ETV Bharat / state

মালতীপুরে তৃণমূল কর্মীকে মারধর, অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে - Central Force accused of beating TMC workers

আচমকাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূলের ক্যাম্প অফিসে লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷

central-force-accused-of-beating-tmc-workers
central-force-accused-of-beating-tmc-workers
author img

By

Published : Apr 26, 2021, 10:46 AM IST

Updated : Apr 26, 2021, 11:02 AM IST

মালতীপুর (মালদা), 26 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ৷ মালতীপুর বিধানসভার 188 নম্বর বুথের কাছে ঘটনাটি ঘটে ৷ আহত এক তৃণমূল কর্মী ৷

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

তৃণমূলের অভিযোগ, মালতীপুর বিধানসভার 188 নম্বর বুথ থেকে নিয়ম মেনে নির্দিষ্ট দূরে দলের ক্যাম্প করা হয়েছে ৷ কিন্তু আচমকাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যাম্প অফিসে থাকা তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ করে ৷ আহত তৃণমূল কর্মীরা পরিমরি এলাকা ছাড়েন ৷ তাঁদের মধ্যে একজনের হাতে আঘাত লাগে ৷

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালতীপুর বিধানসভার যদুপুর এলাকায় । ভোটাররা আতঙ্কিত হয়ে সাময়িকভাবে ভোটের লাইনে দাঁড়ানো বন্ধ করেন বলে অভিযোগ তৃণমূলের । পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

মালতীপুর (মালদা), 26 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ৷ মালতীপুর বিধানসভার 188 নম্বর বুথের কাছে ঘটনাটি ঘটে ৷ আহত এক তৃণমূল কর্মী ৷

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

তৃণমূলের অভিযোগ, মালতীপুর বিধানসভার 188 নম্বর বুথ থেকে নিয়ম মেনে নির্দিষ্ট দূরে দলের ক্যাম্প করা হয়েছে ৷ কিন্তু আচমকাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যাম্প অফিসে থাকা তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ করে ৷ আহত তৃণমূল কর্মীরা পরিমরি এলাকা ছাড়েন ৷ তাঁদের মধ্যে একজনের হাতে আঘাত লাগে ৷

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালতীপুর বিধানসভার যদুপুর এলাকায় । ভোটাররা আতঙ্কিত হয়ে সাময়িকভাবে ভোটের লাইনে দাঁড়ানো বন্ধ করেন বলে অভিযোগ তৃণমূলের । পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

Last Updated : Apr 26, 2021, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.