ETV Bharat / state

মালদার 2 পৌরসভায় প্রশাসক নিয়োগ, দায়িত্বে পৌরপ্রধানরাই

author img

By

Published : May 22, 2020, 9:51 PM IST

কোরোনা সংক্রমণের জেরে মেয়াদ শেষ হয়ে যাওয়া পৌরনিগম ও পৌরসভাগুলির নির্বাচন যে এই সময় কিছুতেই সম্ভব নয় তা নিশ্চিত ৷ রাজ্য সরকারও মেয়াদ শেষ হওয়া পৌরনিগম ও পৌরসভাগুলিতে প্রশাসক নিয়োগ করতে শুরু করে ৷ আজ মালদার দুই পৌরসভাতেও রাজ্য পৌর ও নগোরন্নয়ন দপ্তরের নোটিফিকেশন এসে পৌঁছায় ৷

মালদা
মালদা

মালদা, 22 মে : মালদা জেলার দুই পৌরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার ৷ আজই রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর থেকে মালদা জেলার দুই পৌরসভার জন্য প্রশাসক বোর্ড সদস্যদের তালিকা পাঠানো হয় ৷ 25 মে থেকে এই বোর্ড কাজ শুরু করবে ৷ ইংরেজবাজার পৌরসভায় প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে বর্তমান চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষকে ৷ পুরাতন মালদা পৌরসভায় সেই দায়িত্ব পাচ্ছেন বর্তমান চেয়ারম্যান কার্তিক ঘোষ ৷

উল্লেখ্য, 24 মে তৃণমূল নিয়ন্ত্রিত জেলার দুই পৌর বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ৷ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে গত পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ও নীহাররঞ্জন ঘোষ ৷ প্রথমে কৃষ্ণেন্দুবাবু পৌরপ্রধানের চেয়ারে বসেন ৷ কিন্তু বছর দুয়েক পর তাঁকে আসন হারাতে হয় ৷ সেই দায়িত্বে আসেন নীহারবাবু ৷ যদিও পুরাতন মালদা পৌরসভায় গত পাঁচ বছর ধরে একাই চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন কার্তিকবাবু ৷ সম্প্রতি দুই চেয়ারম্যানের বিরুদ্ধেই অনাস্থা নিয়ে আসেন শাসকদলেরই কাউন্সিলররা ৷ সেই জল গড়ায় কলকাতা পর্যন্ত ৷ যদিও দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ নীহারবাবু ও কার্তিকবাবুকেই চেয়ারম্যান রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় দলীয় নেতৃত্ব ৷ রাজ্য নেতৃত্বের নির্দেশে অনাস্থা তুলে নেন কাউন্সিলররা ৷

কোরোনা সংক্রমণের জেরে মেয়াদ শেষ হয়ে যাওয়া পৌরনিগম ও পৌরসভাগুলির নির্বাচন যে এই সময় কিছুতেই সম্ভব নয় তা নিশ্চিত ৷ রাজ্য সরকারও মেয়াদ শেষ হওয়া পৌরনিগম ও পৌরসভাগুলিতে প্রশাসক বোর্ড নিয়োগ করতে শুরু করে ৷ আজ জেলার দুই পৌরসভাতেও রাজ্য পৌর ও নগোরন্নয়ন দপ্তরের নোটিফিকেশন এসে পৌঁছায় ৷ সেখানে ইংরেজবাজার পৌরসভায় প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নীহারবাবুকে নিয়োগ করার পাশাপাশি বোর্ডের পাঁচ সদস্যের নামও জানিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা হলেন দুলাল সরকার, সুমালা আগরওয়াল, অম্লান ভাদুড়ি, আশিস কুণ্ডু ও চৈতালি ঘোষ ৷ পুরাতন মালদা পৌরসভায় প্রশাসক বোর্ডের সদস্য রয়েছেন দু’জন ৷ এর মধ্যে বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে কার্তিকবাবুকে ৷ দ্বিতীয় সদস্য হলেন বর্তমান ভাইস চেয়ারপার্সন চন্দনা হালদার ৷

