ETV Bharat / state

Malda District Court : আদালতের শৌচালয় থেকে পালাল আসামী, চাঞ্চল্য মালদায় - malda district court news

এক বছর আগে গ্রেফতার হওয়া বাংলাদেশী আসামীর সাজা ঘোষণার দিন ছিল বৃহস্পতিবার ৷ তার জন্য মালদা জেলা আদালতে (malda district court news) নিয়ে আসা হলে শৌচালয়ে যাবার নাম করে পালায় সে ৷

malda
মালদা জেলা আদালত
author img

By

Published : Jan 13, 2022, 5:15 PM IST

Updated : Jan 13, 2022, 5:24 PM IST

মালদা, 13 জানুয়ারি : সাজা ঘোষণার আগেই শৌচালয়ে যাওয়ার নাম করে প্রহরীকে ধাক্কা মেরে জানালা টপকে পালাল এক বাংলাদেশি আসামী । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক তৃতীয় কোর্টে (accused escape from Malda District Court) । পলাতক আসামীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে (Malda District Court) । আদালতে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন আইনজীবীরা ।

পলাতক আসামীর নাম মহম্মদ তারিক শেখ ওরফে সফিকুল ইসলাম । 2021 সালের 23 জানুয়ারি তাকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ । তার বিরুদ্ধে ডাকাতি-সহ বিদেশি আইনে মামলা চলছিল । আজই সাজা ঘোষণার কথা ছিল । সেই মতো তাকে আদালতে নিয়ে যাওয়া হয় । কিন্তু সাজা ঘোষণার আগেই আদালত থেকে পালিয়ে যায় সে ।

মালদা জেলা আদালত থেকে আসামী পালানোর ঘটনায় যা বললেন আইনজীবী

এই প্রসঙ্গে সরকারি আইনজীবী সালুজা পারভিন বলেন, "ওই বাংলাদেশির সাজা ঘোষণার জন্য বেলা তিনটের সময় তাকে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয় । সেই অনুযায়ী পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে আসা হয় । কিন্তু বাথরুমে যাওয়ার নাম করে সে গার্ডকে ধাক্কা মেরে পালিয়ে যায় । এখনও পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি । ওর বিরুদ্ধে 399 ও 402 ধারায় ও 14 A ফরেনার অ্যাক্টে মামলা চলছিল । এই ঘটনায় প্রমাণিত হয় যে এখানে নিরাপত্তার অভাব রয়েছে । নিরাপত্তাকর্মীর সংখ্যা আরও বাড়ানো উচিত ।"

আরও পড়ুন : Robbery at Liquor Shop : দোকানে ডাকাতি করে খরিদ্দারদের মদ বিলি করল দুষ্কৃতীরা

মালদা, 13 জানুয়ারি : সাজা ঘোষণার আগেই শৌচালয়ে যাওয়ার নাম করে প্রহরীকে ধাক্কা মেরে জানালা টপকে পালাল এক বাংলাদেশি আসামী । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক তৃতীয় কোর্টে (accused escape from Malda District Court) । পলাতক আসামীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে (Malda District Court) । আদালতে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন আইনজীবীরা ।

পলাতক আসামীর নাম মহম্মদ তারিক শেখ ওরফে সফিকুল ইসলাম । 2021 সালের 23 জানুয়ারি তাকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ । তার বিরুদ্ধে ডাকাতি-সহ বিদেশি আইনে মামলা চলছিল । আজই সাজা ঘোষণার কথা ছিল । সেই মতো তাকে আদালতে নিয়ে যাওয়া হয় । কিন্তু সাজা ঘোষণার আগেই আদালত থেকে পালিয়ে যায় সে ।

মালদা জেলা আদালত থেকে আসামী পালানোর ঘটনায় যা বললেন আইনজীবী

এই প্রসঙ্গে সরকারি আইনজীবী সালুজা পারভিন বলেন, "ওই বাংলাদেশির সাজা ঘোষণার জন্য বেলা তিনটের সময় তাকে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয় । সেই অনুযায়ী পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে আসা হয় । কিন্তু বাথরুমে যাওয়ার নাম করে সে গার্ডকে ধাক্কা মেরে পালিয়ে যায় । এখনও পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি । ওর বিরুদ্ধে 399 ও 402 ধারায় ও 14 A ফরেনার অ্যাক্টে মামলা চলছিল । এই ঘটনায় প্রমাণিত হয় যে এখানে নিরাপত্তার অভাব রয়েছে । নিরাপত্তাকর্মীর সংখ্যা আরও বাড়ানো উচিত ।"

আরও পড়ুন : Robbery at Liquor Shop : দোকানে ডাকাতি করে খরিদ্দারদের মদ বিলি করল দুষ্কৃতীরা

Last Updated : Jan 13, 2022, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.