মালদা, 13 জানুয়ারি : সাজা ঘোষণার আগেই শৌচালয়ে যাওয়ার নাম করে প্রহরীকে ধাক্কা মেরে জানালা টপকে পালাল এক বাংলাদেশি আসামী । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক তৃতীয় কোর্টে (accused escape from Malda District Court) । পলাতক আসামীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে (Malda District Court) । আদালতে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন আইনজীবীরা ।
পলাতক আসামীর নাম মহম্মদ তারিক শেখ ওরফে সফিকুল ইসলাম । 2021 সালের 23 জানুয়ারি তাকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ । তার বিরুদ্ধে ডাকাতি-সহ বিদেশি আইনে মামলা চলছিল । আজই সাজা ঘোষণার কথা ছিল । সেই মতো তাকে আদালতে নিয়ে যাওয়া হয় । কিন্তু সাজা ঘোষণার আগেই আদালত থেকে পালিয়ে যায় সে ।
এই প্রসঙ্গে সরকারি আইনজীবী সালুজা পারভিন বলেন, "ওই বাংলাদেশির সাজা ঘোষণার জন্য বেলা তিনটের সময় তাকে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয় । সেই অনুযায়ী পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে আসা হয় । কিন্তু বাথরুমে যাওয়ার নাম করে সে গার্ডকে ধাক্কা মেরে পালিয়ে যায় । এখনও পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি । ওর বিরুদ্ধে 399 ও 402 ধারায় ও 14 A ফরেনার অ্যাক্টে মামলা চলছিল । এই ঘটনায় প্রমাণিত হয় যে এখানে নিরাপত্তার অভাব রয়েছে । নিরাপত্তাকর্মীর সংখ্যা আরও বাড়ানো উচিত ।"
আরও পড়ুন : Robbery at Liquor Shop : দোকানে ডাকাতি করে খরিদ্দারদের মদ বিলি করল দুষ্কৃতীরা