মালদা, 29 মার্চ : বেশ কিছুদিন ধরে মদন মিত্রকে ঘিরে ছড়াচ্ছিল মিম। হাসি-মজার মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। এবার তা সীমা ছাড়াল। মমতা বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রের ছবি বিকৃত করে শেয়ার হল সোশাল মিডিয়ায়। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ইংরেজবাজার থানা, মালদা থানা ও মোথাবাড়ি থানায় ডেপুটেশন জমা দিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স সোশাল মিডিয়া কমিউনিটি (AITCSSMC)।
AITCSSMC-র তরফে অভিযোগ করেছে, ২৫ মার্চ কৌস্তভ চক্রবর্তী নামে এক যুবক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় শেয়ার করেছে। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। AITCSSMC-র পক্ষ থেকে শৌভিক গোস্বামী বলেন, "ছবি বিকৃত করে শেয়ার হচ্ছে। এভাবে অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইংরেজবাজার থানার IC-র দ্বারস্থ হয়েছি।"
২৪ ঘণ্টার মধ্যে ওই যুবককে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন তাঁরা।