ETV Bharat / state

তিন লাখ টাকার জালনোটসহ পুলিশের জালে 2 পাচারকারী - fake note

তিন লাখ টাকার জালনোট উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ।

ছবি
ছবি
author img

By

Published : Sep 5, 2020, 4:54 PM IST

মালদা, 5 সেপ্টেম্বর : তিন লাখ টাকার জালনোটসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ খবর পেয়ে গতরাতে ইংরেজবাজার থানার পুলিশ মধুঘাট এলাকায় আভিযান চালায় ৷ দু'জনকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 3 লাখ টাকার জালনোট ৷ গ্রেপ্তার করা হয় তাদের ৷ ধৃতরা কালিয়াচকের বাসিন্দা ৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের এক ব্যক্তির থেকে জালনোটগুলি নিয়ে পাচারের ছক কষেছিল ৷

ইংরেজবাজার থানার অফিসার অনিমেষ সমাজদার বলেন, “গতরাতে খবর পেয়ে ইংরেজবাজার থানার OC পিসি আনসারুল হকের নেতৃত্বে একটি দল মধুঘাট এলাকায় হানা দেয় ৷ তথ্য অনুযায়ী দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই তাদের হেপাজত থেকে মোট 3 লাখ টাকার জালনোট উদ্ধার হয় ৷ উদ্ধার হওয়া সমস্ত নোট দু'হাজার টাকার ৷ ধৃতরা বাংলাদেশের এক কারবারির থেকে জালনোটগুলি নিয়ে অন্য কাউকে সাপ্লাই দেওয়ার জন্য যাচ্ছিল ৷”

মালদা, 5 সেপ্টেম্বর : তিন লাখ টাকার জালনোটসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ খবর পেয়ে গতরাতে ইংরেজবাজার থানার পুলিশ মধুঘাট এলাকায় আভিযান চালায় ৷ দু'জনকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 3 লাখ টাকার জালনোট ৷ গ্রেপ্তার করা হয় তাদের ৷ ধৃতরা কালিয়াচকের বাসিন্দা ৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের এক ব্যক্তির থেকে জালনোটগুলি নিয়ে পাচারের ছক কষেছিল ৷

ইংরেজবাজার থানার অফিসার অনিমেষ সমাজদার বলেন, “গতরাতে খবর পেয়ে ইংরেজবাজার থানার OC পিসি আনসারুল হকের নেতৃত্বে একটি দল মধুঘাট এলাকায় হানা দেয় ৷ তথ্য অনুযায়ী দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই তাদের হেপাজত থেকে মোট 3 লাখ টাকার জালনোট উদ্ধার হয় ৷ উদ্ধার হওয়া সমস্ত নোট দু'হাজার টাকার ৷ ধৃতরা বাংলাদেশের এক কারবারির থেকে জালনোটগুলি নিয়ে অন্য কাউকে সাপ্লাই দেওয়ার জন্য যাচ্ছিল ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.