ETV Bharat / state

মালদায় তৃণমূল প্রধানের বিরুদ্ধে কোটি টাকা তছরুপের অভিযোগ - ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূল প্রধানের বিরুদ্ধে কোটি টাকা তছরুপের অভিযোগ CPI(M)-র । সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলেন CPI(M)-র জেলা সম্পাদক অম্বর মিত্র ।

Allegations of crore rupees corruption against the ruling party
Allegations of crore rupees corruption against the ruling party
author img

By

Published : Jul 15, 2020, 7:39 PM IST

মালদা, 15 জুলাই : ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ আনল CPI(M)-র জেলা সম্পাদক অম্বর মিত্র ৷ এনিয়ে আজ তিনি সাংবাদিক বৈঠক করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন দলের জেলা নেতারা ৷ অম্বরবাবু জানান, এই ঘটনা নিয়ে তাঁরা আন্দোলনে নামতে চলেছেন ৷ একই সঙ্গে তিনি পরিযায়ী শ্রমিকদের চাল-ডাল বিলি নিয়েও শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন ৷

অম্বরবাবু আজ বলেন, “মালদা জেলার প্রায় 5 লাখ শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করে ৷ কোরোনা আবহে তাদের মধ্যে 1 লাখ 65 হাজার শ্রমিক জেলায় ফিরে এসেছে ৷ এলাকায় ফিরে তারা দুঃসহ যন্ত্রণায় রয়েছে ৷ বেশিরভাগই কাজ পাচ্ছে না ৷ নিজেদের রুজিরুটি জোগাতে চরম সমস্যায় পড়েছে ৷ এই সব শ্রমিকদের জন্য 30 কিলো চাল ও দু’কিলো করে ডাল পাওয়ার কথা, তা নিয়ে অসম্ভব দুর্নীতি চলছে ৷"

তিনি আরও বলেন, এই দুর্নীতিতে জড়িয়ে রয়েছে শাসকদলের লোকজন ৷ ইংরেজবাজারের মিলকি গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে তৈরি করা পরিযায়ী শ্রমিকদের তালিকায় রয়েছে তৃণমূল শাসিত পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ও তাঁর পরিবারের একাধিক সদস্যের ৷ এরা কেউ শ্রমিক নয় ৷ কেউ শিক্ষিকা, কেউ সমবায় ব্যাঙ্কে চাকরি করে ৷ এরা পরিযায়ী শ্রমিকদের জন্য নির্ধারিত চাল-ডাল পাচ্ছে ৷ আর যারা প্রকৃতই পরিযায়ী শ্রমিক, তারা এসব খাদ্যসামগ্রী পাচ্ছে না ৷ কারণ, তাদের নাম তালিকায় ওঠেনি ৷ এভাবেই শাসকদল গরিব মানুষের চাল-ডাল নিয়েও দুর্নীতি করছে ৷”

CPI(M) জেলা সম্পাদক বলেন, “গত 13 ডিসেম্বর যদুপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি ব্যাঙ্কে জ়িরো ব্যালেন্স অ্যাকাউন্টে গ্রাহক বাড়ানোর জন্য একটি ক্যাম্প করে ৷ এসব ক্যাম্প গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় হয় ৷ সেখানে 36 জন গ্রামবাসী মোট 70 টি অ্যাকাউন্ট খোলে ৷ জুন মাসে এই গ্রামবাসীদের একজন আমাদের কাছে আসেন ৷ তিনি অভিযোগ করেন, তাঁর পাসবুক, ATM কার্ড কিংবা চেকবই ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে দেয়নি ৷ কিন্তু তাঁর মোবাইলে SMS এসেছে, তাঁর তিনটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে কয়েক লাখ টাকা জমা পড়ছে ৷ তুলেও নেওয়া হচ্ছে ৷ অথচ তিনি 5 টাকাও লেনদেন করেননি ৷ তিনি নিজের পাসবুক, চেকবুক ও ATM কার্ড পাওয়ার জন্য 3 টি ব্যাঙ্কে দিনের পর দিন ঘুরতে থাকেন ৷"

ওই গ্রাহক আরও জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে তাঁকে বলা হয়, সেসব পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে ৷ ওই ব্যক্তির অ্যাকাউন্টের কোনও স্টেটমেন্টও পাওয়া যাচ্ছিল না ৷ পরে আমরা সেই স্টেটমেন্ট জোগাড় করে দেখি, ওই ব্যক্তির তিনটি অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা লেনদেন হয়েছে ৷

অম্বরবাবু বলেন, "একজনের অ্যাকাউন্টেই যদি এই লেনদেন হয়, তবে 70টি অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণ কত, তা ভাবা যায় না ৷ আমরা এনিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ জানাতে যাই ৷ সেখানে আমাদের অভিযোগ না নিয়ে পাঠিয়ে দেওয়া হয় সাইবার ক্রাইম থানায় ৷ সেখানে বলা হয়, ব্যাঙ্কে অভিযোগ জানাতে হবে ৷ আমরা তিনটি ব্যাঙ্ক কর্তৃপক্ষসহ ব্যাঙ্কিং গ্রিভান্স সেলে অভিযোগ দায়ের করেছি ৷ আমাদের ধারণা, কালো টাকা লেনদেনের জন্য এই কাজ করা হয়েছে ৷ আমরা এর শেষ দেখে ছাড়ব ৷"

