ETV Bharat / state

পড়ল বোমা, ফাটল কাঁদানে গ্যাসের শেল, বনধে রণক্ষেত্র মালদা - লাঠিচার্জ

উত্তপ্ত মালদার সুজাপুর ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে করা হয় লাঠিচার্জ । কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ বিক্ষোভকারীদের আক্রমণে জখম কয়েকজন পুলিশকর্মী ৷

বনধের প্রভাব মালদায়
বনধের প্রভাব মালদায়
author img

By

Published : Jan 8, 2020, 1:44 PM IST

Updated : Jan 8, 2020, 4:34 PM IST

মালদা, 8 জানুয়ারি : বনধকে কেন্দ্র করে উত্তপ্ত মালদার কালিয়াচক থানার সুজাপুর ৷ পুলিশের একাধিক গাড়ি পোড়াল বিক্ষোভকারীরা ৷ পুলিশ লক্ষ্য করে বোমা ছোড়ে উত্তেজিত জনতা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছোড়ে পুলিশ ৷ শূন্যে গুলি চালায় পুলিশ ৷ ইটের আঘাতে জখম হয়েছেন কয়েকজন পুলিশকর্মী ৷ তবে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান পুলিশ সুপার ৷

বাম-কংগ্রেসের ডাকা ভারত বনধকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তপ্ত সুজাপুর ৷ সকাল ছ'টায় সুজাপুর নয়মৌজা ইদগাহের সামনে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ ঘণ্টাখানেক পর থেকে বনধের সমর্থনে কোনও রাজনৈতিক নেতা-কর্মীদের ঘটনাস্থানে দেখা যায়নি ৷ উপস্থিতি ছিল শুধু সাধারণ মানুষের ৷

Malda
সুজাপুরে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা

সকাল ছ'টা থেকে 11টা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা ৷ পুলিশ গিয়ে তাদের যান চলাচল স্বাভাবিক করার আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি ৷ 11টার পর থেকে ঘটনাস্থানে আসতে শুরু করেন IC বৈষ্ণবনগর, IC কালিয়াচক, DSP (DEB), CSP (সদর) ৷ উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার ৷ তাঁরাও ঘটনাস্থানে বিক্ষোভকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেন ৷ কিন্তু, তাতেও কোনও কাজ হয়নি ৷ উলটে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে ৷ বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে ৷

Malda
বিক্ষোভকারীদের আক্রমণে জখম পুলিশকর্মী

রণক্ষেত্রের চেহারা নেয় নয়মৌজা এলাকা ৷ পুলিশকে লক্ষ্য করে মুড়ি মুড়কির মতো ইট-পাটকেলের পাশাপাশি বোমা ছুড়তে থাকে বিক্ষোভকারীরা । পরিস্থিতি বেগতিক দেখে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । উত্তেজিত জনতা ঘটনাস্থানে থাকা পুলিশের গাড়ির পাশাপাশি বাস, গাড়ি সহ বাইকেও ভাঙচুর চালায় । একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ।

বিক্ষোভকারীদের আক্রমণের পর বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ । ছোড়ে কাঁদানে গ্যাস

ঘণ্টা দেড়েক পর ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন, পুলিশের জলকামান ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন ৷ আহতদের প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ ঘটনায় পুলিশের কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ জখম হয়েছেন কয়েকজন ৷ ভিডিয়ো ফুটেজ দেখে বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু হয়েছে ৷

মালদা, 8 জানুয়ারি : বনধকে কেন্দ্র করে উত্তপ্ত মালদার কালিয়াচক থানার সুজাপুর ৷ পুলিশের একাধিক গাড়ি পোড়াল বিক্ষোভকারীরা ৷ পুলিশ লক্ষ্য করে বোমা ছোড়ে উত্তেজিত জনতা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছোড়ে পুলিশ ৷ শূন্যে গুলি চালায় পুলিশ ৷ ইটের আঘাতে জখম হয়েছেন কয়েকজন পুলিশকর্মী ৷ তবে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান পুলিশ সুপার ৷

বাম-কংগ্রেসের ডাকা ভারত বনধকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তপ্ত সুজাপুর ৷ সকাল ছ'টায় সুজাপুর নয়মৌজা ইদগাহের সামনে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ ঘণ্টাখানেক পর থেকে বনধের সমর্থনে কোনও রাজনৈতিক নেতা-কর্মীদের ঘটনাস্থানে দেখা যায়নি ৷ উপস্থিতি ছিল শুধু সাধারণ মানুষের ৷

Malda
সুজাপুরে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা

সকাল ছ'টা থেকে 11টা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা ৷ পুলিশ গিয়ে তাদের যান চলাচল স্বাভাবিক করার আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি ৷ 11টার পর থেকে ঘটনাস্থানে আসতে শুরু করেন IC বৈষ্ণবনগর, IC কালিয়াচক, DSP (DEB), CSP (সদর) ৷ উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার ৷ তাঁরাও ঘটনাস্থানে বিক্ষোভকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেন ৷ কিন্তু, তাতেও কোনও কাজ হয়নি ৷ উলটে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে ৷ বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে ৷

Malda
বিক্ষোভকারীদের আক্রমণে জখম পুলিশকর্মী

রণক্ষেত্রের চেহারা নেয় নয়মৌজা এলাকা ৷ পুলিশকে লক্ষ্য করে মুড়ি মুড়কির মতো ইট-পাটকেলের পাশাপাশি বোমা ছুড়তে থাকে বিক্ষোভকারীরা । পরিস্থিতি বেগতিক দেখে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । উত্তেজিত জনতা ঘটনাস্থানে থাকা পুলিশের গাড়ির পাশাপাশি বাস, গাড়ি সহ বাইকেও ভাঙচুর চালায় । একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ।

বিক্ষোভকারীদের আক্রমণের পর বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ । ছোড়ে কাঁদানে গ্যাস

ঘণ্টা দেড়েক পর ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন, পুলিশের জলকামান ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন ৷ আহতদের প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ ঘটনায় পুলিশের কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ জখম হয়েছেন কয়েকজন ৷ ভিডিয়ো ফুটেজ দেখে বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু হয়েছে ৷

Intro:কপি পরে যাবে।


Body:কপি পরে যাবে।


Conclusion:কপি পরে যাবে।
Last Updated : Jan 8, 2020, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.