ETV Bharat / state

মালদায় আগুনে ভস্মীভূত 3টি গাড়ি, ক্ষতি আরও 2টির

পুরাতন মালদায় 34 নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে লাল্টু খানের গ্য়ারেজ ৷ সেই গ্য়ারেজেই আজ সকালে তিনটি গাড়িতে আগুন ধরে যায় ৷

3_car_got_fire_in_malda_in_a_garadge
মালদায় আগুন লেগে ভস্মীভূত 3টি গাড়ি
author img

By

Published : Nov 5, 2020, 4:34 PM IST

মালদা, 5 নভেম্বর : আগুনে ভস্মীভূত হয়ে গেল গ্য়ারেজের সামনে রাখা তিনটি গাড়ি ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে ৷ আগুন ক্ষতি হয়েছে আরও দু’টি গাড়ির ৷ দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ গ্য়ারেজের নিরাপত্তারক্ষীর ভুলেই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের ৷

পুরাতন মালদায় 34 নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে লাল্টু খানের গ্য়ারেজ ৷ সেই গ্য়ারেজেই আজ সকালে তিনটি গাড়িতে আগুন ধরে যায় ৷ ঘটনায় গাড়ি তিনটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, এদিন ভোরে গ্য়ারেজের নিরাপত্তারক্ষী ঠান্ডা থেকে বাঁচতে টায়ার জ্বালিয়ে ছিলেন ৷ সেই জ্বলন্ত টায়ার থেকেই আগুন লেগেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় চায়ের দোকানের মালিক ৷ রাতে ওই গ্য়ারেজে অনেক গাড়ি পার্ক করা থাকে ৷ এমনকী মেরামতির জন্য় আসা গাড়িগুলিও সেখানে রাখা থাকত ৷ আগুন লাগার পরেই সেখানে হাজির লরির চালক ও স্থানীয়রা অন্য় গাড়িগুলি সরিয়ে নিয়ে যায় ৷ তা না হলে, বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছেন দমকল কর্মীরা ৷ প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে ৷ তবে, ব্য়র্থ হয়ে দমকলে খবর দেওয়া হয় ৷ এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ দমকলের তরফে বলা হয়েছে, গাড়ির ফুয়েল ট্যাঙ্কে আগুন পৌঁছায়নি ৷ সেখানে আগুন লাগলে জনবহুল এলাকা হওয়ায় বড় ক্ষতি হতে পারত ৷

ঘটনায় আরও দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এনিয়ে গ্য়ারেজের মালিক লাল্টু খান বলেন, প্রতিদিনের মতো গতকালও গ্য়ারেজ বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন ৷ আজ সকালে তাঁর কাছে আগুন লাগার খবর আসে ৷ মোট তিনটি গাড়ি পুড়ে গিয়েছে ৷ এছাড়াও, দু’টি গাড়ি সামান্য় ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ স্থানীয়রা উদ্ধারকাজে সাহায্য় করায় বড় ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছেন বলে জানান তিনি ৷

মালদা, 5 নভেম্বর : আগুনে ভস্মীভূত হয়ে গেল গ্য়ারেজের সামনে রাখা তিনটি গাড়ি ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে ৷ আগুন ক্ষতি হয়েছে আরও দু’টি গাড়ির ৷ দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ গ্য়ারেজের নিরাপত্তারক্ষীর ভুলেই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের ৷

পুরাতন মালদায় 34 নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে লাল্টু খানের গ্য়ারেজ ৷ সেই গ্য়ারেজেই আজ সকালে তিনটি গাড়িতে আগুন ধরে যায় ৷ ঘটনায় গাড়ি তিনটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, এদিন ভোরে গ্য়ারেজের নিরাপত্তারক্ষী ঠান্ডা থেকে বাঁচতে টায়ার জ্বালিয়ে ছিলেন ৷ সেই জ্বলন্ত টায়ার থেকেই আগুন লেগেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় চায়ের দোকানের মালিক ৷ রাতে ওই গ্য়ারেজে অনেক গাড়ি পার্ক করা থাকে ৷ এমনকী মেরামতির জন্য় আসা গাড়িগুলিও সেখানে রাখা থাকত ৷ আগুন লাগার পরেই সেখানে হাজির লরির চালক ও স্থানীয়রা অন্য় গাড়িগুলি সরিয়ে নিয়ে যায় ৷ তা না হলে, বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছেন দমকল কর্মীরা ৷ প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে ৷ তবে, ব্য়র্থ হয়ে দমকলে খবর দেওয়া হয় ৷ এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ দমকলের তরফে বলা হয়েছে, গাড়ির ফুয়েল ট্যাঙ্কে আগুন পৌঁছায়নি ৷ সেখানে আগুন লাগলে জনবহুল এলাকা হওয়ায় বড় ক্ষতি হতে পারত ৷

ঘটনায় আরও দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এনিয়ে গ্য়ারেজের মালিক লাল্টু খান বলেন, প্রতিদিনের মতো গতকালও গ্য়ারেজ বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন ৷ আজ সকালে তাঁর কাছে আগুন লাগার খবর আসে ৷ মোট তিনটি গাড়ি পুড়ে গিয়েছে ৷ এছাড়াও, দু’টি গাড়ি সামান্য় ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ স্থানীয়রা উদ্ধারকাজে সাহায্য় করায় বড় ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছেন বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.