ETV Bharat / state

Minor Girl Sexually Harassed: টানা তিনদিন যৌন নির্যাতনের শিকার 7 বছরের নাবালিকা ! ধৃত সত্তরের বৃদ্ধ - যৌন নির্যাতনের শিকার 7 বছরের নাবালিকা

মালদায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার 70 বছরের বৃদ্ধ ৷ সাত বছরের শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ৷

Minor Girl Raped in Malda
7 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 4:39 PM IST

মালদা, 18 সেপ্টেম্বর: 70 বছরের বৃদ্ধের লালসার শিকার হতে হল সাত বছরের খুদেকে ৷ একবার নয়, পরপর তিনদিন নাবালিকাকে যৌন নির্যাতন করেছে ওই বৃদ্ধ বলে দাবি অভিযোগ ৷ এ নিয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ অভিযোগ পেয়েই ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার ধৃত বৃদ্ধকে মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷ জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক বৃদ্ধের জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ নির্যাতিতা বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

ধৃত বৃদ্ধ পেশায় অটোচালক ৷ একই পাড়ায় বাড়ি নির্যাতিতা খুদের ৷ রবিবার মালদা থানায় দায়ের করা অভিযোগপত্রে তার মা জানিয়েছেন, 2016 সালের 16 জুন তাঁর মেয়ের জন্ম ৷ গত বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ মেয়ে বাড়ির সামনেই রাস্তায় খেলছিল ৷ সেই সময় ওই বৃদ্ধ ফুসলে তাঁর মেয়েকে নিজের অটোয় চাপায় ৷ অটোর ভিতরেই তিনি মেয়েকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ৷ এমনকী তাঁর অভিযোগ, মেয়েকে হুমকি দেয় ওই বৃদ্ধ ৷ সে বলে, এই ঘটনার কথা কাউকে জানালে বৃ্দ্ধ মেয়েকে খুন করবে ৷

অভিযোগকারী নির্যাতিতার মায়ের দাবি, প্রচণ্ড যন্ত্রণা হলেও প্রাণভয়ে মেয়ে এসব কথা কাউকে জানায়নি ৷ সেই সুযোগ নিয়ে পরদিন বিকেল সাড়ে চারটে নাগাদ নিজের বাড়িতে নিয়ে গিয়ে ওই বৃদ্ধ তাঁর মেয়েকে ফের যৌন নির্যাতন করে ৷ তারপরেও তার লালসা মেটেনি ৷ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ নিজের বাড়ির গেটের পাশে সে আবারও তাঁর খুদে মেয়েকে যৌন নিগ্রহ করছিল ৷ কিন্তু এবার সেই দৃশ্য দেখতে পেয়ে যান তাঁরই প্রতিবেশী এক মহিলা ৷ তাঁকে দেখেই নাবালিকাকে ছেড়ে পালিয়ে যায় ওই বৃদ্ধ ৷ প্রতিবেশী ওই মহিলা গোটা বিষয়টি তাঁকে জানান ৷ তিনি এ নিয়ে মেয়েকে জিজ্ঞেস করলেই সে সমস্ত ঘটনা তাঁকে খুলে বলে ৷ গোটা বিষয়টি নিয়ে তাঁরা পাড়ার বয়স্কদের সঙ্গে আলোচনা করেন ৷ শেষ পর্যন্ত রবিবার ওই বৃদ্ধের বিরুদ্ধে তিনি মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

আরও পড়ুন: জন্মদিনের পার্টির নামে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, পুলিশি হেফাজতে 5

মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হতেই গতকাল রাতে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে ৷ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং পকসো আইনের ধারায় মামলা রুজু করে ধৃতকে এ দিন জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে ৷

মালদা, 18 সেপ্টেম্বর: 70 বছরের বৃদ্ধের লালসার শিকার হতে হল সাত বছরের খুদেকে ৷ একবার নয়, পরপর তিনদিন নাবালিকাকে যৌন নির্যাতন করেছে ওই বৃদ্ধ বলে দাবি অভিযোগ ৷ এ নিয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ অভিযোগ পেয়েই ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার ধৃত বৃদ্ধকে মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷ জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক বৃদ্ধের জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ নির্যাতিতা বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

ধৃত বৃদ্ধ পেশায় অটোচালক ৷ একই পাড়ায় বাড়ি নির্যাতিতা খুদের ৷ রবিবার মালদা থানায় দায়ের করা অভিযোগপত্রে তার মা জানিয়েছেন, 2016 সালের 16 জুন তাঁর মেয়ের জন্ম ৷ গত বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ মেয়ে বাড়ির সামনেই রাস্তায় খেলছিল ৷ সেই সময় ওই বৃদ্ধ ফুসলে তাঁর মেয়েকে নিজের অটোয় চাপায় ৷ অটোর ভিতরেই তিনি মেয়েকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ৷ এমনকী তাঁর অভিযোগ, মেয়েকে হুমকি দেয় ওই বৃদ্ধ ৷ সে বলে, এই ঘটনার কথা কাউকে জানালে বৃ্দ্ধ মেয়েকে খুন করবে ৷

অভিযোগকারী নির্যাতিতার মায়ের দাবি, প্রচণ্ড যন্ত্রণা হলেও প্রাণভয়ে মেয়ে এসব কথা কাউকে জানায়নি ৷ সেই সুযোগ নিয়ে পরদিন বিকেল সাড়ে চারটে নাগাদ নিজের বাড়িতে নিয়ে গিয়ে ওই বৃদ্ধ তাঁর মেয়েকে ফের যৌন নির্যাতন করে ৷ তারপরেও তার লালসা মেটেনি ৷ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ নিজের বাড়ির গেটের পাশে সে আবারও তাঁর খুদে মেয়েকে যৌন নিগ্রহ করছিল ৷ কিন্তু এবার সেই দৃশ্য দেখতে পেয়ে যান তাঁরই প্রতিবেশী এক মহিলা ৷ তাঁকে দেখেই নাবালিকাকে ছেড়ে পালিয়ে যায় ওই বৃদ্ধ ৷ প্রতিবেশী ওই মহিলা গোটা বিষয়টি তাঁকে জানান ৷ তিনি এ নিয়ে মেয়েকে জিজ্ঞেস করলেই সে সমস্ত ঘটনা তাঁকে খুলে বলে ৷ গোটা বিষয়টি নিয়ে তাঁরা পাড়ার বয়স্কদের সঙ্গে আলোচনা করেন ৷ শেষ পর্যন্ত রবিবার ওই বৃদ্ধের বিরুদ্ধে তিনি মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

আরও পড়ুন: জন্মদিনের পার্টির নামে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, পুলিশি হেফাজতে 5

মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হতেই গতকাল রাতে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে ৷ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং পকসো আইনের ধারায় মামলা রুজু করে ধৃতকে এ দিন জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.