মালদা, 6 এপ্রিল : প্রচারের সময় কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ সোমবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে সুজাপুর বিধানসভা কেন্দ্রের বালুপুর গ্রামে ৷ এই ঘটনায় নির্দিষ্ট দু’জন সহ আরও অনেকের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এনিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করেছেন সুজাপুরের কংগ্রেস প্রার্থী ৷ সোমবার বিকেল থেকে সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে ভোটের প্রচার করছিলেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ৷ সঙ্গে ছিলেন এলাকার সাংসদ, জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরীও ৷ তাঁরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছিলেন এবং হাত মেলাচ্ছিলেন ৷
তাঁদের আগে একটি ই-রিকশায় প্রচারের ঘোষণা করছিলেন কংগ্রেস কর্মীরা ৷ ওই রিকশায় মোট চারজন ছিলেন বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, বালুপুর গ্রামে কংগ্রেসের কর্মীদের রিকশাটিকে আটকায় তৃণমূলের লোকজন ৷ কথা কাটাকাটির মধ্যে তৃণমূলের দুই কর্মী রিকশায় থাকা দুই কংগ্রেস কর্মীকে মারধর করে ৷ একজনের হাতও কেটে যায় ৷ ততক্ষণে ঘটনাস্থলে চলে আসেন কংগ্রেস প্রার্থী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা ৷ এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি ৷ প্রার্থী নিজেই খবর দেন কালিয়াচক থানায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
এই ঘটনায় ঈশা খান চৌধুরী বলেন, “প্রচারের সময় বালুপুর গ্রামে আমাদের দুই কর্মীর উপর হামলা চালায় তৃণমূলের লোকজন ৷ মারুফ খান নামে আমাদের এক কর্মীর হাত কেটে দেয় তারা ৷ মারুফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আমাদের আরেকজন বিশেষ চাহিদাসম্পন্ন কর্মীকেও মারধর করা হয়েছে ৷ গণতান্ত্রিক দেশে নির্বাচনের প্রচার করার অধিকার সবার রয়েছে ৷ আমরা দুই দুষ্কৃতীকে চিহ্নিত করেছি ৷ তারা হল আবদুল মোমিন ও আসমাউল শেখ ৷ তাদের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনেও ৷ আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি ৷ আমি একটা কথা সবাইকে বলে দিতে চাই, পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছে, তা আর হতে দেব না ৷ মানুষের অধিকার রক্ষায় আমি সবসময় এলাকার লোকের সঙ্গে থাকব ৷”
আরও পড়ুন : 10 এপ্রিল শিলিগুড়িতে সভা মোদির, জোর তোড়জোড় গেরুয়া শিবিরে
অভিযুক্ত আবদুল মান্নান বালুপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য ৷ আসমাউলও এলাকার পরিচিত তৃণমূল নেতা ৷ যদিও এই ঘটনায় তাঁদের কেউ জড়িত নয় বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব ৷ শাসকদলের কালিয়াচক 1 নম্বর ব্লক সভাপতি সামিজুদ্দিন আহমেদ জানিয়েছেন, “এমন কোনও ঘটনাই ঘটেনি ৷ সুজাপুর কেন্দ্রের দলীয় প্রার্থী আবদুল গনির মনোনয়ন নিয়েই সবাই ব্যস্ত ছিল ৷ আসলে এবার সুজাপুরে হার নিশ্চিত বুঝতে পেরে কংগ্রেস এসব ভিত্তিহীন অভিযোগ তুলছে ৷”