ETV Bharat / state

মালদায় 35 জন প্রাক্তন KLO জঙ্গিকে চাকরির নিয়োগপত্র

author img

By

Published : Sep 30, 2020, 7:57 AM IST

গতকাল জেলা প্রশাসনিকভবনে 35 জন প্রাক্তন KLO সদস্যের হাতে হোমগার্ডে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় ৷ পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, আগামী 45 দিন তাঁদের ট্রেনিং দেওয়া হবে ৷ তারপরে তাঁরা কাজে যোগ দেবেন ৷

appointment letters to 35 former KLO militants in Malda
appointment letters to 35 former KLO militants in Malda

মালদা, 30 সেপ্টেম্বর : বিধানসভা ভোটের দামামা বেজেছে ৷ এরপর থেকেই রাজ্যের শাসকদল একের পর এক ঘোষণা করে চলেছে ৷ সিভিক ভলান্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীর পর অবশেষে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন প্রাক্তন KLO জঙ্গিরা ৷

উল্লেখ্য, পৃথক কামতাপুরি রাষ্ট্রের দাবিতে নব্বইয়ের দশকে উত্তাল হয়ে ওঠে উত্তরবঙ্গ ৷ নিজেদের দাবিকে প্রতিষ্ঠিত করতে 1995 সালের 28 ডিসেম্বর কামতাপুর লিবারেশন অর্গানাইজ়েশন নামে একটি সংগঠন গড়ে তোলেন জীবন সিংহ ও মিলটন বর্মন ৷ বিশেষত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় এই সংগঠন বিস্তার লাভ করতে শুরু করে ৷ ধীরে ধীরে এই সংগঠন জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ে ৷ তখন থেকে 2010 সাল পর্যন্ত মালদা জেলার প্রচুর যুবক KLO সংগঠনে নাম লেখায় ৷

এই জেলার হবিবপুর, বামনগোলা ও গাজোল ব্লকে কামতাপুরিদের বসবাস রয়েছে ৷ ফলে এই তিনটি ব্লকের উপরেই নজর পড়েছিল KLO শীর্ষ নেতৃত্বের ৷ মোটা টাকার লোভ দেখিয়ে এই এলাকার যুবকদের সংগঠনে টানা হত ৷ শুধু ছেলেরাই নয়, বেশ কিছু মেয়েও সেই সময় এই সংগঠনে নাম লিখিয়েছিল ৷ পরবর্তীতে KLO সংগঠনের প্রভাব কমতে শুরু করে ৷ তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব জঙ্গিদের সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান ৷ তাঁর ডাকে সাড়া দিয়ে আরও অনেক জায়গার মতো এই জেলার 41 জন KLO জঙ্গি আত্মসমর্পণ করে ৷

আত্মসমর্পণের পর মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, এই ছেলেমেয়েদের সংসার চালানোর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা হবে ৷ পরবর্তীতে তিনি এই ছেলেমেয়েদের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেন ৷ সেইমতো তিনি প্রতিটি জেলার প্রশাসনকেও নির্দেশ দেন ৷ তাঁর এই সিদ্ধান্তের আশায় ছিলেন এই জেলার আত্মসমর্পণকারী 41 জন KLO জঙ্গি ৷ কিছুদিন আগে আলিপুরদুয়ারের 76 জনকে হোমগার্ড পদে নিয়োগ করা হয় ৷ তাতে তাঁদের আশা আরও বেড়ে যায় ৷ কিন্তু এনিয়ে মালদা প্রশাসনের মন্থরতায় তাঁরা অধৈর্য হয়ে পড়ছিলেন ৷ তাই ৪ মার্চ মালদায় থাকাকালীন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ৷ তাঁদের দ্রুত নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশও দেন ৷ কিন্তু সেখানেই থমকে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া ৷ এরপর একাধিকবার জেলা প্রশাসনের সঙ্গে দেখা করেন আত্মসমর্পণকারী প্রাক্তন KLO সদস্যরা ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ অবশেষে গতকাল জেলা প্রশাসনিকভবনে 35 জন প্রাক্তন KLO সদস্যের হাতে হোমগার্ডে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় ৷

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "আজ (মঙ্গলবার) জেলার 35 জন প্রাক্তন KLO সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে ৷ আগামী 45 দিন তাঁদের ট্রেনিং দেওয়া হবে ৷ তারপরে তাঁরা কাজে যোগ দেবেন ৷ এই দাবি তাঁরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন ৷ আজ তাঁদের সেই দাবি পূরণ হয়েছে ৷ যাঁরা আবেদন করেছিলেন তাঁদের মধ্যে যাঁদের নথি বৈধ পাওয়া গিয়েছে তাঁদের হাতেই নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে ৷ যাঁরা এখনও নিয়োগপত্র পাননি তাঁদের আবেদনপত্র নিয়ে পুনরায় বিবেচনা করা হবে ৷"

