ETV Bharat / state

মালদায় গ্রেপ্তার 4 চোলাই প্রস্তুতকারক, বাজেয়াপ্ত 70 লিটার চোলাই - Arrested

4 চোলাই প্রস্তুতকারককে গ্রেপ্তার করল মালদা জেলা আবগারি দপ্তর । ধৃতদের কাছ থেকে 70 লিটার চোলাই ও 140 লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে ।

মালদায় গ্রেপ্তার চার চোলাই প্রস্তুতকারক, বাজেয়াপ্ত 70 লিটার চোলাই
author img

By

Published : Oct 17, 2019, 2:32 PM IST

Updated : Oct 17, 2019, 7:53 PM IST


মালদা, 17 অক্টোবর : চোলাই ও চোলাই প্রস্তুতির সামগ্রী-সহ গ্রেপ্তার চার ব্যক্তি । ধৃতদের কাছ থেকে 70 লিটার চোলাই ও 140 লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে । মালদা শহরের কোগলামারি এলাকার ঘটনা । গত পাঁচ দিনে এই নিয়ে 650 লিটার চোলাই ও 2100 লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী নষ্ট করেছে মালদা জেলা আবগারি দপ্তর । কালীপুজো পর্যন্ত আবগারি দপ্তরের এই বিশেষ অভিযান চলবে বলে জানান দপ্তরের অতিরিক্ত সুপার ।

arrest
বাজেয়াপ্ত চোলাই প্রস্তুতির সামগ্রী

গতকাল কোগলামারি এলাকায় অভিযান চালিয়ে রঞ্জিত মণ্ডল, শংকর মণ্ডল, আতিউর রহমান ও সুদাম চৌধুরিকে গ্রেপ্তার করা হয় । শংকর ও আতিউরের বাড়ি পুখুরিয়া ও রতুয়া থানা এলাকায় । রঞ্জিত ও সুদাম ইংরেজবাজারের কোতওয়ালির বাসিন্দা । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

alcohol
নষ্ট করা হচ্ছে চোলাই

আবগারি দপ্তরের অতিরিক্ত সুপার প্রকাশ তোপ্পো জানান, "প্রতিবছর পুজোর সময় আমাদের বিশেষ অভিযান চলে ৷ গতকাল ইংরেজবাজারের কোগলামারি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের হেপাজত থেকে 70 লিটার চোলাই ও 140 লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী নষ্ট করা হয়েছে ৷ গত 5 দিনে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ সারাবছরই আমাদের অভিযান চলতে থাকে৷ তবে কালিপুজোর সময় আমাদের বিশেষ অভিযান চালানো হয় ৷ সেই অভিযান চলছে ৷ চোলাই খেয়ে কারও মৃত্যু হলে চোলাই প্রস্তুতকারকের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ৷ তবে যদি মৃতের সংখ্যা বেশি হয় তবে আজীবন কারাদণ্ডের সাজা হওয়ারও সম্ভাবনা থাকে৷"


মালদা, 17 অক্টোবর : চোলাই ও চোলাই প্রস্তুতির সামগ্রী-সহ গ্রেপ্তার চার ব্যক্তি । ধৃতদের কাছ থেকে 70 লিটার চোলাই ও 140 লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে । মালদা শহরের কোগলামারি এলাকার ঘটনা । গত পাঁচ দিনে এই নিয়ে 650 লিটার চোলাই ও 2100 লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী নষ্ট করেছে মালদা জেলা আবগারি দপ্তর । কালীপুজো পর্যন্ত আবগারি দপ্তরের এই বিশেষ অভিযান চলবে বলে জানান দপ্তরের অতিরিক্ত সুপার ।

arrest
বাজেয়াপ্ত চোলাই প্রস্তুতির সামগ্রী

গতকাল কোগলামারি এলাকায় অভিযান চালিয়ে রঞ্জিত মণ্ডল, শংকর মণ্ডল, আতিউর রহমান ও সুদাম চৌধুরিকে গ্রেপ্তার করা হয় । শংকর ও আতিউরের বাড়ি পুখুরিয়া ও রতুয়া থানা এলাকায় । রঞ্জিত ও সুদাম ইংরেজবাজারের কোতওয়ালির বাসিন্দা । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

