ETV Bharat / state

মালদায় 925 বোতল কাফ সিরাপ ও সাড়ে 11 কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 1

author img

By

Published : Sep 20, 2020, 6:55 PM IST

পাচারের আগেই উদ্ধার 925 বোতল কাফ সিরাপ ও সাড়ে 11 কেজি গাঁজা । গ্রেপ্তার এক পাচারকারী । তাকে ও উদ্ধার হওয়া মাদক বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

Aa
Aa

মালদা, 20 সেপ্টেম্বর: পাচারের আগেই 925 বোতল কাফ সিরাপ ও সাড়ে 11 কেজি গাঁজা উদ্ধারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল BSF-এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া মাদক ও ধৃত ব্যক্তিকে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে BSF কর্তৃপক্ষ । ধৃত পাচারকারীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ।

BSF- এর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল BSF-এর ইনটেলিজেন্স সূত্রে খবর আসে পাচারকারীরা বৈষ্ণবনগরের সবদলপুর BOP-র কাঁটাতারহীন অংশ দিয়ে মাদক পাচারের ছক কষেছে । সেই তথ্য অনুযায়ী পাচারকারীদের রোখার প্রস্তুতি নেওয়া হয়েছিল । গভীর রাতে কর্মরত জওয়ানরা 6-7 জন ভারতীয়কে কাফ সিরাপের বস্তা নিয়ে কাঁটাতারহীন বর্ডার এলাকার দিকে যেতে দেখে ধাওয়া করে । জওয়ানদের আসতে দেখে ঘটনাস্থানে বস্তা ফেলে পালানোর চেষ্টা করে পাচারকারীরা । ধাওয়া করে এক ব্যক্তিকে আটক করে জওয়ানরা । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় 700 বোতল কাফ সিরাপ ও সাড়ে 11কেজি গাঁজা । উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য 1 লাখ 18 হাজার 783 টাকা । জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের নাম চয়ন মণ্ডল বলে জানায় । তার বাড়ি বৈষ্ণবনগরের সবদলপুরে । জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, গত ছয় মাস ধরে সে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে । উদ্ধার হওয়া মাদক সবদলপুরের গদার মণ্ডলের থেকে নিয়েছিল । বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের জাকার শেখ নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল । অন্যদিকে, 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা শ্মশানি BOP এলাকার গোপন ডেরা থেকে আরও 225 বোতল কাফ সিরাপ উদ্ধার করে ।

BSF-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জিরো স্মাগলিং কর্মসূচি জারি রয়েছে । জওয়ানরা এই কর্মসূচিতে নিজেদের দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করছে ।

মালদা, 20 সেপ্টেম্বর: পাচারের আগেই 925 বোতল কাফ সিরাপ ও সাড়ে 11 কেজি গাঁজা উদ্ধারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল BSF-এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া মাদক ও ধৃত ব্যক্তিকে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে BSF কর্তৃপক্ষ । ধৃত পাচারকারীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ।

BSF- এর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল BSF-এর ইনটেলিজেন্স সূত্রে খবর আসে পাচারকারীরা বৈষ্ণবনগরের সবদলপুর BOP-র কাঁটাতারহীন অংশ দিয়ে মাদক পাচারের ছক কষেছে । সেই তথ্য অনুযায়ী পাচারকারীদের রোখার প্রস্তুতি নেওয়া হয়েছিল । গভীর রাতে কর্মরত জওয়ানরা 6-7 জন ভারতীয়কে কাফ সিরাপের বস্তা নিয়ে কাঁটাতারহীন বর্ডার এলাকার দিকে যেতে দেখে ধাওয়া করে । জওয়ানদের আসতে দেখে ঘটনাস্থানে বস্তা ফেলে পালানোর চেষ্টা করে পাচারকারীরা । ধাওয়া করে এক ব্যক্তিকে আটক করে জওয়ানরা । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় 700 বোতল কাফ সিরাপ ও সাড়ে 11কেজি গাঁজা । উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য 1 লাখ 18 হাজার 783 টাকা । জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের নাম চয়ন মণ্ডল বলে জানায় । তার বাড়ি বৈষ্ণবনগরের সবদলপুরে । জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, গত ছয় মাস ধরে সে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে । উদ্ধার হওয়া মাদক সবদলপুরের গদার মণ্ডলের থেকে নিয়েছিল । বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের জাকার শেখ নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল । অন্যদিকে, 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা শ্মশানি BOP এলাকার গোপন ডেরা থেকে আরও 225 বোতল কাফ সিরাপ উদ্ধার করে ।

BSF-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জিরো স্মাগলিং কর্মসূচি জারি রয়েছে । জওয়ানরা এই কর্মসূচিতে নিজেদের দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.