মালদা, 4 মে: "কোভিডের ভ্যাকসিন যেমন কোভিশিল্ড ৷ বিজেপি ভাইরাসের ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস ৷" মানিকচকের জনসভা থেকে এভাবেই বিজেপি সরকারকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তাঁর জন সংযোগ যাত্রার দশম দিন আর মালদায় দ্বিতীয় দিন ৷ বৃহস্পতিবার নায়েতপুরে মানিকচকের জনসভার মঞ্চে কংগ্রেসকে বিজেপির শরিক হিসাবে চিহ্নিত করেন তিনি ৷ নাম উল্লেখ করেই অধীররঞ্জন চৌধুরী, আবু হাসেম খান চৌধুরী, এমনকী উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর কড়া সমালোচনা করেন ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ একশো দিনের বকেয়া টাকার কথাও বাদ যায়নি তাঁর আক্রমণাত্মক বক্তৃতা থেকে ৷ আজ তৃণমূলর নবজোয়ার কর্মসূচির দশম দিনে তিনি 1 হাজার 100 কিলোমিটার পথ অতিক্রম করেছেন ৷
বৃহস্পতিবার ডান হাতে স্যালাইনের চ্যানেল নিয়েই মালদার রতুয়ার বাহারাল বাস স্ট্যান্ড থেকে দিনের প্রথম কর্মসূচির সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রতুয়া থেকে রোড-শো চলে বাহারাল ফুটবল ময়দান পর্যন্ত ৷ মানিকচকের জনসভার মঞ্চে অভিষেক বিজেপি সরকারকে নিশানা করে বলেন, "কোভিডের ভ্যাকসিনের নাম ছিল কোভিশিল্ড ৷ আর বিজেপি এমন একটা ভাইরাস, যার ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস ৷ এরা তৃণমূল ছাড়া কাউকে ভয় পায় না ৷"
তাঁর দাবি, একুশের নির্বাচনে হেরে বিজেপি পেট্রল এবং রান্নার গ্যাসের দাম কমাতে বাধ্য হয়েছিল ৷ কিন্তু হিমাচলপ্রদেশে কংগ্রেস জিতে জ্বালানির দাম কমায়নি ৷ বাংলায় একটা কথা আছে, ঠেলায় না-পড়লে বেড়াল গাছে ওঠে না ৷ 400 টাকা দামের রান্নার গ্যাসের দাম 2023 সালে হয়েছে 1 হাজার 200 টাকা ৷ কংগ্রেসের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তারা মূল্যবৃদ্ধির ইস্যুতে পথে নামেনি ৷ অধীর চৌধুরীর নিরাপত্তা ব্যবস্থাকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ ৷ তাঁর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এনআরসি চালু করার কথা জানিয়েছে ৷ আর তাঁরই মন্ত্রকের অধীনে থাকা সিআরপিএফই আজ অধীর চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে ৷ তিনি দিল্লির পুলিশ চান, বাংলার পুলিশ চান না ৷ একশো দিনের কাজ নিয়ে কংগ্রেস নেতাকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, "একশো দিনের কাজের বকেয়া টাকার জন্য অধীর চৌধুরী কোনও দিন দিল্লিতে কোনও বৈঠক করেননি ৷ যদি কেউ দেখাতে পারে, গত 10 বছরে অধীর চৌধুরী 100 দিনের কাজের জন্য দিল্লিতে একটাও বৈঠক করেছেন, আমি আজীবন মালদায় পা রাখব না ৷"
বিজেপি সাংসদ খগেন মুর্মুকে আক্রমণ করে অভিষেক বলেন, "আমি বলছি, রান্নার গ্যাসের দাম এখনও 400 টাকাই রয়েছে ৷ উত্তর মালদার মানুষ বিজেপির খগেন মুর্মুকে জিতিয়ে 400 টাকার গ্যাসে 800 টাকা জরিমানা দিচ্ছেন ৷" তিনি আরও জানান, একইভাবে দক্ষিণ মালদার মানুষ কংগ্রেসকে জিতিয়ে গ্যাস কিনতে 800 টাকা জরিমানা ভরছেন ৷ দেশের মানুষ বিজেপিকে জিতিয়ে 50 টাকা লিটার পেট্রোলে 50 টাকা জরিমানা দিচ্ছে ৷ গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাংসদের সংখ্যা কমে গিয়েছে ৷ এ কথা স্বীকার করে নেন অভিষেক ৷ তিনি পরিসংখ্যান দেন, 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত বাংলায় তৃণমূল কংগ্রেসের 34 জন সাংসদ ছিল ৷ সেই কারণে 2014 সালে প্রধানমন্ত্রী বাংলার টাকা আটকাতে পারেনি ৷ কিন্তু গত লোকসভা নির্বাচনে তৃণমূলের 22 জন সাংসদ, বিজেপির 18 জন, কংগ্রেসের 2 জন সাংসদ হয়েছেন ৷ আর কংগ্রেস সঙ্গে সাধারণ মানুষের অলক্ষ্যে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷
আরও পড়ুন: বিজেপির সহযোগী আঞ্চলিক দল তৃণমূল, মোদির কাছের বন্ধু মমতা: অধীর