ETV Bharat / state

Amit Malviya Unhappy: ট্রেন দুর্ঘটনায় আহতের সঙ্গে দেখা করে মালদা মেডিক্যালের পরিষেবা নিয়ে ক্ষোভ অমিত মালব্যর - Amit Malviya Visits Malda Medical

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় আহতের সঙ্গে দেখা করে মালদা মেডিক্যাল কলেজের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য ৷

Amit Malviya Unhappy
Amit Malviya Visits Malda Medical
author img

By

Published : Jun 5, 2023, 5:26 PM IST

Updated : Jun 6, 2023, 12:41 PM IST

মালদা মেডিক্যালের পরিষেবা নিয়ে ক্ষোভ অমিত মালব্যর

মালদা, 5 জুন: ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আহত ব্যক্তির শারীরিক অবস্থা খতিয়ে দেখতে মালদা মেডিক্যাল কলেজে গেলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা আইটি সেলের কেন্দ্রীয় ইনচার্জ অমিত মালব্য । আহত ব্যক্তির সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেডিক্যালের পরিষেবা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিজেপির কেন্দ্রীয় নেতা । মেডিক্যাল কলেজের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রীকে দোষারোপ করেন তিনি ।

বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আহত শ্রমিকের নাম পিন্টু সাহা (35)। বাড়ি মালদা শহরের পিয়াঁজি মোড় এলাকায় । পিন্টুর এক প্রতিবেশী জানান, পরিবারের কেউ জানতেন না যে তিনি ওই ট্রেনে ছিলেন । দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা করিয়ে গতকাল গভীর রাতে বাড়ি ফেরেন পিন্টু । তাঁর থেকেই তাঁর পরিবার জানতে পারে, দুই সঙ্গীর সঙ্গে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল তাঁর । কিন্তু কোনও কারণে তিনি ট্রেন ধরতে পারেননি । তাই তিনি করমণ্ডল এক্সপ্রেসে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেন । আজ সকালে তাঁকে মালদা মেডিক্যালে ভরতি করা হয় ।

আজ দুপুরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান বিজেপির কেন্দ্রীয় নেতা তথা আইটি সেলের কেন্দ্রীয় ইনচার্জ অমিত মালব্য । মেডিক্যালে চিকিৎসাধীন পিন্টুর সঙ্গে দেখা করে কর্তব্যরত নার্সদের থেকে তাঁর স্বাস্থ্যের খবরও নেন কেন্দ্রীয় নেতা । পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা নিয়েও নার্সদের নানা প্রশ্ন করেন তিনি । মেডিক্যাল থেকে বেরনোর পথে সেখানে চিকিৎসাধীন বেশ কয়েকজন রোগীর আত্মীয় অমিত মালব্যকে নিজেদের অভিযোগ জানান ।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে বসা হল না, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মালদার ইউনুসের

মেডিক্যাল কলেজ পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতা । তিনি বলেন, “মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে 150 কোটি টাকা দেওয়া হয়েছে । এই জেলায় মেডিক্যাল কলেজের সঙ্গে মালটি-স্পেশাল হাসপাতাল তৈরি হবে, এমন আশা করা হয়েছিল । কিন্তু আমরা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে যা দেখলাম, তাতে খুব সাধারণ চিকিৎসা ব্যবস্থা চলছে । চিকিৎসক নেই, ইন্টার্নরা পুরো হাসপাতাল চালাচ্ছেন । সাধারণ পরিষেবাও এখানে ঠিকমতো দেওয়া হচ্ছে না । মালদার সমস্ত রোগীদের কলকাতা রেফার করা হচ্ছে । তাতে গরিব পরিবারের লোকজন নিজেদের আত্মীয়দের চিকিৎসা করাতে পারছেন না ।"

অমিত মালব্যর কথায়, কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছে, তা দিয়ে মালদা মেডিক্যালের সঙ্গে ভালো মালটি-স্পেশাল হাসপাতাল তৈরি করা যায় । কিন্তু রাজ্য সরকারের উদাসীন মনোভাব এবং গাফিলতিতে ট্রমা সেন্টার তৈরি করা হলেও যে উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা হয়েছিল তা পূরণ হচ্ছে না বলে অভিযোগ তাঁর । তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব বাংলার গরিব মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া । এই ট্রমা সেন্টার পরিদর্শন করে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মানুষের স্বাস্থ্য নিয়ে কোনও চিন্তা নেই । মুখ্যমন্ত্রীর দ্রুত এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করা উচিত বলে দাবি করেন অমিত মালব্য ।

Last Updated : Jun 6, 2023, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.