ETV Bharat / state

পাথর রপ্তানিতে বাধা দিচ্ছে IC, অভিযোগ শ্রমিক সংগঠনের - export

পাথর ব্যবসায়ীদের এই সমস্যা নিয়ে মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আজ বিশেষ বৈঠক ডাকে । বৈঠকে সংগঠনের প্রায় 150 জন সদস্য ছিলেন । তাঁরা দাবি করেন, পাথরের লোডিং পিছু টোকেন ইশু করার ব্যবস্থা করতে হবে । সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসন দ্রুত পাথর রপ্তানিতে অনুমতি না দিলে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে

বৈঠক চলছে
author img

By

Published : Apr 30, 2019, 11:19 PM IST

Updated : Apr 30, 2019, 11:58 PM IST

মালদা, ৩০ এপ্রিল : বাংলাদেশে পাথর রপ্তানিতে বাধা হয়ে দাঁড়িয়েছেন ইংরেজবাজার থানার IC । খুব দ্রুত পাথর রপ্তানিতে পুলিশ প্রশাসন অনুমোদন না দিলে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হবে । আজ মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে । সংগঠনের আরও অভিযোগ, এর আগে ইংরেজবাজারের পূর্বতন IC ও পুলিশ সুপার পাথর ব্যবসা নিয়ন্ত্রণ করতেন । তাঁদের সঙ্গে মাফিয়ারাও ছিল । যদিও ইংরেজবাজার থানার IC-র দাবি, আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যে পুলিশের কোনও ভূমিকা নেই ।

গতকাল সুস্থানি মোড়ে বন্ধ থাকা পাথর রপ্তানি ব্যবসা দ্রুত চালু করার দাবিতে লরিচালক ও শ্রমিকরা বিক্ষোভ দেখান । গৌড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র আরজাউল ইসলাম জানান, ইংরেজবাজার থানার IC-র নির্দেশে ৫ এপ্রিল থেকে বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ হয়ে রয়েছে । IC আগে তাঁদের জানিয়েছিলেন, নির্বাচনের পর ২৪ এপ্রিল থেকে ব্যবসা ফের চালু করা হতে পারে । কিন্তু সেই বিষয়ে পুলিশের কোনও নির্দেশিকা আসেনি ।

পাথর ব্যবসায়ীদের এই সমস্যা নিয়ে মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আজ বিশেষ বৈঠক ডাকে । বৈঠকে সংগঠনের প্রায় 150 জন সদস্য ছিলেন । তাঁরা দাবি করেন, পাথরের লোডিং পিছু টোকেন ইশু করার ব্যবস্থা করতে হবে । সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসন দ্রুত পাথর রপ্তানিতে অনুমতি না দিলে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে ।

সংগঠনের যুগ্ম সম্পাদক তপনকুমার দাস ও কোশাধ্যক্ষ মহম্মদ ফইজুল হক বলেন, "এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে টোকেন ইশু করে পাথর রপ্তানি করতে না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য পোর্ট বন্ধ করে দেওয়া হবে । ইংরেজবাজার থানার IC পাথর রপ্তানি ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছেন । ফের মাফিয়াচক্র প্রতিষ্ঠিত করার জন্যই পুলিশ পাথরের ব্যবসা করতে দিচ্ছে না । আমরা চাই, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই ব্যবসা চলুক ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : মহদিপুর বাণিজ্য কেন্দ্রে বন্ধ পাথর রপ্তানি, কর্মহীন 3 হাজার শ্রমিক

যদিও ইংরেজবাজার থানার IC শান্তনু মৈত্র রপ্তানিকারীদের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন । তিনি বলেন, "রপ্তানির ক্ষেত্রে পুলিশের কোনও ভূমিকা নেই । কেন রপ্তানিকারীরা পুলিশকে দোষারোপ করছেন তা আমি বুঝতে পারছি না । তবে ৩৪ নম্বর জাতীয় সড়কে যাতে কোনও যানজটের সমস্যা না হয় সেদিকে পুলিশ অবশ্যই নজর রাখবে । এর বাইরে পাথর রপ্তানি কীভাবে হবে, তা রপ্তানিকারীদের বিষয় ।"

মালদা, ৩০ এপ্রিল : বাংলাদেশে পাথর রপ্তানিতে বাধা হয়ে দাঁড়িয়েছেন ইংরেজবাজার থানার IC । খুব দ্রুত পাথর রপ্তানিতে পুলিশ প্রশাসন অনুমোদন না দিলে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হবে । আজ মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে । সংগঠনের আরও অভিযোগ, এর আগে ইংরেজবাজারের পূর্বতন IC ও পুলিশ সুপার পাথর ব্যবসা নিয়ন্ত্রণ করতেন । তাঁদের সঙ্গে মাফিয়ারাও ছিল । যদিও ইংরেজবাজার থানার IC-র দাবি, আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যে পুলিশের কোনও ভূমিকা নেই ।

