মালদা, 03 এপ্রিল : দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ । তারই মধ্যে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ভোট । নির্বাচনী ময়দানে শিকেয় করোনাবিধি । শারীরিক দূরত্ব মেনে চলা দূরের কথা, মুখে মাস্কও দেখা পাওয়া দুষ্কর । অবশ্য করোনার তৃতীয় ঢেউয়ের জন্য নির্বাচন দায়ী নয় বলে আজ দাবি করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । তাঁর মতো এক চিকিৎসকের মুখে একথা শোনার পর শুধু মানুষের নয়, দলের ভিতরেও শুরু হয়েছে গুঞ্জন ।
গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও কিছুদিন ধরে করোনা সংক্রমণ বাড়ছে । মালদাও তার ব্যতিক্রম নয় । গত 24 ঘণ্টায় এই জেলার 33 জনের লালারসে করোনার সন্ধান মিলেছে । সঠিকভাবে পরীক্ষা হলে সংখ্যাটি যে বেশ কয়েকগুন বেড়ে যাবে তা নিয়ে সন্দেহ নেই কারওর । কিছুদিন আগে জেলার প্রতিটি রাজনৈতিক দলের নেতারা ইটিভি ভারতের ক্যামেরায় করোনা আবহে নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন । তাঁরা পরিষ্কার জানিয়েছিলেন, এই সময় নির্বাচন সংক্রমণের হার কয়েকগুণ বাড়িয়ে দেবে । কিন্তু নির্বাচনে জিততে তাঁদের সবাইকেই রাজনৈতিক প্রচার করতে হবে । তাই মানুষকেই নিজেদের প্রাণ রক্ষার দায়িত্ব নিতে হবে । তারপরেই আজ সূর্যবাবুর মন্তব্য রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ায় ।
আজ সূর্যবাবু বলেন, "করোনা সংক্রমণ বাড়ার অনেক কারণ রয়েছে । নির্বাচন অনেক জায়গায় হচ্ছে । পৃথিবীর বহু জায়গা, এমনকি এই দেশেও করোনার মধ্যে অনেক নির্বাচন হয়েছে । আসলে করোনা নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্য সরকার চূড়ান্ত ব্যর্থ । এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ভারতে । সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে ভারতের স্থান পৃথিবীতে দুই অথবা তিন নম্বরে । আর দেশের মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শেষের দিক থেকে পাঁচ অথবা ছ'টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ একটি । এখন কি মুখ্যমন্ত্রীকে রাস্তায় গোল গোল দাগ দিতে দেখা যাচ্ছে? করোনা নিয়ে কী প্রয়োজন, তা কি মোদির মুখে শোনা যাচ্ছে? এখন করোনার তৃতীয় ঢেউ চলছে । এখানে করোনার যথাযথ পরীক্ষাই হচ্ছে না । মানুষকে ভ্যাকসিন দেওয়া সরকারের দায়িত্ব । আগে গুটি বসন্ত রোগের ভ্যাকসিন সবাইকে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল । ভ্যাকসিন দেওয়ার জন্য সরকারকে মানুষের পিছনে দৌড়াতে হত । এখন মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য দৌড়াচ্ছে । তাতেও সবাই পাচ্ছে না । আর দেশে তৈরি ভ্যাকসিন কোনও কাজে লাগছে না । অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনই কিছুটা কাজ করছে । তাও 80 শতাংশের বেশি কাজ করছে না ।"
আরও পড়ুন : নির্বাচনী ঝড়ে করোনা বাড়ার আশঙ্কা, দায় এড়াচ্ছে সব দল