ETV Bharat / state

ATM ভেঙে প্রায় 8 লাখ লুট সুজাপুরে - ATM ভেঙে লুট

প্রায় 8 লাখ টাকা নিয়ে গেছে দুষ্কৃতীরা ৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ এখনও লুট হওয়া টাকার সঠিক পরিমাণ জানাতে পারেনি ৷ দুষ্কৃতীরা এক্ষেত্রেও ATM ভাঙার জন্য গ্যাস কাটার ব্যবহার করেছে ৷ জানিয়েছে পুলিশ ।

ATM robbery
author img

By

Published : Aug 20, 2020, 8:43 PM IST

মালদা, 20 অগাস্ট : লকডাউনের মাঝেই ATM ভেঙে প্রায় 8 লাখ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷ গতরাতে কালিয়াচক থানার সুজাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এ হানা দেয় দুষ্কৃতীরা ৷

আজ সেখানে তদন্তে যান পুলিশ সুপার ৷ তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য তাঁরা সবরকম চেষ্টা করছেন ৷ তবে এমন ঘটনা এড়াতে ব্যাঙ্কগুলিকে আরও সতর্ক হওয়ার আবেদন জানান তিনি ৷ সুজাপুরে 34 নম্বর জাতীয় সড়কের ধারের ওই ATM-টিতে কোনওদিনই কোনও রক্ষী নিয়োগ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ সেই সুযোগেই গতরাতে সেখানে দুষ্কৃতীরা হানা দেয় ৷

আজ ঘটনাস্থান পরিদর্শনের পর পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “ঘটনার তদন্ত করে আমরা কিছু সূত্র পেয়েছি ৷ তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ শেষ করতে কিছুটা সময় লাগবে ৷ প্রাথমিকভাবে জানতে পেরেছি, প্রায় 8 লাখ টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা ৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ এখনও লুট হওয়া টাকার সঠিক পরিমাণ জানাতে পারেনি ৷ এর আগে ঘটে যাওয়া অন্য ঘটনার মতো দুষ্কৃতীরা এক্ষেত্রেও ATM ভাঙার জন্য গ্যাস কাটার ব্যবহার করেছে ৷ তবে এসব ঘটনা আটকাতে ব্যাঙ্কগুলিকেও একটু সতর্ক থাকা প্রয়োজন ৷ ATM কাউন্টারের CCTV গোপন জায়গায় থাকা উচিত ৷ এমন জায়গায় ক্যামেরা রাখা উচিত, যাতে সেখান থেকে কাউন্টারে কে ঢুকছে তা বুঝতে পারা যায় ৷ এনিয়ে আমরা এর আগেও ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সঙ্গে আলোচনা করেছিলাম ৷ ফের আমরা সেই আবেদন জানাব ৷ কারণ, সমস্ত ATM কাউন্টারে সর্বক্ষণ পুলিশি নজরদারি করা কার্যত অসম্ভব ৷ তবু কয়েকটি ঘটনার পর আমরা নজরদারি বাড়িয়েছি ৷ ভবিষ্যতে এই নজরদারি আরও বাড়ানো হবে ৷”

মালদা, 20 অগাস্ট : লকডাউনের মাঝেই ATM ভেঙে প্রায় 8 লাখ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷ গতরাতে কালিয়াচক থানার সুজাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এ হানা দেয় দুষ্কৃতীরা ৷

আজ সেখানে তদন্তে যান পুলিশ সুপার ৷ তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য তাঁরা সবরকম চেষ্টা করছেন ৷ তবে এমন ঘটনা এড়াতে ব্যাঙ্কগুলিকে আরও সতর্ক হওয়ার আবেদন জানান তিনি ৷ সুজাপুরে 34 নম্বর জাতীয় সড়কের ধারের ওই ATM-টিতে কোনওদিনই কোনও রক্ষী নিয়োগ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ সেই সুযোগেই গতরাতে সেখানে দুষ্কৃতীরা হানা দেয় ৷

আজ ঘটনাস্থান পরিদর্শনের পর পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “ঘটনার তদন্ত করে আমরা কিছু সূত্র পেয়েছি ৷ তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ শেষ করতে কিছুটা সময় লাগবে ৷ প্রাথমিকভাবে জানতে পেরেছি, প্রায় 8 লাখ টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা ৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ এখনও লুট হওয়া টাকার সঠিক পরিমাণ জানাতে পারেনি ৷ এর আগে ঘটে যাওয়া অন্য ঘটনার মতো দুষ্কৃতীরা এক্ষেত্রেও ATM ভাঙার জন্য গ্যাস কাটার ব্যবহার করেছে ৷ তবে এসব ঘটনা আটকাতে ব্যাঙ্কগুলিকেও একটু সতর্ক থাকা প্রয়োজন ৷ ATM কাউন্টারের CCTV গোপন জায়গায় থাকা উচিত ৷ এমন জায়গায় ক্যামেরা রাখা উচিত, যাতে সেখান থেকে কাউন্টারে কে ঢুকছে তা বুঝতে পারা যায় ৷ এনিয়ে আমরা এর আগেও ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সঙ্গে আলোচনা করেছিলাম ৷ ফের আমরা সেই আবেদন জানাব ৷ কারণ, সমস্ত ATM কাউন্টারে সর্বক্ষণ পুলিশি নজরদারি করা কার্যত অসম্ভব ৷ তবু কয়েকটি ঘটনার পর আমরা নজরদারি বাড়িয়েছি ৷ ভবিষ্যতে এই নজরদারি আরও বাড়ানো হবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.