ETV Bharat / state

নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার মালদায় - কালিয়াচক থানা

কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ রবিবার রামনগর বাজার এলাকা থেকে দুই যুবককে আটক করে ৷ এরপর তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার হয় ৷ তৎক্ষণাৎ ওই দুই যুবককে গ্রেফতার করা হয় ।

নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার মালদায়
নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার মালদায়
author img

By

Published : Apr 18, 2021, 1:52 PM IST

মালদা , 18 এপ্রিল : নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার মালদায় । রবিবার এই ঘটনায় সৌরভ মণ্ডল (19) ও সঞ্জয় মণ্ডল (25) নামে দুই যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ । ধৃতরা কালিয়াচকের রামনগর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর ।

সূত্র মারফত খবর পেয়ে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ রবিবার রামনগর বাজার এলাকায় হানা দেয়। তথ্যের ভিত্তিতে দুই যুবককে আটক করে ৷ এরপর তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার হয় ৷ তৎক্ষণাৎ ওই দুই যুবককে গ্রেফতার করা হয় ।

এ বিষয়ে কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে , তথ্যের ভিত্তিতে হানা দিয়ে একটি পাইপগান ও 14টি কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

আরও পড়ুন : মধ্যপ্রদেশে অক্সিজেনের অভাবে প্রাণ গেল 12 জন কোভিড রোগীর

মালদা , 18 এপ্রিল : নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার মালদায় । রবিবার এই ঘটনায় সৌরভ মণ্ডল (19) ও সঞ্জয় মণ্ডল (25) নামে দুই যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ । ধৃতরা কালিয়াচকের রামনগর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর ।

সূত্র মারফত খবর পেয়ে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ রবিবার রামনগর বাজার এলাকায় হানা দেয়। তথ্যের ভিত্তিতে দুই যুবককে আটক করে ৷ এরপর তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার হয় ৷ তৎক্ষণাৎ ওই দুই যুবককে গ্রেফতার করা হয় ।

এ বিষয়ে কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে , তথ্যের ভিত্তিতে হানা দিয়ে একটি পাইপগান ও 14টি কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

আরও পড়ুন : মধ্যপ্রদেশে অক্সিজেনের অভাবে প্রাণ গেল 12 জন কোভিড রোগীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.