ETV Bharat / state

কালিয়াচকে জুয়া খেলা নিয়ে বোমাবাজি, জখম একই পরিবারের 5 - West Bengal

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে জুয়া খেলার টাকা নিয়ে প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । এর কিছুক্ষণ পর এক গোষ্ঠীর দুষ্কৃতীরা গ্রামে ঢুকে এলোপাথারি বোমাবাজি করতে শুরু করে । ঘটনায় জখম হয় একই পরিবারের পাঁচজন ।

জখম মহিলা
author img

By

Published : Jul 16, 2019, 8:45 PM IST

কালিয়াচক, 16 জুলাই : জুয়া খেলার টাকা নেওয়াকে কেন্দ্র করে বোমাবাজি । ঘটনায় জখম একই পরিবারের চার যুবতিসহ এক মহিলা । তাঁরা হলেন, মহফুরা বিবি (30), মুন্নি খাতুন (25), জাকিরা বিবি (32), সাইরুন খাতুন (30) ও সাবিরা বিবি (50) । কালিয়াচক থানার শেরশাহি মহেশপুর এলাকার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াচক থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে জুয়া খেলার টাকা নিয়ে প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । এর কিছুক্ষণ পর এক গোষ্ঠীর দুষ্কৃতীরা গ্রামে ঢুকে এলোপাথারি বোমাবাজি করতে শুরু করে । ঘটনায় জখম হয় একই পরিবারের পাঁচজন । জখমদের মধ্য়ে মুন্নি খাতুন ও সাইরুন খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে ভরতি করা হয় । বাকি তিনজনকে সিলামপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

পুলিশ জানায়, জখমদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু করা হয়েছে ।

কালিয়াচক, 16 জুলাই : জুয়া খেলার টাকা নেওয়াকে কেন্দ্র করে বোমাবাজি । ঘটনায় জখম একই পরিবারের চার যুবতিসহ এক মহিলা । তাঁরা হলেন, মহফুরা বিবি (30), মুন্নি খাতুন (25), জাকিরা বিবি (32), সাইরুন খাতুন (30) ও সাবিরা বিবি (50) । কালিয়াচক থানার শেরশাহি মহেশপুর এলাকার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াচক থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে জুয়া খেলার টাকা নিয়ে প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । এর কিছুক্ষণ পর এক গোষ্ঠীর দুষ্কৃতীরা গ্রামে ঢুকে এলোপাথারি বোমাবাজি করতে শুরু করে । ঘটনায় জখম হয় একই পরিবারের পাঁচজন । জখমদের মধ্য়ে মুন্নি খাতুন ও সাইরুন খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে ভরতি করা হয় । বাকি তিনজনকে সিলামপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

পুলিশ জানায়, জখমদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু করা হয়েছে ।

Intro:মালদা, ১৬ জুলাই: জুয়া খেলার টাকা নিয়ে বোমাবাজিতে আক্রান্ত একই পরিবারের পাঁচ মহিলা। আক্রান্ত মহিলাদের মধ্যে দুজন মালদা মেডিকেলে ও বাকি তিনজন সিলামপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার শেরশাহি মহেশপুর এলাকায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।Body:আহত মহিলারা হলেন মহফুরা বিবি (৩০), মুন্নি খাতুন (২৫), জাকিরা বিবি (৩২), সাইরুন খাতুন (৩০) ও সাবিরা বিবি (৫০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুয়া খেলার টাকা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে। সেই সময় এক গোষ্ঠীর দুষ্কৃতীরা গ্রামে ঢুকে এলোপাথারি বোমাবাজি করতে থাকে। বোমার আঘাতে পাঁচ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সিলামপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। শারীরিক অবস্থার অনণতি হওয়ায় মুন্নি খাতুন ও সাইরুন খাতুনকে মালদা মেডিকেলে রেফার করা হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।Conclusion:কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.