মালদা, 16 জুলাই: পাখির চোখে আগামী পঞ্চায়েত নির্বাচন । তার আগে রাষ্ট্রপতি নির্বাচনকে ঢাল করে ঝুলি থেকে আদিবাসী অস্ত্র বের করল গেরুয়া শিবির । বিভিন্নভাবে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসীবিরোধী হিসাবে তুলে ধরতে সক্রিয় হয়েছে বিজেপি । শুধু মালদা জেলাতেই নয়, রাষ্ট্রপতি নির্বাচনে আগে গোটা রাজ্য জুড়ে মমতা বিরোধী পোস্টার লাগানোর কাজ শুরু করে দিয়েছেন বিজেপির কর্মীরা । এরকমই কিছু পোস্টারের দেখা মিলেছে মালদার হবিবপুর এলাকায় (BJP postering against Mamata Banerjee in Malda) ।
রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন ইস্যুতে এই মুহূর্তে রাজ্যে খানিকটা কোনঠাসা গেরুয়া শিবির । এরই মধ্যেই এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন । তার আগে রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে এনডিএ'র তরফে পদপ্রার্থী করে রাজনৈতিকভাবে খানিকটা চমক দিয়েছে বিজেপি । জনজাতি গোষ্ঠীভুক্ত এই মহিলা প্রার্থীকে প্রকাশ্যেই সমর্থন করেছে বিভিন্ন রাজ্য । বিজেপির এই চালে খানিকটা অস্বস্তিতে তৃণমূলও । কারণ, যশবন্ত সিনহাকে বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ৷
রাজনৈতিক মহলের মতে, এমতাবস্থায় একজন আদিবাসী জনজাতিভুক্ত মহিলাকে রাষ্ট্রপতি পদে সমর্থন না করলে ভুল বার্তা যেতে এই বিষয়টিও ভাবাচ্ছে তৃণমূলকে ৷ সম্ভবত সেকারণেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি আগে দ্রৌপদী মুর্মুর নাম নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করলে সমর্থনের বিষয়টি ভেবে দেখতেন ৷ এই পরিস্থিতিতে এই রাজ্যের আদিবাসী ভোট ব্যাংক ধরে রাখাটাও তাঁর কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । ঠিক তারই সুযোগ নিতে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির । যদিও তারা এখনই এর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলতে নারাজ ।
আরও পড়ুন : আপ্যায়নের আগে অতিথিদের তথ্য পুলিশকে জানাতে হবে মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদের !
বিজেপির পোস্টারে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে নরেন্দ্র মোদির যেমন ছবি রয়েছে, তেমনই রয়েছে আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গেরুয়া শিবিরের উদ্দেশ্য পরিষ্কার । তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী বিরোধী হিসেবে তুলে ধরতে চাইছে । এনিয়ে কোনও লুকোছাপা নেই হবিবপুরের বিজেপি বিধায়ক জয়েল মুর্মুর । ফোনে তিনি বলেন, “শুধু হবিবপুর নয়, রাজ্য বিজেপির নির্দেশে গোটা রাজ্যেই এই পোস্টার লাগানো হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় চান না, একজন জনজাতির মহিলা দেশের প্রথম নাগরিকের আসনে বসবেন । তাই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানালেও তিনি জানাননি । শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সংস্পর্শেও থাকতে চান না । তাই সম্প্রতি তিনি পাহাড়ে গিয়ে হাতে গ্লাভস না পরানো পর্যন্ত আদিবাসীদের হাত ধরতে চাননি । তাঁর এই মুখটাই আমরা আদিবাসী সমাজের মানুষের সামনে তুলে ধরছি ।”
একই কথা বলেছেন স্থানীয় বিজেপি নেতা সঞ্জীব সরকারও ৷ তবে এই বিষয়ে স্বাভাবিক ভাবেই বিজেপির সমালোচনা করেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি ৷ তিনি বিজেপিকে ঠগবাজ বলেছেন ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে আদিবাসীদের উন্নয়নে একাধিক উদ্যোগ ও প্রকল্প গ্রহণ করা হয়েছে ৷ বিজেপি পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে বিভ্রান্তি ছড়াতে এই ধরণের প্রচার করছে ৷