মালদা, 16 জানুয়ারি: পরীক্ষার সময় যাতে কোনওভাবেই ভয় মনে শিকড় না ছড়ায়, তার জন্য পরীক্ষার্থীদের সাহস জোগাতে ময়দানে নামছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 27 জানুয়ারি দিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘পরীক্ষা পে চর্চা’ (Pariksha Pe Charcha 2023) অনুষ্ঠানে তিনি সরাসরি পরীক্ষার্থীদের মুখোমুখি হবেন ৷ সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবে গোটা দেশের পরীক্ষার্থীরা ৷ এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে দেশের প্রতিটি জেলায় বিশেষ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে ৷ মালদাও তার ব্যতিক্রম নয় ৷
সূত্রের খবর, এই কর্মসূচিতে গোটা দেশে নবম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের নিয়ে অঙ্কন আসরের আয়োজন করা হবে ৷ এলাকার সাংসদ ও বিধায়করা সেই আসরগুলি পরিচালনা করবেন ৷ এই আসরের থিম, ‘ফরগেট ওরিজ, বি এগজাম ওয়ারিয়র্স’৷ অঙ্কন নিয়ে শুধু আসর নয়, থাকবে প্রতিযোগিতাও ৷ প্রতিটি আসরে পরীক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন বিধায়ক-সাংসদরা ৷ প্রতিযোগিতায় প্রথম তিন স্থানাধিকারীকে দেওয়া হবে বিশেষ পুরষ্কার ৷ আগামী 25 জানুয়ারি ইংরেজবাজারের মালদা কেন্দ্রীয় বিদ্যালয়ে সেই আসর বসবে ৷ ওই আসর পরিচালনা করবেন ইংরেজবাজার কেন্দ্রের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ৷
এই মুহূর্তে কলকাতায় রয়েছেন ইংরেজবাজারের বিধায়ক ৷ এ নিয়ে আজ ইটিভি ভারতকে ফোনে তিনি জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি বছরই পরীক্ষা পে চর্চার আয়োজন করেন ৷ নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সঙ্গে তিনি নিজে কথা বলেন ৷ প্রধানমন্ত্রীর ইচ্ছেয় এ বার এই বিষয়টি সর্বভারতীয় স্তরে হচ্ছে ৷ দেশের সমস্ত সাংসদ ও বিধায়করা নিজের নিজের এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করবেন ৷ তার জন্য প্রত্যেক বিধায়ক কিংবা সাংসদ নিজেদের এলাকায় একটি করে ইভেন্টের আয়োজন করবেন ৷ প্রতিটি ইভেন্ডে নবম থেকে দ্বাদশ শ্রেণির 500 থেকে এক হাজার পড়ুয়া অংশ নেবে ৷ ইংরেজবাজারের বিধায়ক হিসাবে আগামী 25 জানুয়ারি আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি ৷ সকাল 10টায় এই ইভেন্ট শুরু হবে ৷ আমার অনুমান, ওই আসরে বিভিন্ন স্কুলের চারটি শ্রেণির এক হাজার থেকে 1200 পড়ুয়া অংশ নেবে ৷”
-
In the book #ExamWarriors, one Mantra is ‘Your Exam, Your Methods - Choose Your Own Style.’
— Narendra Modi (@narendramodi) January 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
As #ParikshaPeCharcha approaches, I urge you all to share how you prepare for exams including interesting experiences of the same. It will surely motivate our Exam Warriors. pic.twitter.com/NVYFnnTSiJ
">In the book #ExamWarriors, one Mantra is ‘Your Exam, Your Methods - Choose Your Own Style.’
— Narendra Modi (@narendramodi) January 16, 2023
As #ParikshaPeCharcha approaches, I urge you all to share how you prepare for exams including interesting experiences of the same. It will surely motivate our Exam Warriors. pic.twitter.com/NVYFnnTSiJIn the book #ExamWarriors, one Mantra is ‘Your Exam, Your Methods - Choose Your Own Style.’
— Narendra Modi (@narendramodi) January 16, 2023
As #ParikshaPeCharcha approaches, I urge you all to share how you prepare for exams including interesting experiences of the same. It will surely motivate our Exam Warriors. pic.twitter.com/NVYFnnTSiJ
আরও পড়ুন: সৌজন্যের আবহে নতুন স্টেডিয়ামের জমি নিয়ে কথা বলতেই কি নবান্নে সৌরভ !
শ্রীরূপা আরও বলেন, এই ইভেন্টে এগজাম ওয়ারিয়র থিমের উপরে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে ৷ প্রধানমন্ত্রী চাইছেন, পড়ুয়াদের মন থেকে পরীক্ষার ভীতি দূর করে তাদের পরীক্ষা যোদ্ধা হিসাবে গড়ে তুলতে হবে ৷ তাদের যে কোনও মানসিক চাপ থেকে দূরে সরিয়ে রাখতে হবে ৷ অঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসাবে ছ’জন বিশেষজ্ঞ নিয়ে একটি জুরি থাকবে ৷ ওই জুরি তিনজন টপার চিহ্নিত করবে ৷ প্রথম তিন স্থানাধিকারীকে এগজাম ওয়ারিয়র ট্রফি দেওয়া হবে ৷ সেই পুরষ্কারের নাম আর্ট প্রডিজি অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স ৷ 25 জন পড়ুয়াকে রানার আপের বিশেষ ট্রফি দেওয়া হবে ৷ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক পড়ুয়াকে সান্ত্বনা পুরষ্কার হিসাবে শংসাপত্র দেওয়া হবে ৷ প্রতিযোগিতার শেষে বিধায়ক বা সাংসদরা পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন ৷ পরীক্ষা নিয়ে পড়ুয়াদের উদ্বুদ্ধ করবেন ৷”
ইংরেজবাজারের বিধায়ক জানাচ্ছেন, “গোটা দেশে 25 জানুয়ারি পর্যন্ত সাংসদ-বিধায়করা এই কর্মসূচি পালন করবেন ৷ 27 জানুয়ারি দিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়ামে স্বয়ং প্রধানমন্ত্রী পরীক্ষার্থীদের সঙ্গে মেগা পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নেবেন ৷ দেশের যে সব স্কুল এই কর্মসূচিতে অংশ নেবে, সেই স্কুলগুলিকে সরাসরি ওই মেগা অনুষ্ঠানের সঙ্গে ডিজিটালি যুক্ত করা হবে ৷ ওই সমস্ত স্কুলের পড়ুয়ারা সরাসরি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিতে পারবে ৷ তারা নিজেদের কথা প্রধানমন্ত্রীকে বলতেও পারবে ৷”