ETV Bharat / state

Bus Accident in Malda: মুখ্যমন্ত্রীর সভাস্থলে প্রশিক্ষণ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 2, আহত অন্তত 40 - Bus Accident in Malda

দুপুরে সভা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee Meeting in Malda)৷ আগের রাতে সেই সভাস্থলে উপভোক্তাদের প্রশিক্ষণ দিতে নিয়ে যাওয়ার পথে নয়ানজুলিতে পড়ল বাস ৷ মৃত দুই মহিলা উপভোক্তা ৷ আহত প্রায় 40 জন ৷

Etv Bharat
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
author img

By

Published : Jan 31, 2023, 8:19 AM IST

Updated : Jan 31, 2023, 9:09 AM IST

দুর্ঘটনা প্রসঙ্গে এক উপভোক্তা ও ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া

মালদা, 31 জানুয়ারি: শুরুর আগেই তাল কাটল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই নয়ানজুলিতে উলটে গেল বেসরকারি বাস ৷ ওই বাসে ছিলেন সভার জন্য প্রশিক্ষণ নিতে যাওয়া উপভোক্তারা ৷ সোমবার রাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের ৷ আহত বেশ কয়েকজন ৷ আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রাতেই হাসপাতালে যান রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, এডিজি (উত্তরবঙ্গ) অজয় কুমার-সহ আরও অনেকে ৷ ফিরহাদ হাকিম আহতদের সঙ্গে কথা বলেন ৷ একই সঙ্গে তাঁদের উপযুক্ত চিকিৎসার জন্য মেডিক্যাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন ৷

আজ মঙ্গলবার গাজোল কলেজ ময়দানে মালদা ও দুই দিনাজপুর জেলা নিয়ে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Malda News) ৷ সভামঞ্চ থেকে উপভোক্তাদের হাতে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি ৷ সেই উপভোক্তাদেরই সোমবার প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রশাসন ৷ প্রথমে সবাইকে মালদায় ডাকা হয় ৷ এর মধ্যে মালদার পাশাপাশি দুই দিনাজপুরের মানুষজনও ছিলেন ৷ মালদায় প্রথম পর্বের প্রশিক্ষণ শেষে বেসরকারি বাসে চাপিয়ে রাতে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল মুখ্যমন্ত্রীর সভাস্থলে ৷ সেখানে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল তাঁদের ৷ সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বেসরকারি বাসটি ৷

আরও পড়ুন : আচার ও সস তৈরির কারখানায় হানা খাদ্য সুরক্ষা দফতরের, উৎপাদন বন্ধ রাখার নির্দেশ

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে 60 জনেরও বেশি যাত্রী ছিলেন ৷ পাণ্ডুয়া পেরিয়ে বাসটি একটি ছোট গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে 12 নম্বর জাতীয় সড়কের ধারে নয়ানজুলিতে উলটে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার ৷ আহত হন প্রায় 40 জন ৷ তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ দুর্ঘটনাস্থল থেকে অদূরেই ছিল মুখ্যমন্ত্রীর সভাস্থল ৷ রাতে সেখানে উপস্থিত ছিলেন প্রচুর পুলিশকর্মী ৷ দুর্ঘটনার খবর পেয়ে তাঁরাই প্রথমে ঘটনাস্থলে যান ৷ পরে গাজোল থানা থেকেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ আহতদের উদ্ধার করে দ্রুত মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয় ৷

malda
আহতদের দেখতে মালদা মেডিক্য়ালে ফিরহাদ হাকিম ও কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী

রাতে মালদা পৌঁছেই মেডিক্যালে যান পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "দুর্ভাগ্যজনক ঘটনা ৷ দুর্ঘটনাগ্রস্থ বাসটি গাজোলের দিকে যাচ্ছিল ৷ জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটে ৷ এতে দুই মহিলার মৃত্যু হয়েছে ৷ তাঁদের নাম সহেলি হাঁসদা ও নিয়তি সরকার ৷ সহেলি সরকার মালদা ও নিয়তি সরকার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা ৷ কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ আহত 39 জনকে মালদা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে ৷ আরও প্রায় 20 জন আহত রয়েছেন ৷ আহতদের মধ্যে মালদা-সহ দুই দিনাজপুরের বাসিন্দারা রয়েছেন ৷ সম্ভবত বাসচালকের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে ৷ মুখ্যমন্ত্রীর সভা তো দুপুরে ৷ রাতে কেন বাসটি সেখানে যাচ্ছিল তা আমি জানি না ৷ সরকারের তরফে মৃত ও আহতদের সবরকম সহযোগিতা করা হয়েছে ৷"

এদিকে গাজোলের এক উপভোক্তা বীণা বর্মনের কথায়, "কিছু বলার নেই ৷ আমরা গাজোলে থাকি ৷ আমাদের প্রথমে মালদায় নিয়ে আসা হয় ৷ এখান থেকে বাসে চাপিয়ে অনেককেই গাজোলে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ ওই বাসে আমরা জায়গা পাইনি ৷ উপভোক্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রীর সভার জায়গায় নিয়ে যাচ্ছিল ৷ রাস্তায় বাসটা উলটে যায় ৷"