মালদা, 30 সেপ্টেম্বর : বিধানসভা ভোটের দামামা বেজেছে ৷ এরপর থেকেই রাজ্যের শাসকদল একের পর এক ঘোষণা করে চলেছে ৷ সিভিক ভলান্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীর পর অবশেষে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন প্রাক্তন KLO জঙ্গিরা ৷

উল্লেখ্য, পৃথক কামতাপুরি রাষ্ট্রের দাবিতে নব্বইয়ের দশকে উত্তাল হয়ে ওঠে উত্তরবঙ্গ ৷ নিজেদের দাবিকে প্রতিষ্ঠিত করতে 1995 সালের 28 ডিসেম্বর কামতাপুর লিবারেশন অর্গানাইজ়েশন নামে একটি সংগঠন গড়ে তোলেন জীবন সিংহ ও মিলটন বর্মন ৷ বিশেষত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় এই সংগঠন বিস্তার লাভ করতে শুরু করে ৷ ধীরে ধীরে এই সংগঠন জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ে ৷ তখন থেকে 2010 সাল পর্যন্ত মালদা জেলার প্রচুর যুবক KLO সংগঠনে নাম লেখায় ৷

এই জেলার হবিবপুর, বামনগোলা ও গাজোল ব্লকে কামতাপুরিদের বসবাস রয়েছে ৷ ফলে এই তিনটি ব্লকের উপরেই নজর পড়েছিল KLO শীর্ষ নেতৃত্বের ৷ মোটা টাকার লোভ দেখিয়ে এই এলাকার যুবকদের সংগঠনে টানা হত ৷ শুধু ছেলেরাই নয়, বেশ কিছু মেয়েও সেই সময় এই সংগঠনে নাম লিখিয়েছিল ৷ পরবর্তীতে KLO সংগঠনের প্রভাব কমতে শুরু করে ৷ তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব জঙ্গিদের সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান ৷ তাঁর ডাকে সাড়া দিয়ে আরও অনেক জায়গার মতো এই জেলার 41 জন KLO জঙ্গি আত্মসমর্পণ করে ৷

আত্মসমর্পণের পর মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, এই ছেলেমেয়েদের সংসার চালানোর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা হবে ৷ পরবর্তীতে তিনি এই ছেলেমেয়েদের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেন ৷ সেইমতো তিনি প্রতিটি জেলার প্রশাসনকেও নির্দেশ দেন ৷ তাঁর এই সিদ্ধান্তের আশায় ছিলেন এই জেলার আত্মসমর্পণকারী 41 জন KLO জঙ্গি ৷ কিছুদিন আগে আলিপুরদুয়ারের 76 জনকে হোমগার্ড পদে নিয়োগ করা হয় ৷ তাতে তাঁদের আশা আরও বেড়ে যায় ৷ কিন্তু এনিয়ে মালদা প্রশাসনের মন্থরতায় তাঁরা অধৈর্য হয়ে পড়ছিলেন ৷ তাই ৪ মার্চ মালদায় থাকাকালীন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ৷ তাঁদের দ্রুত নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশও দেন ৷ কিন্তু সেখানেই থমকে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া ৷ এরপর একাধিকবার জেলা প্রশাসনের সঙ্গে দেখা করেন আত্মসমর্পণকারী প্রাক্তন KLO সদস্যরা ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ অবশেষে গতকাল জেলা প্রশাসনিকভবনে 35 জন প্রাক্তন KLO সদস্যের হাতে হোমগার্ডে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় ৷

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "আজ (মঙ্গলবার) জেলার 35 জন প্রাক্তন KLO সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে ৷ আগামী 45 দিন তাঁদের ট্রেনিং দেওয়া হবে ৷ তারপরে তাঁরা কাজে যোগ দেবেন ৷ এই দাবি তাঁরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন ৷ আজ তাঁদের সেই দাবি পূরণ হয়েছে ৷ যাঁরা আবেদন করেছিলেন তাঁদের মধ্যে যাঁদের নথি বৈধ পাওয়া গিয়েছে তাঁদের হাতেই নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে ৷ যাঁরা এখনও নিয়োগপত্র পাননি তাঁদের আবেদনপত্র নিয়ে পুনরায় বিবেচনা করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.