বোলপুর, 1 ডিসেম্বর: 3 বছর পর ফের শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা। শুক্রবার ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের তত্ত্বাবধানে বিশ্বভারতীর কর্মসমিতির (ইসি) বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে । তবে আগের মত অত বড় আকারে নয়, পরিবেশ আদালতের দূষণবিধি মেনে ছোট করে আয়োজিত হবে মহর্ষির প্রতিষ্ঠিত পৌষমেলা ৷ এমনটাই জানিয়েছেন, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় ।
2019 সালে শেষ বার পূর্বপল্লীর মাঠে হয়েছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা । 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মেলা । তবে তারপর থেকেই তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে শুরু হয় রাজ্য সরকারের সংঘাত । সংঘাত এমন পর্যায় পৌঁছায় যে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় তৃণমূল-কংগ্রেস । এমনকী পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরাও । এমনকী 2021 ও 2022 সালে পূর্বপল্লীর মাঠে পৌষমেলা বন্ধ করে দেন বিদ্যুৎ চক্রবর্তী । যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র । তবে বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর পৌরসভা এই দুই বছর ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করেছিল ৷
গত 8 নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর ৷ নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হন সঞ্জয়কুমার মল্লিক। তাই এবার ফের ঐতিহ্যবাহী পৌষমেলা হবে, এমনটাই আশা সকলের ৷ এই নিয়ে বোলপুর ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে পড়ুয়া, শান্তিনিকেতন ট্রাস্ট, বাংলা সংস্কৃতি মঞ্চ উপাচার্যকে মেলার আয়োজন করার জন্য ডেপুটেশন দিয়েছিল । এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের তত্ত্বাবধানে প্রায় 2 ঘন্টা কর্মসমিতির বৈঠক হয় ৷ বৈঠক শেষে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ফের পূর্বপল্লীর মাঠেই হবে পৌষমেলা ৷ তবে পরিবেশ আদালতের বেশ কিছু দূষণবিধি আছে ৷ সেই বিধি মেনে ছোট করে মেলার আয়োজন করা হবে। অর্থাৎ, আগের মত বড় আকারে মেলা না হলেও 3 বছর পর ফিরছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত পৌষমেলা ।
আরও পড়ুন: