ETV Bharat / state

Kick Boxing Competition : রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় চাঁচলের তিন কিশোরের পদক জয় - Kick Boxing Competition

মালদার চাঁচলে কিক বক্সিং প্রতিযোগিতায় মেডেল পেল চাঁচলের তিন কিশোর । দু'জন রুপো এবং একজন ব্রোঞ্জ পদক পেয়েছে (Kick Boxing Competition)।

Kick Boxing Competition
রাজ্য স্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় তিনটি মেডেল চাঁচলের তিন কিশোর
author img

By

Published : May 26, 2022, 4:51 PM IST

মালদা, 26 মে : রাজ্য স্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় মেডেল পেল চাঁচলের তিন কিশোর । গত 20 মে দুর্গাপুরে আয়োজিত ওই প্রতিযোগিতায় চাঁচল থেকে মোট 9 জন কিশোর অংশগ্রহণ করে (Kick Boxing Competition) । তারমধ্যে দু'জন রুপো এবং একজন ব্রোঞ্জ পদক পেয়েছে । এই তিনজনকে দেখে আগামীতে এলাকার আরও বেশি ছেলেমেয়ে কিক বক্সিংয়ে আগ্রহী হবে বলে মনে করছেন চাঁচলের ক্রীড়াপ্রেমীরা ।

চাঁচলের ছেলেমেয়েদের মধ্যে কিক বক্সিংয়ে আগ্রহ বাড়ছে । সেখানকার আদর্শপল্লিতে একটি কিক বক্সিং প্রশিক্ষণ শিবিরও গড়ে উঠেছে । ওই শিবিরে ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেন চাঁচলেরই বাসিন্দা শাহনাওয়াজ মিঞা । তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে এবার দুর্গাপুরে আয়োজিত রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার 9 জন কিশোর । তারমধ্যে দীপঙ্কর কুমার ও রামিশ আহনাফ আহসান রূপো এবং সাহিল রেজা আনসারি ব্রোঞ্জ মেডেল পেয়েছে । এই সাফল্যে শুধু তারাই নয়, উচ্ছ্বসিত চাঁচলবাসীও । নবম শ্রেণির ছাত্র, সিলভার মেডেল জয়ী রামিশ জানায়, "আমার সাফল্যের সব কৃতিত্ব শাহনাওয়াজ স্যারের । তিনি আমাদের খুব ভাল প্রশিক্ষণ দিয়েছেন । ছোট থেকে কিক বক্সিং শেখা এবং বড় কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন ছিল । শেষ পর্যন্ত আমার সেই স্বপ্ন সফল হয়েছে । পড়াশোনার সঙ্গে প্রতিদিন এখানে এক থেকে দেড় ঘণ্টা অনুশীলন করি । ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে রয়েছে ।"

আরও এক রূপোজয়ী দীপঙ্করের বক্তব্য, "মাত্র ছ'মাসের অনুশীলনে যে এতটা সাফল্য পাব ভাবতে পারিনি । এর পুরো কৃতিত্ব শাহনাওয়াজ স্যারের । ছোটবেলায় টিভিতে কিক বক্সিং দেখতে ভাল লাগত । কিন্তু চাঁচলে যে কিক বক্সিং শেখানো হয়, তা জানা ছিল না । একদিন শাহনাওয়াজ স্যারের সঙ্গে আমার দেখা হয় । তখনই জানতে পারি, তিনি কিক বক্সিংয়ের প্রশিক্ষণ দেন । তারপরই তাঁর কাছে প্রশিক্ষণ নিতে শুরু করি । এই খেলাটাকে ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে । দেখা যাক, কতটা এগোতে পারি ।"

রাজ্য স্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় তিনটি মেডেল চাঁচলের তিন কিশোর

আরও পড়ুন : মমতা-সাক্ষাতে মালদা থেকে সাইকেলে কলকাতায় আসবে আট বছরের সায়ন্তিকা

প্রশিক্ষক শাহনাওয়াজ মিঞা আদতে চাঁচলের বাসিন্দা হলেও তিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন । সেখানে পড়ার সময়ই কিক বক্সিং শুরু করেন তিনি । 2014 সাল থেকে কিক বক্সিংয়ে প্রশিক্ষণ দিতে শুরু করেন । তবে বেশিরভাগ সময় তিনি ভিনরাজ্যেই এর প্রশিক্ষণ দিয়েছেন । সম্প্রতি চাঁচলে শুরু করেছেন প্রশিক্ষণ কেন্দ্র । তিনি বলেন, "দুর্গাপুরে আয়োজিত রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় এবার চাঁচলের তিন কিশোর মেডেল পেয়েছে । এদের মধ্যে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আগামী 21 থেকে 25 জুন কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে । সেখান থেকে সুযোগ পাওয়া ছেলেমেয়েরা সেপ্টেম্বর-অক্টোবরে দিল্লিতে খেলার সুযোগ পাবে । এভাবে এগোতে থাকলে এরা অলিম্পিকসেও অংশ নিতে পারবে । চাঁচলের মতো জায়গায় ছেলেমেয়েদের মধ্যে কিক বক্সিং নিয়ে উৎসাহ বাড়ছে । এটা খুব খুশির খবর । এই খেলার মাধ্যমে তারা সরকারি চাকরিও পেতে পারে । কিক বক্সিং এখন সিবিএসই এবং আইসিএসই স্কুলগুলিতে শেখানো হয় । তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও প্রশিক্ষণ দিই ।"

