ETV Bharat / state

মালদায় বিজেপির বুথ সভাপতি ও তাঁর মাকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - attack on bjp worker and his mother

আজ দুপুরে তৃণমূল কর্মীরা এলাকায় বিজয় মিছিল করছিলেন । মিছিল বাবুলবাবুর বাড়ির সামনে আসতেই তৃণমূল কর্মীরা বাড়িতে ভাঙচুর চালাতে শুরু করে । বাবুলবাবুর মা তৃণমূল কর্মীদের থামাতে গেলে তারা তাঁকে রাস্তায় টেনে মারধর করতে থাকে । মাকে বাঁচাতে গেলে তৃণমূল কর্মীদের ক্ষোভ আছড়ে পড়ে বিজেপির বুথ সভাপতির ওপর ।

মালদায় বিজেপির বুথ সভাপতি ও তাঁর মাকে মারধর
মালদায় বিজেপির বুথ সভাপতি ও তাঁর মাকে মারধর
author img

By

Published : May 3, 2021, 10:55 PM IST

Updated : May 3, 2021, 11:07 PM IST

মালদা, 3 মে : বিজয় মিছিল চলাকালীন বাড়ি ভাঙচুর সহ বিজেপির বুথ সভাপতি ও তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের গোলামোড় এলাকায় । অভিযোগ ভিত্তিহীন বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বর ।

আক্রান্ত বিজেপি কর্মীর নাম বাবুল রবিদাস । তিনি হরিশ্চন্দ্রপুর গোলামোড় মণ্ডল সভাপতির দায়িত্ব রয়েছেন । অভিযোগ, আজ দুপুরে তৃণমূল কর্মীরা ওই এলাকায় বিজয় মিছিল করছিলেন । বাবুলবাবুর বাড়ির সামনে আসতেই তৃণমূল কর্মীরা বাড়িতে ভাঙচুর চালাতে শুরু করে । বাবুলবাবুর মা তৃণমূল কর্মীদের থামানোর চেষ্টা করেন । সেই সময় তারা তাঁকে রাস্তায় টেনে মারধর করতে থাকে । মাকে বাঁচাতে গেলে তৃণমূল কর্মীদের ক্ষোভ আছড়ে পড়ে বিজেপির বুথ সভাপতির ওপর । বেশ কয়েকজন তৃণমূল কর্মী মাটিতে ফেলে বাবুলবাবুকে মারধর করে বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।
বিজেপির মালদা জেলা সম্পাদক কিষাণ কেডিয়া বলেন, “ফল ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপির ওপর হামলা চালাচ্ছে তৃণমূল । গতকাল আমাদের এক কর্মীর বাড়িতে হামলা চালানো হয় । আজ দুপুরে বুথ সভাপতির বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মানুষ ওঁকে নির্বাচিত করেছে, উনি মানুষের জন্য কাজ করুন । কারও ক্ষতি করবেন না ।”

মালদায় বিজেপির বুথ সভাপতি ও তাঁর মাকে মারধর


আরও পড়ুন : কাল রাজ্যে নাড্ডা, দেখা করবেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে

অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে পুরো ঘটনাকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান । তিনি বলেন, “এর আগে যখন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল, তখন ওদের দলের লোকেরা পার্টি অফিস ভাঙচুর করেছিল । হরিশ্চন্দ্রপুরে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি । ভোট না পাওয়ার কারণে একে অপরকে দোষারোপ করা নিয়েই এই গন্ডগোল । এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই ।”

মালদা, 3 মে : বিজয় মিছিল চলাকালীন বাড়ি ভাঙচুর সহ বিজেপির বুথ সভাপতি ও তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের গোলামোড় এলাকায় । অভিযোগ ভিত্তিহীন বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বর ।

আক্রান্ত বিজেপি কর্মীর নাম বাবুল রবিদাস । তিনি হরিশ্চন্দ্রপুর গোলামোড় মণ্ডল সভাপতির দায়িত্ব রয়েছেন । অভিযোগ, আজ দুপুরে তৃণমূল কর্মীরা ওই এলাকায় বিজয় মিছিল করছিলেন । বাবুলবাবুর বাড়ির সামনে আসতেই তৃণমূল কর্মীরা বাড়িতে ভাঙচুর চালাতে শুরু করে । বাবুলবাবুর মা তৃণমূল কর্মীদের থামানোর চেষ্টা করেন । সেই সময় তারা তাঁকে রাস্তায় টেনে মারধর করতে থাকে । মাকে বাঁচাতে গেলে তৃণমূল কর্মীদের ক্ষোভ আছড়ে পড়ে বিজেপির বুথ সভাপতির ওপর । বেশ কয়েকজন তৃণমূল কর্মী মাটিতে ফেলে বাবুলবাবুকে মারধর করে বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।
বিজেপির মালদা জেলা সম্পাদক কিষাণ কেডিয়া বলেন, “ফল ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপির ওপর হামলা চালাচ্ছে তৃণমূল । গতকাল আমাদের এক কর্মীর বাড়িতে হামলা চালানো হয় । আজ দুপুরে বুথ সভাপতির বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মানুষ ওঁকে নির্বাচিত করেছে, উনি মানুষের জন্য কাজ করুন । কারও ক্ষতি করবেন না ।”

মালদায় বিজেপির বুথ সভাপতি ও তাঁর মাকে মারধর


আরও পড়ুন : কাল রাজ্যে নাড্ডা, দেখা করবেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে

অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে পুরো ঘটনাকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান । তিনি বলেন, “এর আগে যখন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল, তখন ওদের দলের লোকেরা পার্টি অফিস ভাঙচুর করেছিল । হরিশ্চন্দ্রপুরে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি । ভোট না পাওয়ার কারণে একে অপরকে দোষারোপ করা নিয়েই এই গন্ডগোল । এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই ।”

Last Updated : May 3, 2021, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.