ETV Bharat / state

চোরাই মোবাইল, বেআইনি মদ সহ কালিয়াচকে গ্রেপ্তার 3 - illegal liquor

নাসিরটোলা এলাকার একটি মোবাইল মেরামতের দোকান থেকে উদ্ধার 23টি চোরাই মোবাইল ফোন । অন্যদিকে রাজনগর এলাকার একটি চাটাইয়ের ঘরে অভিযানে 24 লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করে কালিয়াচক থানার পুলিশ ৷

malda
কালিয়াচক
author img

By

Published : Feb 21, 2020, 5:09 PM IST

মালদা, 21 ফেব্রুয়ারি : 23টি চোরাই মোবাইল ও 24 লিটার বেআইনি মদ সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

সূত্র মারফত খবর পেয়ে গতকাল কালিয়াচকের নাসিরটোলা এলাকার একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ । তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 23টি চোরাই মোবাইল ফোন । গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিক আলিমুল শেখকে(২৪) । ধৃতের বাড়ি কালিয়াচকের নাসিরটোলার 17 মাইল এলাকায় । অন্যদিকে গতকাল রাতেই ISI লাল মহম্মদের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশ রাজনগর এলাকার একটি চাটাইয়ের ঘরে অভিযান চালাই । তল্লাশি চালাতেই ওই ঘর থেকে 24 লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করে পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে বিশ্বনাথ চৌধুরি(২৪) ও অলোক সাহা (১৯) নামে দুই যুবককে । দুজনেরই বাড়ি কালিয়াচকের রাজনগরের মহারাজপুরে ।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা আরও ছয় জনের নাম উল্লেখ করেছে বলে জানিয়েছে পুলিশ । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের 411 ও 413 ধারায় মামলা রুজু করা হয়েছে ।

মালদা, 21 ফেব্রুয়ারি : 23টি চোরাই মোবাইল ও 24 লিটার বেআইনি মদ সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

সূত্র মারফত খবর পেয়ে গতকাল কালিয়াচকের নাসিরটোলা এলাকার একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ । তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 23টি চোরাই মোবাইল ফোন । গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিক আলিমুল শেখকে(২৪) । ধৃতের বাড়ি কালিয়াচকের নাসিরটোলার 17 মাইল এলাকায় । অন্যদিকে গতকাল রাতেই ISI লাল মহম্মদের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশ রাজনগর এলাকার একটি চাটাইয়ের ঘরে অভিযান চালাই । তল্লাশি চালাতেই ওই ঘর থেকে 24 লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করে পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে বিশ্বনাথ চৌধুরি(২৪) ও অলোক সাহা (১৯) নামে দুই যুবককে । দুজনেরই বাড়ি কালিয়াচকের রাজনগরের মহারাজপুরে ।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা আরও ছয় জনের নাম উল্লেখ করেছে বলে জানিয়েছে পুলিশ । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের 411 ও 413 ধারায় মামলা রুজু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.