মালদা, 26 সেপ্টেম্বর : এক কিলোগ্রাম ব্রাউন সুগারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলেন BSF-এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । পাচারের আগেই ধৃতকে গ্রেপ্তার করা হয় ।
BSF-এর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতরাতে BSF-এর ইনটেলিজেন্স ব্রাঞ্চের কাছে খবর আসে, গোলাপগঞ্জ-মহব্বতপুর রোড দিয়ে পাচারকারীরা ব্রাউন সুগার পাচারের ছক কষেছে । তথ্য অনুযায়ী চরিঅনন্তপুরের BOP-তে কর্মরত জওয়ানদের অ্যালার্ট করে দেওয়া হয় । গভীর রাতে কর্মরত জওয়ানরা একটি মোটরবাইকে এক ভারতীয়কে আসতে দেখেন । ওই মোটরবাইক আটকে তল্লাশি চালাতেই এক কেজি ব্রাউন সুগার উদ্ধার হয় । জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের নাম বাজিরুদ্দিন শেখ বলে জানায় । সে বৈষ্ণবনগর থানার শবদলপুরের বাসিন্দা । ধৃত ব্যক্তি আরও জানায়, সে গত এক বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে । এক কেজি ব্রাউন সুগার পাচারের জন্য সে 10 হাজার টাকা করে পেত । কালিয়াচকের ওয়াশিম শেখের থেকে নিয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাহাঙ্গির শেখের কাছে উদ্ধার হওয়া ব্রাউন সুগার পৌঁছে দেওয়া তার কাজ ছিল ।
BSF-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও ধৃতকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জ়িরো স্মাগলিং কর্মসূচি জারি রয়েছে । সেই কর্মসূচিতে জওয়ানরা নিজেদের দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করছেন ।