ETV Bharat / state

ভোটের মুখে আগ্নেয়াস্ত্র উদ্ধার কালিয়াচকে, গ্রেপ্তার 3

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে 12টি আগ্নেয়াস্ত্র সহ 50 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Apr 8, 2019, 9:33 AM IST

মালদা, 8 এপ্রিল : ভোটের মুখে 12টি আগ্নেয়াস্ত্র সহ 50 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল, হবিবুর রহমান, আবদুর রোহন ও আবদুল সালাম খান। হবিবুর ও আবদুর কালিয়াচকের মণ্ডলপাড়ার বাসিন্দা। এবং আবদুল কালিয়াচ হাজিপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, ধৃতদের আজ জেলা আদালতে তোলা হবে।

গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর মোড়ে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। তিন যুবককে সন্দেহজনকভাবে মোটরবাইকে পাহাড়পুরের দিকে যেতে দেখলে পুলিশের সন্দেহ হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক উত্তর না মিললে তল্লাশি চালিয়ে 12টি বন্দুক সহ 50 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।

কালিয়াচক থানার পুলিশ জানায়, ধৃত যুবকদের হেপাজত থেকে ম্যাগাজিন সহ দুটি 7.65 mm পিস্তল, 10 টি অত্যাধুনিক পাইপ গান ও 8 mm-র 50 টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভোটের আগে সন্ত্রাস ছড়াতে ওই আগ্নেয়াস্ত্রগুলির ব্যবহার করা হত।

মালদা, 8 এপ্রিল : ভোটের মুখে 12টি আগ্নেয়াস্ত্র সহ 50 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল, হবিবুর রহমান, আবদুর রোহন ও আবদুল সালাম খান। হবিবুর ও আবদুর কালিয়াচকের মণ্ডলপাড়ার বাসিন্দা। এবং আবদুল কালিয়াচ হাজিপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, ধৃতদের আজ জেলা আদালতে তোলা হবে।

গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর মোড়ে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। তিন যুবককে সন্দেহজনকভাবে মোটরবাইকে পাহাড়পুরের দিকে যেতে দেখলে পুলিশের সন্দেহ হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক উত্তর না মিললে তল্লাশি চালিয়ে 12টি বন্দুক সহ 50 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।

কালিয়াচক থানার পুলিশ জানায়, ধৃত যুবকদের হেপাজত থেকে ম্যাগাজিন সহ দুটি 7.65 mm পিস্তল, 10 টি অত্যাধুনিক পাইপ গান ও 8 mm-র 50 টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভোটের আগে সন্ত্রাস ছড়াতে ওই আগ্নেয়াস্ত্রগুলির ব্যবহার করা হত।

Intro:মালদা, ৮ এপ্রিলঃ ভোটের আগে গোপনসূত্রে খবর পেয়ে ১২টি আগ্নেয়াস্ত্র সহ ৫০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের এদিন জেলা আদালতে তোলা হবে৷Body:কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল হবিবুর রহমান, আবদুর রোহন ও আবদুল সালাম খান৷ হবিবুর ও আবদুর কালিয়াচকের মণ্ডলপাড়ার বাসিন্দা৷ আবদুলের বাড়ি কালিয়াচকের হাজিপাড়ায়৷ গতকাল রাতে গোপনসূত্রে খবর পেয়ে বামনগোলা মোসিমপুর গ্রামপঞ্চায়েতের পাহাড়পুর মোড়ে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ৷ সন্দেহজনকভাবে তিন যুবককে মোটরবাইকে পাহাড়পুরের দিকে যেতে দেখে পুলিশকর্মীরা৷ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১২টি বন্দুক সহ ৫০ রাউন্ড তাজা কার্তুজ৷ গ্রেফতার করা হয় ওই তিন যুবককে৷Conclusion:কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবকদের হেপাজত থেকে ম্যাগাজিন সহ দুটি ৭.৬৫ এমএম পিস্তল, ১০টি অত্যাধুনিক পাইপ গান ও ৮ এমএমের ৫০টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে৷ ধৃতদের এদিন জেলা আদালতে তোলা হবে৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান ভোটের আগে সন্ত্রাস ছড়াতে ওই আগ্নেয়াস্ত্রগুলির ব্যবহার করা হত৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.