ETV Bharat / state

নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায় - মালদা

গত 23 জানুয়ারি অস্ত্র কারবারীদের কিংপিন হুমায়ুন শেখকে গ্রেফতার করা হয় ৷ সেই সময় হুমায়ুনের হেফাজত থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল ৷ সেই ঘটনার তদন্তে নেমে আরও একটি ডেরার সন্ধান পায় পুলিশ ৷

before-election-arms-recovered-form-malda
before-election-arms-recovered-form-malda
author img

By

Published : Apr 23, 2021, 12:09 PM IST

মালদা, 23 এপ্রিল : সোমবার সপ্তম দফায় নির্বাচন জেলায় ৷ তার আগে গোপন ডেরা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল মালদায় ৷ 4টি প্রায় তৈরি পিস্তল ও 4 টি ম্যাগজিন উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 23 জানুয়ারি অস্ত্র কারবারীদের কিংপিন হুমায়ুন শেখকে গ্রেফতার করা হয় ৷ সেই সময় হুমায়ুনের হেফাজত থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল ৷ সেই ঘটনার তদন্তে নেমে আরও একটি ডেরার সন্ধান পায় পুলিশ ৷ গতকাল রাতে কালিয়াচক এলাকার সেই গোপন ডেরা থেকে আরও কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে প্রায় তৈরি 4টি পিস্তল ও 4টি ফাঁকা ম্যাগজিন ৷

আরও পড়ুন: ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ গ্রেফতার এক মাদক পাচারকারী

জানা গিয়েছে, হুমায়ুন শেখ দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ৷ এর আগে জেলায় যে সব অস্ত্র কারখানার হদিশ মিলেছে, তার সঙ্গে যোগ ছিল হুমায়ুনের ৷ বিহারের মুঙ্গের থেকে কারিগরেরা এসে ওই সমস্ত অস্ত্র কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরি করত ৷ ভোটের সময় এই আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার করা হত বলে অনুমান পুলিশের ৷

মালদা, 23 এপ্রিল : সোমবার সপ্তম দফায় নির্বাচন জেলায় ৷ তার আগে গোপন ডেরা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল মালদায় ৷ 4টি প্রায় তৈরি পিস্তল ও 4 টি ম্যাগজিন উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 23 জানুয়ারি অস্ত্র কারবারীদের কিংপিন হুমায়ুন শেখকে গ্রেফতার করা হয় ৷ সেই সময় হুমায়ুনের হেফাজত থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল ৷ সেই ঘটনার তদন্তে নেমে আরও একটি ডেরার সন্ধান পায় পুলিশ ৷ গতকাল রাতে কালিয়াচক এলাকার সেই গোপন ডেরা থেকে আরও কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে প্রায় তৈরি 4টি পিস্তল ও 4টি ফাঁকা ম্যাগজিন ৷

আরও পড়ুন: ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ গ্রেফতার এক মাদক পাচারকারী

জানা গিয়েছে, হুমায়ুন শেখ দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ৷ এর আগে জেলায় যে সব অস্ত্র কারখানার হদিশ মিলেছে, তার সঙ্গে যোগ ছিল হুমায়ুনের ৷ বিহারের মুঙ্গের থেকে কারিগরেরা এসে ওই সমস্ত অস্ত্র কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরি করত ৷ ভোটের সময় এই আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার করা হত বলে অনুমান পুলিশের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.