মালদা, 17 মার্চ : ভিক্ষা পেতে নিজের হাতটাই কেটে ফেলতে হয়েছে মালদার এক যুবককে ৷ মানব পাচারকারীদের জালে পড়ে হাত খোয়াতে হয়েছে তাঁকে ৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে মালদা নয়, এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায় ৷ এমন ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে ৷
ওই যুবকের নাম সঞ্জিৎ পাল ৷ বয়স আনুমানিক 35 বছর ৷ বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় ৷ মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস পাঁচেক আগে কাজের সন্ধানে উত্তরপ্রদেশে গিয়েছিলেন সঞ্জিৎ ৷ সেখানে তিনি মানব পাচারকারীদের জালে পড়ে যান ৷ তারা তাঁকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগরে নিয়ে যায় ৷ সেখানেই মানব পাচারকারী চক্রের সদস্যরা তাঁকে ভিক্ষাবৃত্তিতে নামার পরামর্শ দেয় ৷ মানুষের সহানুভূতি আদায়ের জন্য তারা সঞ্জিতকে নিজের বাম হাত কেটে ফেলতে বলে ৷ খিদের জ্বালায় তাতে সায় দেন সঞ্জিতও ৷ এরপরেই তাঁর বাম হাতের কবজির জায়গা পুরোটা কেটে ফেলা হয় ৷ প্রথমে চক্রের সদস্যরা তাঁর চিকিৎসাও করে ৷ কিন্তু জখমের অংশ মারাত্মক আকার নিতে থাকায় তারা সঞ্জিতকে মোগলসরাইয়ের একটি রাস্তায় ফেলে পালিয়ে যায় ৷ পরে জখম সঞ্জিতকে ওই অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ৷ তাঁরাই তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন ৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন সঞ্জিৎ ৷
আরও পড়ুন : সাত মাসে সাতবার বিক্রি ছত্তিশগড়ের যুবতি
সঞ্জিতের মুখে গোটা ঘটনা শুনে হতবাক হয়ে যান উত্তরপ্রদেশের ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ৷ তাঁরা এ নিয়ে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ৷ সঞ্জিত সেখানকার পুলিশকে জানান, লকডাউনের পর হাতে কাজ না থাকায় তিনি কাজের খোঁজে উত্তরপ্রদেশ এসেছিলেন ৷ কিন্তু সেখানেও তিনি কাজ পাচ্ছিলেন না ৷ তখনই এক মহিলার সঙ্গে তাঁর যোগাযোগ হয় ৷ সেই মহিলা তাঁকে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করান ৷ তাঁকে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়ার কথা বলা হয় ৷ খিদের জ্বালা সহ্য করতে না পেরে তিনি তাদের সব কথাতেই রাজি হয়ে যান ৷ এরপরেই তাঁর বাম হাতের কবজি থেকে হাত কেটে নেওয়া হয় ৷ সঞ্জিতের মুখে সব ঘটনা শুনে উত্তরপ্রদেশ পুলিশের তরফে মালদা থানায় যোগাযোগ করা হয় ৷ ওই মানব পাচার চক্রের খোঁজেও তল্লাশি শুরু করেছে ওই রাজ্যের পুলিশ ৷
মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, “আহত যুবক বর্তমানে উত্তরপ্রদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর এক বোন সেই রাজ্যের আলিগড়ে বসবাস করেন ৷ ওই যুবকের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি ৷ ওই যুবককে তাঁর ঘরে ফিরিয়ে আনার জন্য আমরা সবরকম উদ্যোগ নিচ্ছি ৷”