আরও পড়ুন : হাঁটতে পারেন না, ভাইয়ের পিঠে চেপে পাঠান দেখতে বিহার থেকে মালদায় যুবক

দুর্ঘটনা প্রসঙ্গে এক উপভোক্তা ও ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া

মালদা, 31 জানুয়ারি: শুরুর আগেই তাল কাটল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই নয়ানজুলিতে উলটে গেল বেসরকারি বাস ৷ ওই বাসে ছিলেন সভার জন্য প্রশিক্ষণ নিতে যাওয়া উপভোক্তারা ৷ সোমবার রাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের ৷ আহত বেশ কয়েকজন ৷ আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রাতেই হাসপাতালে যান রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, এডিজি (উত্তরবঙ্গ) অজয় কুমার-সহ আরও অনেকে ৷ ফিরহাদ হাকিম আহতদের সঙ্গে কথা বলেন ৷ একই সঙ্গে তাঁদের উপযুক্ত চিকিৎসার জন্য মেডিক্যাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন ৷

আজ মঙ্গলবার গাজোল কলেজ ময়দানে মালদা ও দুই দিনাজপুর জেলা নিয়ে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Malda News) ৷ সভামঞ্চ থেকে উপভোক্তাদের হাতে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি ৷ সেই উপভোক্তাদেরই সোমবার প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রশাসন ৷ প্রথমে সবাইকে মালদায় ডাকা হয় ৷ এর মধ্যে মালদার পাশাপাশি দুই দিনাজপুরের মানুষজনও ছিলেন ৷ মালদায় প্রথম পর্বের প্রশিক্ষণ শেষে বেসরকারি বাসে চাপিয়ে রাতে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল মুখ্যমন্ত্রীর সভাস্থলে ৷ সেখানে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল তাঁদের ৷ সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বেসরকারি বাসটি ৷

আরও পড়ুন : আচার ও সস তৈরির কারখানায় হানা খাদ্য সুরক্ষা দফতরের, উৎপাদন বন্ধ রাখার নির্দেশ

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে 60 জনেরও বেশি যাত্রী ছিলেন ৷ পাণ্ডুয়া পেরিয়ে বাসটি একটি ছোট গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে 12 নম্বর জাতীয় সড়কের ধারে নয়ানজুলিতে উলটে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার ৷ আহত হন প্রায় 40 জন ৷ তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ দুর্ঘটনাস্থল থেকে অদূরেই ছিল মুখ্যমন্ত্রীর সভাস্থল ৷ রাতে সেখানে উপস্থিত ছিলেন প্রচুর পুলিশকর্মী ৷ দুর্ঘটনার খবর পেয়ে তাঁরাই প্রথমে ঘটনাস্থলে যান ৷ পরে গাজোল থানা থেকেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ আহতদের উদ্ধার করে দ্রুত মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয় ৷

malda
আহতদের দেখতে মালদা মেডিক্য়ালে ফিরহাদ হাকিম ও কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী

রাতে মালদা পৌঁছেই মেডিক্যালে যান পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "দুর্ভাগ্যজনক ঘটনা ৷ দুর্ঘটনাগ্রস্থ বাসটি গাজোলের দিকে যাচ্ছিল ৷ জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটে ৷ এতে দুই মহিলার মৃত্যু হয়েছে ৷ তাঁদের নাম সহেলি হাঁসদা ও নিয়তি সরকার ৷ সহেলি সরকার মালদা ও নিয়তি সরকার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা ৷ কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ আহত 39 জনকে মালদা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে ৷ আরও প্রায় 20 জন আহত রয়েছেন ৷ আহতদের মধ্যে মালদা-সহ দুই দিনাজপুরের বাসিন্দারা রয়েছেন ৷ সম্ভবত বাসচালকের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে ৷ মুখ্যমন্ত্রীর সভা তো দুপুরে ৷ রাতে কেন বাসটি সেখানে যাচ্ছিল তা আমি জানি না ৷ সরকারের তরফে মৃত ও আহতদের সবরকম সহযোগিতা করা হয়েছে ৷"

এদিকে গাজোলের এক উপভোক্তা বীণা বর্মনের কথায়, "কিছু বলার নেই ৷ আমরা গাজোলে থাকি ৷ আমাদের প্রথমে মালদায় নিয়ে আসা হয় ৷ এখান থেকে বাসে চাপিয়ে অনেককেই গাজোলে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ ওই বাসে আমরা জায়গা পাইনি ৷ উপভোক্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রীর সভার জায়গায় নিয়ে যাচ্ছিল ৷ রাস্তায় বাসটা উলটে যায় ৷"

আরও পড়ুন : হাঁটতে পারেন না, ভাইয়ের পিঠে চেপে পাঠান দেখতে বিহার থেকে মালদায় যুবক

Last Updated : Jan 31, 2023, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.