মালদা, 15 জুলাই : ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ আনল CPI(M)-র জেলা সম্পাদক অম্বর মিত্র ৷ এনিয়ে আজ তিনি সাংবাদিক বৈঠক করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন দলের জেলা নেতারা ৷ অম্বরবাবু জানান, এই ঘটনা নিয়ে তাঁরা আন্দোলনে নামতে চলেছেন ৷ একই সঙ্গে তিনি পরিযায়ী শ্রমিকদের চাল-ডাল বিলি নিয়েও শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন ৷

অম্বরবাবু আজ বলেন, “মালদা জেলার প্রায় 5 লাখ শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করে ৷ কোরোনা আবহে তাদের মধ্যে 1 লাখ 65 হাজার শ্রমিক জেলায় ফিরে এসেছে ৷ এলাকায় ফিরে তারা দুঃসহ যন্ত্রণায় রয়েছে ৷ বেশিরভাগই কাজ পাচ্ছে না ৷ নিজেদের রুজিরুটি জোগাতে চরম সমস্যায় পড়েছে ৷ এই সব শ্রমিকদের জন্য 30 কিলো চাল ও দু’কিলো করে ডাল পাওয়ার কথা, তা নিয়ে অসম্ভব দুর্নীতি চলছে ৷"

তিনি আরও বলেন, এই দুর্নীতিতে জড়িয়ে রয়েছে শাসকদলের লোকজন ৷ ইংরেজবাজারের মিলকি গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে তৈরি করা পরিযায়ী শ্রমিকদের তালিকায় রয়েছে তৃণমূল শাসিত পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ও তাঁর পরিবারের একাধিক সদস্যের ৷ এরা কেউ শ্রমিক নয় ৷ কেউ শিক্ষিকা, কেউ সমবায় ব্যাঙ্কে চাকরি করে ৷ এরা পরিযায়ী শ্রমিকদের জন্য নির্ধারিত চাল-ডাল পাচ্ছে ৷ আর যারা প্রকৃতই পরিযায়ী শ্রমিক, তারা এসব খাদ্যসামগ্রী পাচ্ছে না ৷ কারণ, তাদের নাম তালিকায় ওঠেনি ৷ এভাবেই শাসকদল গরিব মানুষের চাল-ডাল নিয়েও দুর্নীতি করছে ৷”

CPI(M) জেলা সম্পাদক বলেন, “গত 13 ডিসেম্বর যদুপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি ব্যাঙ্কে জ়িরো ব্যালেন্স অ্যাকাউন্টে গ্রাহক বাড়ানোর জন্য একটি ক্যাম্প করে ৷ এসব ক্যাম্প গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় হয় ৷ সেখানে 36 জন গ্রামবাসী মোট 70 টি অ্যাকাউন্ট খোলে ৷ জুন মাসে এই গ্রামবাসীদের একজন আমাদের কাছে আসেন ৷ তিনি অভিযোগ করেন, তাঁর পাসবুক, ATM কার্ড কিংবা চেকবই ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে দেয়নি ৷ কিন্তু তাঁর মোবাইলে SMS এসেছে, তাঁর তিনটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে কয়েক লাখ টাকা জমা পড়ছে ৷ তুলেও নেওয়া হচ্ছে ৷ অথচ তিনি 5 টাকাও লেনদেন করেননি ৷ তিনি নিজের পাসবুক, চেকবুক ও ATM কার্ড পাওয়ার জন্য 3 টি ব্যাঙ্কে দিনের পর দিন ঘুরতে থাকেন ৷"

ওই গ্রাহক আরও জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে তাঁকে বলা হয়, সেসব পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে ৷ ওই ব্যক্তির অ্যাকাউন্টের কোনও স্টেটমেন্টও পাওয়া যাচ্ছিল না ৷ পরে আমরা সেই স্টেটমেন্ট জোগাড় করে দেখি, ওই ব্যক্তির তিনটি অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা লেনদেন হয়েছে ৷

অম্বরবাবু বলেন, "একজনের অ্যাকাউন্টেই যদি এই লেনদেন হয়, তবে 70টি অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণ কত, তা ভাবা যায় না ৷ আমরা এনিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ জানাতে যাই ৷ সেখানে আমাদের অভিযোগ না নিয়ে পাঠিয়ে দেওয়া হয় সাইবার ক্রাইম থানায় ৷ সেখানে বলা হয়, ব্যাঙ্কে অভিযোগ জানাতে হবে ৷ আমরা তিনটি ব্যাঙ্ক কর্তৃপক্ষসহ ব্যাঙ্কিং গ্রিভান্স সেলে অভিযোগ দায়ের করেছি ৷ আমাদের ধারণা, কালো টাকা লেনদেনের জন্য এই কাজ করা হয়েছে ৷ আমরা এর শেষ দেখে ছাড়ব ৷"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.