গতকাল সুস্থানি মোড়ে বন্ধ থাকা পাথর রপ্তানি ব্যবসা দ্রুত চালু করার দাবিতে লরিচালক ও শ্রমিকরা বিক্ষোভ দেখান । গৌড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র আরজাউল ইসলাম জানান, ইংরেজবাজার থানার IC-র নির্দেশে ৫ এপ্রিল থেকে বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ হয়ে রয়েছে । IC আগে তাঁদের জানিয়েছিলেন, নির্বাচনের পর ২৪ এপ্রিল থেকে ব্যবসা ফের চালু করা হতে পারে । কিন্তু সেই বিষয়ে পুলিশের কোনও নির্দেশিকা আসেনি ।

পাথর ব্যবসায়ীদের এই সমস্যা নিয়ে মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আজ বিশেষ বৈঠক ডাকে । বৈঠকে সংগঠনের প্রায় 150 জন সদস্য ছিলেন । তাঁরা দাবি করেন, পাথরের লোডিং পিছু টোকেন ইশু করার ব্যবস্থা করতে হবে । সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসন দ্রুত পাথর রপ্তানিতে অনুমতি না দিলে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে ।

সংগঠনের যুগ্ম সম্পাদক তপনকুমার দাস ও কোশাধ্যক্ষ মহম্মদ ফইজুল হক বলেন, "এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে টোকেন ইশু করে পাথর রপ্তানি করতে না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য পোর্ট বন্ধ করে দেওয়া হবে । ইংরেজবাজার থানার IC পাথর রপ্তানি ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছেন । ফের মাফিয়াচক্র প্রতিষ্ঠিত করার জন্যই পুলিশ পাথরের ব্যবসা করতে দিচ্ছে না । আমরা চাই, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই ব্যবসা চলুক ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : মহদিপুর বাণিজ্য কেন্দ্রে বন্ধ পাথর রপ্তানি, কর্মহীন 3 হাজার শ্রমিক

যদিও ইংরেজবাজার থানার IC শান্তনু মৈত্র রপ্তানিকারীদের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন । তিনি বলেন, "রপ্তানির ক্ষেত্রে পুলিশের কোনও ভূমিকা নেই । কেন রপ্তানিকারীরা পুলিশকে দোষারোপ করছেন তা আমি বুঝতে পারছি না । তবে ৩৪ নম্বর জাতীয় সড়কে যাতে কোনও যানজটের সমস্যা না হয় সেদিকে পুলিশ অবশ্যই নজর রাখবে । এর বাইরে পাথর রপ্তানি কীভাবে হবে, তা রপ্তানিকারীদের বিষয় ।"

