ETV Bharat / state

মালদায় গাঁজা সহ আটক তুফানগঞ্জের বাসিন্দা

author img

By

Published : Oct 7, 2020, 3:30 PM IST

ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় বলেন, গতরাতে শহরে টহলদারি করছিলেন থানার সাব ইন্সপেক্টর অনুপ সিং ৷ ভোর তিনটে নাগাদ রথবাড়ি এলাকায় তিনি এক সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখেন ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ৷ তখনই ওই ব্যক্তির ট্রলি ব্যাগ ও পিঠের ব্যাগ থেকে প্লাস্টিক মোড়া গাঁজা উদ্ধার হয় ৷

A large quantity of cannabis recovered in Malda before festival season
A large quantity of cannabis recovered in Malda before festival season

মালদা, 7 অক্টোবর : পুজোর মুখে মালদা শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ দিনভর ভিড় বাজারে যেমন সাদা পোশাকের পুরুষ ও মহিলা পুলিশ টহল দিচ্ছে তেমনই রাতের শহরেও বাড়ানো হয়েছে টহলদারি দলের সংখ্যা ৷ আর তাদের জালেই আজ ভোররাতে ধরা পড়ল এক গাঁজা পাচারকারী ৷

ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় বলেন, গতরাতে শহরে টহলদারি করছিলেন থানার সাব ইন্সপেক্টর অনুপ সিং ৷ ভোর তিনটে নাগাদ রথবাড়ি এলাকায় তিনি এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ৷ তখনই ওই ব্যক্তির ট্রলি ব্যাগ ও পিঠের ব্যাগ থেকে প্লাস্টিক মোড়া গাঁজা উদ্ধার হয় ৷ এরপরই গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে ৷ ধৃতের নাম অতুল রায় ৷ বয়স 37 বছর ৷ বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জে ৷ তার সঙ্গে আরও দু’জন ছিল ৷ কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে ৷ উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 22 কেজি ৷ বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা ৷ জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছে, সে শুধুমাত্র এক ক্যারিয়ার ৷ এই গাঁজা দক্ষিণ দিনাজপুরের পতিরামে নিয়ে যাচ্ছিল ৷ এর জন্য তাকে ভালো টাকা দেওয়া হয়েছিল ৷

কয়েকদিন আগেও মালদা শহর থেকে গাঁজা সহ পুলিশের হাতে ধরা পড়ে দুই পাচারকারী ৷ সেক্ষেত্রে ওই ক্যারিয়াররা উত্তরবঙ্গ থেকে গাঁজা সংগ্রহ করে বর্ধমান নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল অতুল রায় ও তার সঙ্গীরা গতকাল কোচবিহার-শিয়ালদা স্পেশাল ট্রেনে মালদায় আসে ৷ মাঝরাতে স্টেশনে নেমে তারা হেঁটেই রথবাড়ি মোড়ে চলে আসে ৷ কারণ, এই মোড় দিয়েই পতিরামগামী সব বাস যাতায়াত করে ৷ যে কোনও বাসে চেপে যাওয়াই তাদের পরিকল্পনা ছিল ৷ কিন্তু তার আগেই পুলিশ অতুল রায়কে গ্রেপ্তার করে ৷

মালদা, 7 অক্টোবর : পুজোর মুখে মালদা শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ দিনভর ভিড় বাজারে যেমন সাদা পোশাকের পুরুষ ও মহিলা পুলিশ টহল দিচ্ছে তেমনই রাতের শহরেও বাড়ানো হয়েছে টহলদারি দলের সংখ্যা ৷ আর তাদের জালেই আজ ভোররাতে ধরা পড়ল এক গাঁজা পাচারকারী ৷

ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় বলেন, গতরাতে শহরে টহলদারি করছিলেন থানার সাব ইন্সপেক্টর অনুপ সিং ৷ ভোর তিনটে নাগাদ রথবাড়ি এলাকায় তিনি এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ৷ তখনই ওই ব্যক্তির ট্রলি ব্যাগ ও পিঠের ব্যাগ থেকে প্লাস্টিক মোড়া গাঁজা উদ্ধার হয় ৷ এরপরই গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে ৷ ধৃতের নাম অতুল রায় ৷ বয়স 37 বছর ৷ বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জে ৷ তার সঙ্গে আরও দু’জন ছিল ৷ কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে ৷ উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 22 কেজি ৷ বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা ৷ জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছে, সে শুধুমাত্র এক ক্যারিয়ার ৷ এই গাঁজা দক্ষিণ দিনাজপুরের পতিরামে নিয়ে যাচ্ছিল ৷ এর জন্য তাকে ভালো টাকা দেওয়া হয়েছিল ৷

কয়েকদিন আগেও মালদা শহর থেকে গাঁজা সহ পুলিশের হাতে ধরা পড়ে দুই পাচারকারী ৷ সেক্ষেত্রে ওই ক্যারিয়াররা উত্তরবঙ্গ থেকে গাঁজা সংগ্রহ করে বর্ধমান নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল অতুল রায় ও তার সঙ্গীরা গতকাল কোচবিহার-শিয়ালদা স্পেশাল ট্রেনে মালদায় আসে ৷ মাঝরাতে স্টেশনে নেমে তারা হেঁটেই রথবাড়ি মোড়ে চলে আসে ৷ কারণ, এই মোড় দিয়েই পতিরামগামী সব বাস যাতায়াত করে ৷ যে কোনও বাসে চেপে যাওয়াই তাদের পরিকল্পনা ছিল ৷ কিন্তু তার আগেই পুলিশ অতুল রায়কে গ্রেপ্তার করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.