নীহারবাবু বলেন, "পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি ৷ কাউন্সিলরদের সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছি ৷ আমার উপর যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, তাও আমি নিষ্ঠার সঙ্গে পালন করব ৷" একই কথা জানিয়েছেন কার্তিকবাবুও ৷

মালদা, 22 মে : মালদা জেলার দুই পৌরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার ৷ আজই রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর থেকে মালদা জেলার দুই পৌরসভার জন্য প্রশাসক বোর্ড সদস্যদের তালিকা পাঠানো হয় ৷ 25 মে থেকে এই বোর্ড কাজ শুরু করবে ৷ ইংরেজবাজার পৌরসভায় প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে বর্তমান চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষকে ৷ পুরাতন মালদা পৌরসভায় সেই দায়িত্ব পাচ্ছেন বর্তমান চেয়ারম্যান কার্তিক ঘোষ ৷

উল্লেখ্য, 24 মে তৃণমূল নিয়ন্ত্রিত জেলার দুই পৌর বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ৷ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে গত পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ও নীহাররঞ্জন ঘোষ ৷ প্রথমে কৃষ্ণেন্দুবাবু পৌরপ্রধানের চেয়ারে বসেন ৷ কিন্তু বছর দুয়েক পর তাঁকে আসন হারাতে হয় ৷ সেই দায়িত্বে আসেন নীহারবাবু ৷ যদিও পুরাতন মালদা পৌরসভায় গত পাঁচ বছর ধরে একাই চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন কার্তিকবাবু ৷ সম্প্রতি দুই চেয়ারম্যানের বিরুদ্ধেই অনাস্থা নিয়ে আসেন শাসকদলেরই কাউন্সিলররা ৷ সেই জল গড়ায় কলকাতা পর্যন্ত ৷ যদিও দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ নীহারবাবু ও কার্তিকবাবুকেই চেয়ারম্যান রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় দলীয় নেতৃত্ব ৷ রাজ্য নেতৃত্বের নির্দেশে অনাস্থা তুলে নেন কাউন্সিলররা ৷

কোরোনা সংক্রমণের জেরে মেয়াদ শেষ হয়ে যাওয়া পৌরনিগম ও পৌরসভাগুলির নির্বাচন যে এই সময় কিছুতেই সম্ভব নয় তা নিশ্চিত ৷ রাজ্য সরকারও মেয়াদ শেষ হওয়া পৌরনিগম ও পৌরসভাগুলিতে প্রশাসক বোর্ড নিয়োগ করতে শুরু করে ৷ আজ জেলার দুই পৌরসভাতেও রাজ্য পৌর ও নগোরন্নয়ন দপ্তরের নোটিফিকেশন এসে পৌঁছায় ৷ সেখানে ইংরেজবাজার পৌরসভায় প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নীহারবাবুকে নিয়োগ করার পাশাপাশি বোর্ডের পাঁচ সদস্যের নামও জানিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা হলেন দুলাল সরকার, সুমালা আগরওয়াল, অম্লান ভাদুড়ি, আশিস কুণ্ডু ও চৈতালি ঘোষ ৷ পুরাতন মালদা পৌরসভায় প্রশাসক বোর্ডের সদস্য রয়েছেন দু’জন ৷ এর মধ্যে বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে কার্তিকবাবুকে ৷ দ্বিতীয় সদস্য হলেন বর্তমান ভাইস চেয়ারপার্সন চন্দনা হালদার ৷

নীহারবাবু বলেন, "পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি ৷ কাউন্সিলরদের সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছি ৷ আমার উপর যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, তাও আমি নিষ্ঠার সঙ্গে পালন করব ৷" একই কথা জানিয়েছেন কার্তিকবাবুও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.