ETV Bharat / state

ফেনসিডিল পাচারে ধৃত বাংলাদেশি - পাচার

ফেনসিডিল পাচারের অভিযোগে ধৃত এক বাংলাদেশি৷ মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনা৷ অভিযুক্তকে পাকড়াও করে ইংরেজবাজার থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ উদ্ধার হয়েছে 175 বোতল ফেনসিডিল৷

wb_mld_03_bangladeshi_arrested_with_phensedyl_wb10016
ফেনসিডিল পাচারে ধৃত বাংলাদেশি
author img

By

Published : Jan 31, 2021, 5:43 PM IST

মালদা, 31 জানুয়ারি: ফেনসিডিল পাচার করতে গিয়ে বিএসএফের জালে এক বাংলাদেশি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 175 বোতল ফেনসিডিল। উদ্ধার হওয়া ফেনসিডিল ও ধৃতকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে বিওপি কেষ্টপুরে কর্তব্যরত এক জওয়ান কয়েকজন ভারতীয়কে কাঁটাতারের দিকে এগোতে দেখেন। অন্যদিক থেকে কয়েকজন বাংলাদেশিও কাঁটাতারের দিকে এগোচ্ছিল। কর্তব্যরত ওই জওয়ানকে ছুটে আসতে দেখে ভারতীয়রা কাঁটাতারের দিকে দু’টি প্যাকেট ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কয়েকজন বাংলাদেশি সেই প্যাকেট সংগ্রহ করতে আসে। বাধা দেওয়ায় ওই জওয়ানের উপর লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে হামলা করে বাংলাদেশি পাচারকারীরা। আত্মরক্ষার্থে ওই জওয়ান এক রাউন্ড গুলি ছোড়েন। গুলির আওয়াজ শুনে বাকি জওয়ানরাও ছুটে আসেন৷ তাঁদের আসতে দেখে বাকিরা পালিয়ে গেলেও এক বাংলাদেশিকে ধরে ফেলেন বিএসএফ জওয়ানরা।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 175 বোতল ফেনসিডিল। ধৃত ব্যক্তি ও উদ্ধার হওয়া ফেনসিডিল ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বেসরকারি সংস্থার আধিকারিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, মালদা থেকে উদ্ধার, গ্রেপ্তার 4

ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আবদুল জলিল (40)। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ফুটানি বাজার সংলগ্ন এলাকায়। ঘটনাস্থল থেকে বিএসএফ জওয়ানরা 175 বোতল ফেনসিডিল ছাড়াও একটি হাঁসুয়া ও একটি টর্চ উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারদর 30 হাজার টাকা।

মালদা, 31 জানুয়ারি: ফেনসিডিল পাচার করতে গিয়ে বিএসএফের জালে এক বাংলাদেশি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 175 বোতল ফেনসিডিল। উদ্ধার হওয়া ফেনসিডিল ও ধৃতকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে বিওপি কেষ্টপুরে কর্তব্যরত এক জওয়ান কয়েকজন ভারতীয়কে কাঁটাতারের দিকে এগোতে দেখেন। অন্যদিক থেকে কয়েকজন বাংলাদেশিও কাঁটাতারের দিকে এগোচ্ছিল। কর্তব্যরত ওই জওয়ানকে ছুটে আসতে দেখে ভারতীয়রা কাঁটাতারের দিকে দু’টি প্যাকেট ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কয়েকজন বাংলাদেশি সেই প্যাকেট সংগ্রহ করতে আসে। বাধা দেওয়ায় ওই জওয়ানের উপর লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে হামলা করে বাংলাদেশি পাচারকারীরা। আত্মরক্ষার্থে ওই জওয়ান এক রাউন্ড গুলি ছোড়েন। গুলির আওয়াজ শুনে বাকি জওয়ানরাও ছুটে আসেন৷ তাঁদের আসতে দেখে বাকিরা পালিয়ে গেলেও এক বাংলাদেশিকে ধরে ফেলেন বিএসএফ জওয়ানরা।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 175 বোতল ফেনসিডিল। ধৃত ব্যক্তি ও উদ্ধার হওয়া ফেনসিডিল ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বেসরকারি সংস্থার আধিকারিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, মালদা থেকে উদ্ধার, গ্রেপ্তার 4

ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আবদুল জলিল (40)। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ফুটানি বাজার সংলগ্ন এলাকায়। ঘটনাস্থল থেকে বিএসএফ জওয়ানরা 175 বোতল ফেনসিডিল ছাড়াও একটি হাঁসুয়া ও একটি টর্চ উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারদর 30 হাজার টাকা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.