alcohol
নষ্ট করা হচ্ছে চোলাই

আবগারি দপ্তরের অতিরিক্ত সুপার প্রকাশ তোপ্পো জানান, "প্রতিবছর পুজোর সময় আমাদের বিশেষ অভিযান চলে ৷ গতকাল ইংরেজবাজারের কোগলামারি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের হেপাজত থেকে 70 লিটার চোলাই ও 140 লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী নষ্ট করা হয়েছে ৷ গত 5 দিনে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ সারাবছরই আমাদের অভিযান চলতে থাকে৷ তবে কালিপুজোর সময় আমাদের বিশেষ অভিযান চালানো হয় ৷ সেই অভিযান চলছে ৷ চোলাই খেয়ে কারও মৃত্যু হলে চোলাই প্রস্তুতকারকের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ৷ তবে যদি মৃতের সংখ্যা বেশি হয় তবে আজীবন কারাদণ্ডের সাজা হওয়ারও সম্ভাবনা থাকে৷"

Intro:মালদা, ১৭ অক্টোবরঃ ৭০ লিটার চোলাই মদ ও ১৪০ লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী সহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করল মালদা জেলা আবগারি দপ্তর৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷ গত ৫ দিনের জেলায় মোট ৬৫০ লিটার চোলাই ও ২১০০ লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী নষ্ট করা হয়েছে৷ কালিপুজো পর্যন্ত আবগারি দপ্তরের বিশেষ অভিযান চলবে বলে জানালেন মালদা জেলা আবগারি দপ্তরের অতিরিক্ত সুপার৷Body:গতকাল বিকেলে মালদা শহরের কোগলামারি এলাকায় আবগারি দপ্তরের একটি দল হানা দেয়৷ ওই এলাকা থেকে ৪ জন চোলাই মদ প্রস্তুতকারককে গ্রেফতার করা হয়৷ তাদের হেপাজত থেকে ৭০ লিটার চোলাই মদ ও ১৪০ লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী বাজেয়াপ্ত করে আবগারি দপ্তরের কর্মীরা৷ ধৃতদের নাম রঞ্জিত মণ্ডল, শংকর মণ্ডল, আতিউর রহমান ও সুদাম চৌধুরি৷ শংকর ও আতিউরের বাড়ি পুখুরিয়া ও রতুয়া থানা এলাকায়৷ রঞ্জিত ও সুদাম ইংরেজবাজারের কোতওয়ালির বাসিন্দা৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷Conclusion:আবগারি দপ্তরের অতিরিক্ত সুপার প্রকাশ তোপ্পো জানান, “প্রতিবছর পুজোর সময় আমাদের বিশেষ অভিযান চলে৷ গতকাল ইংরেজবাজারের কোগলামারি এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের হেপাজত থেকে ৭০ লিটার চোলাই মদ ও ১৪০ লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী নষ্ট করা হয়েছে৷ গত ৫ দিনে জেলায় মোট ৬৫০ লিটার চোলাই ও ২১০০ লিটার চোলাই প্রস্তুতির সামগ্রী নষ্ট করা হয়েছে৷ এই ৫দিনে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ সারাবছরই আমাদের অভিযান চলতে থাকে৷ তবে কালিপুজোর সময় আমাদের বিশেষ অভিযান চালানো হয়৷ সেই অভিযান চলছে৷ চোলাই মদ খেয়ে কারও মৃত্যু হলে চোলাই প্রস্তুতকারকের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷ তবে যদি মৃতের সংখ্যা বেশি হয় তবে আজীবন কারাদণ্ডের সাজাও হওয়ার সম্ভাবনা থাকে৷”
Last Updated : Oct 17, 2019, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.