কালিয়াচক, 16 জুলাই : জুয়া খেলার টাকা নেওয়াকে কেন্দ্র করে বোমাবাজি । ঘটনায় জখম একই পরিবারের চার যুবতিসহ এক মহিলা । তাঁরা হলেন, মহফুরা বিবি (30), মুন্নি খাতুন (25), জাকিরা বিবি (32), সাইরুন খাতুন (30) ও সাবিরা বিবি (50) । কালিয়াচক থানার শেরশাহি মহেশপুর এলাকার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াচক থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে জুয়া খেলার টাকা নিয়ে প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । এর কিছুক্ষণ পর এক গোষ্ঠীর দুষ্কৃতীরা গ্রামে ঢুকে এলোপাথারি বোমাবাজি করতে শুরু করে । ঘটনায় জখম হয় একই পরিবারের পাঁচজন । জখমদের মধ্য়ে মুন্নি খাতুন ও সাইরুন খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে ভরতি করা হয় । বাকি তিনজনকে সিলামপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।
পুলিশ জানায়, জখমদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু করা হয়েছে ।