে ৷"

আলাদা রাজ্যের প্রসঙ্গে কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর সাধারণ সম্পাদক সুভাষ বর্মন বলেন, "পৃথক কামতাপুর রাজ্যের দাবিতেই আমাদের সংগঠনের জন্ম হয়েছিল ৷ 1994 সালে প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গের তৎকালীন ছ'টি জেলাকে একত্রিত করে আমরা পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে আসছি ৷ এই আন্দোলন করতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মী পুলিশের গুলিতে শহিদ হয়েছেন ৷ আগামী লোকসভা নির্বাচনের আগেই আমরা পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি আদায় করতে তৎপর হয়েছি ৷ এই নিয়ে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে চাই ৷ যদি কোনও রাজনৈতিক দল আমাদের এই আন্দোলন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়, তবে লোকসভা ভোটেই তাদের যোগ্য জবাব দিতে আমরা তৈরি রয়েছি ৷"

আরও পড়ুন :

1. গোর্খাল্যান্ড নয়, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে কেপিপির সঙ্গে হাত মেলালো মোর্চা

2. উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে এবার 'ইন্ডিয়া'র দ্বারে বিমল গুরুংরা

3. রাজ্যভাগ ইস্যুতে মোদি-শাহকে ফের চ্যালেঞ্জ অভিষেকের

মালদা, 8 জানুয়ারি: পৃথক গোর্খাল্যান্ড আর নয়, এবার গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের গলায় উঠে এল পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি ৷ রবিবার গাজোলের ঘাকশোল ফুটবল ময়দানে আয়োজিত কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর 29তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সেই আওয়াজ তুলেছেন তিনি ৷ একই দাবি তুলে সরব হয়েছেন কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর সাধারণ সম্পাদক সুভাষ বর্মনও ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আদিবাসী ও রাজবংশী সমাজের প্রতিনিধিরা ৷

এদিন বিমল গুরুং বলেন, "আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি ৷ কিন্তু রাজ্য ও কেন্দ্রীয় সরকার ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে কোনও না কোনও উপায়ে আমাদের মধ্যে ভাঙন ধরিয়েছে ৷ কিন্তু পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে এখন আমরা সবাই এক ৷ তাই উত্তরবঙ্গের সমস্ত ধর্ম, সম্প্রদায়, রাজনৈতিক সংগঠন একত্রিতভাবে ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট গঠন করেছে ৷ নবগঠিত এই সংগঠন পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ৷ পৃথক রাজ্যের জন্য জিটিএ-র চেয়ারম্যানের মতো পদ আমি ছেড়ে এসেছি ৷ আমাদের সবার মনে রাখা উচিত, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রত্যেককে এই দাবি আদায়ে ঝাঁপিয়ে পড়তে হবে ৷"

আলাদা রাজ্যের প্রসঙ্গে কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর সাধারণ সম্পাদক সুভাষ বর্মন বলেন, "পৃথক কামতাপুর রাজ্যের দাবিতেই আমাদের সংগঠনের জন্ম হয়েছিল ৷ 1994 সালে প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গের তৎকালীন ছ'টি জেলাকে একত্রিত করে আমরা পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে আসছি ৷ এই আন্দোলন করতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মী পুলিশের গুলিতে শহিদ হয়েছেন ৷ আগামী লোকসভা নির্বাচনের আগেই আমরা পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি আদায় করতে তৎপর হয়েছি ৷ এই নিয়ে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে চাই ৷ যদি কোনও রাজনৈতিক দল আমাদের এই আন্দোলন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়, তবে লোকসভা ভোটেই তাদের যোগ্য জবাব দিতে আমরা তৈরি রয়েছি ৷"

আরও পড়ুন :

1. গোর্খাল্যান্ড নয়, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে কেপিপির সঙ্গে হাত মেলালো মোর্চা

2. উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে এবার 'ইন্ডিয়া'র দ্বারে বিমল গুরুংরা

3. রাজ্যভাগ ইস্যুতে মোদি-শাহকে ফের চ্যালেঞ্জ অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.