ETV Bharat / state

Maximun Pregnant Women are Tenneage: মালদা জেলায় 26 শতাংশ গর্ভবতীর বয়স উনিশের মধ্যে হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন - Maximun Pregnant Women are Tenneage

মালদা জেলার গর্ভবতীদের মধ্যে 26 শতাংশের বয়স 13 থেকে 19-এর মধ্যে ৷ সরকারি হাসপাতালের লেবাররুমের সাম্প্রতিক পরিসংখ্যান থেকে এমনটাই জানা গিয়েছে ৷ যা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন (Maximun Pregnant Women are Tenneage) ৷

Maximun Pregnant Women are Tenneage
মালদা জেলায় 26 শতাংশ গর্ভবতীর বয়স উনিশের মধ্যে হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন
author img

By

Published : Jun 2, 2022, 10:48 PM IST

মালদা, 2 জুন : জেলার গর্ভবতীদের মধ্যে 26 শতাংশ কিশোরী । এমনই তথ্য উঠে এসেছে স্বাস্থ্য দফতরের নথিপত্রে । যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর । কিশোরীদের গর্ভবতী হওয়ার হার কমাতে শুক্রবার একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে (Maximun Pregnant Women are Tenneage) ।

এই কর্মসূচিতে উপস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক বলেন, “দেখা যাচ্ছে, জেলার গর্ভবতীদের মধ্যে 26 শতাংশ কিশোরী । সরকারি হাসপাতালগুলির লেবাররুমের সাম্প্রতিক তথ্য অনুযায়ী হাসপাতালে গর্ভবতীদের মধ্যে 26 শতাংশই 13 থেকে 19 বছরের মধ্যে । জেলার এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক ও হতাশাজনক। এই পরিসংখ্যান কমাতে জেলা জুড়ে সচেতনতা শিবির আয়োজন করতে হবে । জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি ব্লকে টিম তৈরি করে স্কুলগুলিতে সচেতনতা শিবির করা হবে। পাশাপাশি আশাকর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে ঘরে ঘরে সচেতন করার চেষ্টা করা হবে।”

Maximun Pregnant Women are Tenneage
মালদা জেলায় 26 শতাংশ গর্ভবতীর বয়স উনিশের মধ্যে হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী চক্রবর্তী, রামপুরহাট মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: তুলিকা ঝা-সহ জেলা স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা ।

আরও পড়ুন : Ambulance Accident : শিলিগুড়িতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী মহিলা-সহ তিনজনের মৃত্যু

মালদা, 2 জুন : জেলার গর্ভবতীদের মধ্যে 26 শতাংশ কিশোরী । এমনই তথ্য উঠে এসেছে স্বাস্থ্য দফতরের নথিপত্রে । যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর । কিশোরীদের গর্ভবতী হওয়ার হার কমাতে শুক্রবার একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে (Maximun Pregnant Women are Tenneage) ।

এই কর্মসূচিতে উপস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক বলেন, “দেখা যাচ্ছে, জেলার গর্ভবতীদের মধ্যে 26 শতাংশ কিশোরী । সরকারি হাসপাতালগুলির লেবাররুমের সাম্প্রতিক তথ্য অনুযায়ী হাসপাতালে গর্ভবতীদের মধ্যে 26 শতাংশই 13 থেকে 19 বছরের মধ্যে । জেলার এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক ও হতাশাজনক। এই পরিসংখ্যান কমাতে জেলা জুড়ে সচেতনতা শিবির আয়োজন করতে হবে । জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি ব্লকে টিম তৈরি করে স্কুলগুলিতে সচেতনতা শিবির করা হবে। পাশাপাশি আশাকর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে ঘরে ঘরে সচেতন করার চেষ্টা করা হবে।”

Maximun Pregnant Women are Tenneage
মালদা জেলায় 26 শতাংশ গর্ভবতীর বয়স উনিশের মধ্যে হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী চক্রবর্তী, রামপুরহাট মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: তুলিকা ঝা-সহ জেলা স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা ।

আরও পড়ুন : Ambulance Accident : শিলিগুড়িতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী মহিলা-সহ তিনজনের মৃত্যু

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.