ETV Bharat / state

3 বছর পর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই ফিরছে পৌষমেলা, তবে ছোট হবে পরিধি - বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়

Santiniketan Poush Mela: শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই ফিরছে ঐতিহ্যবাহী পৌষমেলা ৷ তবে পরিবেশ আদালতের বেশ কিছু দূষণবিধি মেনে এবার মেলা পরিধি ছোট হচ্ছে ৷

ETV Bharat
শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই ফিরছে পৌষমেলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 9:59 PM IST

Updated : Dec 1, 2023, 10:58 PM IST

বোলপুর, 1 ডিসেম্বর: 3 বছর পর ফের শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা। শুক্রবার ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের তত্ত্বাবধানে বিশ্বভারতীর কর্মসমিতির (ইসি) বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে । তবে আগের মত অত বড় আকারে নয়, পরিবেশ আদালতের দূষণবিধি মেনে ছোট করে আয়োজিত হবে মহর্ষির প্রতিষ্ঠিত পৌষমেলা ৷ এমনটাই জানিয়েছেন, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় ।

2019 সালে শেষ বার পূর্বপল্লীর মাঠে হয়েছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা । 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মেলা । তবে তারপর থেকেই তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে শুরু হয় রাজ্য সরকারের সংঘাত । সংঘাত এমন পর্যায় পৌঁছায় যে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় তৃণমূল-কংগ্রেস । এমনকী পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরাও । এমনকী 2021 ও 2022 সালে পূর্বপল্লীর মাঠে পৌষমেলা বন্ধ করে দেন বিদ্যুৎ চক্রবর্তী । যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র । তবে বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর পৌরসভা এই দুই বছর ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করেছিল ৷

ETV Bharat
বিশ্বভারতী কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি

গত 8 নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর ৷ নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হন সঞ্জয়কুমার মল্লিক। তাই এবার ফের ঐতিহ্যবাহী পৌষমেলা হবে, এমনটাই আশা সকলের ৷ এই নিয়ে বোলপুর ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে পড়ুয়া, শান্তিনিকেতন ট্রাস্ট, বাংলা সংস্কৃতি মঞ্চ উপাচার্যকে মেলার আয়োজন করার জন্য ডেপুটেশন দিয়েছিল । এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের তত্ত্বাবধানে প্রায় 2 ঘন্টা কর্মসমিতির বৈঠক হয় ৷ বৈঠক শেষে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ফের পূর্বপল্লীর মাঠেই হবে পৌষমেলা ৷ তবে পরিবেশ আদালতের বেশ কিছু দূষণবিধি আছে ৷ সেই বিধি মেনে ছোট করে মেলার আয়োজন করা হবে। অর্থাৎ, আগের মত বড় আকারে মেলা না হলেও 3 বছর পর ফিরছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত পৌষমেলা ।

আরও পড়ুন:

  1. বিশ্বভারতী থেকে ‘রাহু’ বিদ্যুৎ চলে যাওয়ায় পৌষমেলা ফের আয়োজনের পক্ষে সওয়াল সুভাষ দত্তর
  2. বিশ্বভারতীর উপাচার্যের কাছে অমর্ত্য সেনের জমি বিবাদ নিষ্পত্তির আর্জি অনুপম হাজরার
  3. রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে

বোলপুর, 1 ডিসেম্বর: 3 বছর পর ফের শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা। শুক্রবার ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের তত্ত্বাবধানে বিশ্বভারতীর কর্মসমিতির (ইসি) বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে । তবে আগের মত অত বড় আকারে নয়, পরিবেশ আদালতের দূষণবিধি মেনে ছোট করে আয়োজিত হবে মহর্ষির প্রতিষ্ঠিত পৌষমেলা ৷ এমনটাই জানিয়েছেন, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় ।

2019 সালে শেষ বার পূর্বপল্লীর মাঠে হয়েছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা । 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মেলা । তবে তারপর থেকেই তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে শুরু হয় রাজ্য সরকারের সংঘাত । সংঘাত এমন পর্যায় পৌঁছায় যে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় তৃণমূল-কংগ্রেস । এমনকী পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরাও । এমনকী 2021 ও 2022 সালে পূর্বপল্লীর মাঠে পৌষমেলা বন্ধ করে দেন বিদ্যুৎ চক্রবর্তী । যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র । তবে বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর পৌরসভা এই দুই বছর ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করেছিল ৷

ETV Bharat
বিশ্বভারতী কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি

গত 8 নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর ৷ নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হন সঞ্জয়কুমার মল্লিক। তাই এবার ফের ঐতিহ্যবাহী পৌষমেলা হবে, এমনটাই আশা সকলের ৷ এই নিয়ে বোলপুর ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে পড়ুয়া, শান্তিনিকেতন ট্রাস্ট, বাংলা সংস্কৃতি মঞ্চ উপাচার্যকে মেলার আয়োজন করার জন্য ডেপুটেশন দিয়েছিল । এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের তত্ত্বাবধানে প্রায় 2 ঘন্টা কর্মসমিতির বৈঠক হয় ৷ বৈঠক শেষে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ফের পূর্বপল্লীর মাঠেই হবে পৌষমেলা ৷ তবে পরিবেশ আদালতের বেশ কিছু দূষণবিধি আছে ৷ সেই বিধি মেনে ছোট করে মেলার আয়োজন করা হবে। অর্থাৎ, আগের মত বড় আকারে মেলা না হলেও 3 বছর পর ফিরছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত পৌষমেলা ।

আরও পড়ুন:

  1. বিশ্বভারতী থেকে ‘রাহু’ বিদ্যুৎ চলে যাওয়ায় পৌষমেলা ফের আয়োজনের পক্ষে সওয়াল সুভাষ দত্তর
  2. বিশ্বভারতীর উপাচার্যের কাছে অমর্ত্য সেনের জমি বিবাদ নিষ্পত্তির আর্জি অনুপম হাজরার
  3. রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে
Last Updated : Dec 1, 2023, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.