মালদা, 2 নভেম্বর : নিঃসন্তান বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতাতে তৎপর হয়ে উঠেছে প্রতিবেশী ৷ দম্পতিকে ঘরছাড়া করতে প্রায় প্রতিদিনই হামলা চালানো হচ্ছে বাড়িতে ৷ মারধর করা হচ্ছে বৃদ্ধ-বৃদ্ধাকে ৷ এনিয়ে আজ ইংরেজবাজার থানার দ্বারস্থ হয়েছেন ওই দম্পতি ৷ অভিযোগ পেয়েই তৎপর হয়ে উঠেছে পুলিশ ৷ তবে পুলিশ দেখেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে ৷
আক্রান্ত দম্পতির নাম অর্জুন মণ্ডল ও মায়া মণ্ডল ৷ অর্জুনবাবুর বয়স 75, তাঁর স্ত্রীর বয়স 65 বছর ৷ অর্জুনবাবুর অভিযোগ, "আমরা নিঃসন্তান ৷ গোপালপুর গ্রামে আমাদের নিজস্ব বাড়ি রয়েছে ৷ সেই বাড়ি হাতানোর চেষ্টা করছে শিবদয়াল সাহানি নামে এক প্রতিবেশী ৷ সে মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় আমাদের বাড়িতে হামলা চালায় ৷ বাড়ি ভাঙচুর করে ৷ আমাদের মারধরও করে ৷ গতকাল বিকেলে আমি বাড়িতে ছিলাম না ৷ সেই সময় মদ্যপ অবস্থায় শিবদয়াল বাঁশ নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয় ৷ আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে ৷ খবর পেয়ে আমি সময় মতো বাড়ি না গেলে হয়তো সে আমার স্ত্রীকে খুনই করে ফেলত ৷ শেষ পর্যন্ত পাড়ার লোকজন ছুটে আসায় স্ত্রী কোনওরকমে রক্ষা পায় ৷ এভাবে ওর অত্যাচার আর সহ্য করতে পারছি না ৷ তাই আজ পুলিশের দ্বারস্থ হয়েছি ৷ আমি এর বিচার চাই ৷"
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধ দম্পতির অভিযোগ পেয়েই গোপালপুর গ্রামে শিবদয়াল সাহানি নামে ওই অভিযুক্তকে ধরতে যান পুলিশকর্মীরা ৷ কিন্তু গ্রামে পুলিশ ঢোকার খবর পেয়ে আগেই সে পালিয়ে যায় ৷ তবে তাঁকে গ্রেপ্তার করা হবেই ৷ তাঁর খোঁজে চারদিকে তল্লাশি শুরু হয়েছে ৷ নিঃসন্তান এই বৃদ্ধ দম্পতিকে সবরকম পুলিশি সহায়তা দেওয়া হবে ৷