মালদা, 26 মে : রাজ্য স্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় মেডেল পেল চাঁচলের তিন কিশোর । গত 20 মে দুর্গাপুরে আয়োজিত ওই প্রতিযোগিতায় চাঁচল থেকে মোট 9 জন কিশোর অংশগ্রহণ করে (Kick Boxing Competition) । তারমধ্যে দু'জন রুপো এবং একজন ব্রোঞ্জ পদক পেয়েছে । এই তিনজনকে দেখে আগামীতে এলাকার আরও বেশি ছেলেমেয়ে কিক বক্সিংয়ে আগ্রহী হবে বলে মনে করছেন চাঁচলের ক্রীড়াপ্রেমীরা ।

চাঁচলের ছেলেমেয়েদের মধ্যে কিক বক্সিংয়ে আগ্রহ বাড়ছে । সেখানকার আদর্শপল্লিতে একটি কিক বক্সিং প্রশিক্ষণ শিবিরও গড়ে উঠেছে । ওই শিবিরে ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেন চাঁচলেরই বাসিন্দা শাহনাওয়াজ মিঞা । তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে এবার দুর্গাপুরে আয়োজিত রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার 9 জন কিশোর । তারমধ্যে দীপঙ্কর কুমার ও রামিশ আহনাফ আহসান রূপো এবং সাহিল রেজা আনসারি ব্রোঞ্জ মেডেল পেয়েছে । এই সাফল্যে শুধু তারাই নয়, উচ্ছ্বসিত চাঁচলবাসীও । নবম শ্রেণির ছাত্র, সিলভার মেডেল জয়ী রামিশ জানায়, "আমার সাফল্যের সব কৃতিত্ব শাহনাওয়াজ স্যারের । তিনি আমাদের খুব ভাল প্রশিক্ষণ দিয়েছেন । ছোট থেকে কিক বক্সিং শেখা এবং বড় কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন ছিল । শেষ পর্যন্ত আমার সেই স্বপ্ন সফল হয়েছে । পড়াশোনার সঙ্গে প্রতিদিন এখানে এক থেকে দেড় ঘণ্টা অনুশীলন করি । ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে রয়েছে ।"

আরও এক রূপোজয়ী দীপঙ্করের বক্তব্য, "মাত্র ছ'মাসের অনুশীলনে যে এতটা সাফল্য পাব ভাবতে পারিনি । এর পুরো কৃতিত্ব শাহনাওয়াজ স্যারের । ছোটবেলায় টিভিতে কিক বক্সিং দেখতে ভাল লাগত । কিন্তু চাঁচলে যে কিক বক্সিং শেখানো হয়, তা জানা ছিল না । একদিন শাহনাওয়াজ স্যারের সঙ্গে আমার দেখা হয় । তখনই জানতে পারি, তিনি কিক বক্সিংয়ের প্রশিক্ষণ দেন । তারপরই তাঁর কাছে প্রশিক্ষণ নিতে শুরু করি । এই খেলাটাকে ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে । দেখা যাক, কতটা এগোতে পারি ।"

রাজ্য স্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় তিনটি মেডেল চাঁচলের তিন কিশোর

আরও পড়ুন : মমতা-সাক্ষাতে মালদা থেকে সাইকেলে কলকাতায় আসবে আট বছরের সায়ন্তিকা

প্রশিক্ষক শাহনাওয়াজ মিঞা আদতে চাঁচলের বাসিন্দা হলেও তিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন । সেখানে পড়ার সময়ই কিক বক্সিং শুরু করেন তিনি । 2014 সাল থেকে কিক বক্সিংয়ে প্রশিক্ষণ দিতে শুরু করেন । তবে বেশিরভাগ সময় তিনি ভিনরাজ্যেই এর প্রশিক্ষণ দিয়েছেন । সম্প্রতি চাঁচলে শুরু করেছেন প্রশিক্ষণ কেন্দ্র । তিনি বলেন, "দুর্গাপুরে আয়োজিত রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় এবার চাঁচলের তিন কিশোর মেডেল পেয়েছে । এদের মধ্যে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আগামী 21 থেকে 25 জুন কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে । সেখান থেকে সুযোগ পাওয়া ছেলেমেয়েরা সেপ্টেম্বর-অক্টোবরে দিল্লিতে খেলার সুযোগ পাবে । এভাবে এগোতে থাকলে এরা অলিম্পিকসেও অংশ নিতে পারবে । চাঁচলের মতো জায়গায় ছেলেমেয়েদের মধ্যে কিক বক্সিং নিয়ে উৎসাহ বাড়ছে । এটা খুব খুশির খবর । এই খেলার মাধ্যমে তারা সরকারি চাকরিও পেতে পারে । কিক বক্সিং এখন সিবিএসই এবং আইসিএসই স্কুলগুলিতে শেখানো হয় । তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও প্রশিক্ষণ দিই ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.