মালদা , 19 ফেব্রুয়ারি : পৌর নির্বাচনের আগে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে আগামী ৩ ও ৪ মার্চ গৌড়বঙ্গ সফরে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে আসার কথা রয়েছে শুভেন্দু অধিকারী ও প্রশান্ত কিশোরেরও ৷ দলনেত্রীর গৌড়বঙ্গ সফরের বিষয়টি স্বীকার করে নিয়েছেন মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর৷ তবে প্রশাসনিকভাবে এখনও একথা স্বীকার করা হয়নি ৷ যতদূর জানা গিয়েছে, আগামী ৪ মার্চ পুরাতন মালদার রশিলাদহ এলাকার একটি মাঠে সভা করতে পারেন তৃণমূল নেত্রী৷
দলনেত্রীর মালদা সফর উপলক্ষ্যে কাল রাতে জেলা তৃণমূল কার্যালয়ে একটি বিশেষ বৈঠক করেন জেলা তৃণমূল সভানেত্রী ৷ বৈঠকের পর মৌসম বলেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে আসছেন ৷ তাঁর সফর উপলক্ষ্যে আজ আমরা একটি দলীয় বৈঠক ডেকেছিলাম ৷ আমাদের বুথভিত্তিক কর্মীসভা করতে বলা হয়েছে ৷ শুভেন্দু অধিকারীও সেই সভায় থাকবেন ৷ বৈঠকে জেলা নেতৃত্বকে ডাকা হয়েছিল ৷ আজ ব্লক নেতৃত্বকে নিয়ে বৈঠক হবে ৷ আমরা বড় করেই সভার আয়োজন করার চেষ্টা করছি ৷ মাস তিনেক আগে তিনি প্রশাসনিক সভা করতে মালদায় এসেছিলেন ৷ এবার তিনি সাংগঠনিক কাজে জেলায় আসছেন ৷ দলনেত্রীর এই সফরের কথা কাল সকালেই আমরা জানতে পেরেছি৷” মৌসমকে প্রশ্ন করা হয়, আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করেই কি তৃণমূলনেত্রীর এই সফর ? উত্তরে তিনি বলেন, “শুধু পৌর নির্বাচন নয়, আরও অনেক বিষয় নিয়েই দলনেত্রী সভা করবেন ৷ সেই সভায় অন্তত 50 হাজার নেতা-কর্মী জমায়েত হবে বলে আশা করছি ৷ তবে কোন জায়গায় দলনেত্রীর সভা হবে, তা আজ ঠিক করা হবে ৷”
এদিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রথমে পুরাতন মালদার নিত্যানন্দপুরে তৃণমূল নেত্রীর সভার কথা ভাবা হলেও সেই ময়দানে জল জমে থাকায় ওই মাঠটিতে সভা করা যাচ্ছে না৷ আপাতত স্থির রয়েছে, পুরাতন মালদারই রশিলাদহ এলাকায় আর একটি বড় মাঠে সেই সভা করা হবে৷ আজ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে সেই মাঠ পরিদর্শনের কথা রয়েছে জেলাশাসক ও পুলিশ সুপারেরও৷ অন্যদিকে, জেলার রাজনৈতিক মহলের বক্তব্য, লোকসভা নির্বাচনে ভরাডুবির পর আসন্ন পৌর নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সঠিক দিশা দেখাতেই মমতা গৌড়বঙ্গের তিন জেলায় কর্মীসভা করার সিদ্ধান্ত নিয়েছেন ৷