Intro:মালদা, ৩০ এপ্রিল : বাংলাদেশে পাথর রপ্তানিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন ইংরেজবাজার থানার আইসি৷ খুব দ্রুত পাথর রপ্তানিতে পুলিশ প্রশাসন অনুমোদন না দিলে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হবে৷ আজ নিজেদের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন৷ সংগঠনের আরও অভিযোগ, এর আগে ইংরেজবাজারের পূর্বতন আইসি ও পুলিশ সুপার পাথর ব্যবসাকে নিয়ন্ত্রণ করতেন৷ তাঁদের সঙ্গে ব্যবসা নিয়ন্ত্রণ করত মাফিয়ারাও৷ যদিও ইংরেজবাজার থানার আইসির দাবি, আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যে পুলিশের কোনও ভূমিকা নেই৷ এই সমস্যায় কেন তাঁদের উপর দোষ চাপানো হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না৷Body:উল্লেখ্য, গতকাল গৌড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে লরিচালক ও শ্রমিকরা মালদা শহর থেকে মহদিপুরগামী আন্তর্জাতিক বাণিজ্যপথের সুস্থানি মোড়ে বন্ধ থাকা পাথর ব্যবসা দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ দেখান৷ অ্যাসোসিয়েশনের মুখপাত্র আরজাউল ইসলাম জানিয়েছিলেন, ইংরেজবাজার থানার আইসির নির্দেশে গত ৫ এপ্রিল থেকে বাংলাদেশে পাথর রপ্তানি ব্যবসা বন্ধ হয়ে রয়েছে৷ আইসি আগে তাঁদের জানিয়েছিলেন, নির্বাচনের পর ২৪ এপ্রিল থেকে ব্যবসা ফের চালু করা যেতে পারে৷ কিন্তু পুলিশের পরবর্তী নির্দেশিকা না পাওয়ায় তাঁরা সেই ব্যবসা আর চালু করতে পারেননি৷ এই ব্যবসা বন্ধ থাকায় একদিকে যেমন প্রতিদিন ভারত সরকারের ১ লক্ষ ১৭ হাজার অ্যামেরিকান ডলার ক্ষতি হচ্ছে, অন্যদিকে এই ব্যবসার সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষের পেটে টান পড়ছে৷ দ্রুত এই ব্যবসা চালু না হলে তাঁদের পথে বসা ছাড়া আর কোনও উপায় থাকবে না৷
         পাথর ব্যবসায়ীদের এই সমস্যা নিয়ে আজ বিশেষ বৈঠক ডাকে মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন৷ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় দেড়শো সদস্য৷ সভায় অ্যাসোসিয়েশনের মাধ্যমে পাথরের লোডিং পিছু টোকেন ইশ্যুর ব্যবস্থা চালুর দাবিতে প্রায় সবাই সোচ্চার হন৷ সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসন দ্রুত পাথর রপ্তানিতে অনুমতি না দিলে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে৷
         সংগঠনের যুগ্ম সম্পাদক তপনকুমার দাস ও কোশাধ্যক্ষ মহম্মদ ফইজুল হক বলেন, "পাথর রপ্তানির ক্ষেত্রে উদ্ভুত সমস্যা নিয়ে আজ আমাদের বৈঠক হয়েছে৷ বৈঠকে পাথর রপ্তানিকারকদের সঙ্গে প্রায় দেড়শো সদস্য উপস্থিত হয়েছিলেন৷ সভায় সিদ্ধান্ত হয়েছে, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে টোকেন ইশ্যু করে পাথর রপ্তানি করতে না দেওয়া হয়ে অনির্দিষ্টকালের জন্য পোর্ট বন্ধ করে দেওয়া হবে৷ ইংরেজবাজার থানার আইসি'ই পাথর রপ্তানি ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছেন৷ কেন তিনি এই ব্যবসা করতে দিচ্ছেন না তা জানি না৷ তবে আগের আইসি পূর্ণেন্দু কুণ্ডু ও পুলিশ সুপার এই ব্যবসাকে নিয়ন্ত্রণ করতেন৷ এর মধ্যে বিভিন্ন মাফিয়া চক্রও ছিল৷ আমার ধারনা, এই মাফিয়াচক্রকে ফের প্রতিষ্ঠিত করার জন্যই পুলিশ পাথরের ব্যবসা করতে দিচ্ছে না৷ আমরা চাই, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই ব্যবসা চলুক৷ তাহলে মাফিয়া চক্র আর মাথা তুলে দাঁড়াতে পারবে না৷ এই মাফিয়া চক্রের জন্যই হিলি কিংবা অন্যান্য বাণিজ্য বন্দরের তুলনায় মহদিপুরে পাথরের দাম বেশি পড়ছে৷ হিলিতে প্রতি কিউবিক ফুট পাথরের দাম ৮০ টাকা৷ এখানে তার দাম ৯০ টাকা৷ মহদিপুর দিয়ে প্রতিদিন প্রায় ২০০ লরি পাথর বাংলাদেশে যায়৷ এই মুহূর্তে সুস্থানি মোড় পার্কিং-এ প্রায় ২ হাজার ফাঁকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে৷ আইসি কোনও গাড়িকেই সেখান থেকে ছাড়ছেন না৷ তবে বর্তমানে মহদিপুর পার্কিং-এ কোনও গাড়ি নেই৷ গতকাল থেকে রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে৷"Conclusion:যদিও রপ্তানিকারকদের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন ইংরেজবাজার থানার আইসি শান্তনু মৈত্র৷ তিনি বলেন, রপ্তানির ক্ষেত্রে পুলিশের কোনও ভূমিকাই নেই৷ কেন রপ্তানিকারকরা পুলিশকে দোষারোপ করছেন তা তিনি বুঝতে পারছেন না৷ তবে ৩৪ নম্বর জাতীয় সড়কে যাতে কোনও যানজটের সমস্যা না হয় সেদিকে পুলিশ অবশ্যই নজর রাখবে৷ এর বাইরে পাথর রপ্তানি কীভাবে হবে, তা রপ্তানিকারকদের বিষয়৷ এনিয়ে তাঁর কিছু বলার নেই৷
Last Updated : Apr 30, 2019, 11:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.