মালদা, 22 মে: মাত্র মিনিট পনেরোর কালবৈশাখীতে প্রাণ গেল এক নাবালিকা-সহ দু’জনের ৷ ঝড়ে প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে ৷ গাছ থেকে পাড়ার আগে মাটিতে ঝরে পড়েছে টন টন আম ৷ গতকাল রাতে প্রকৃতির এই তাণ্ডবে তছনছ হবিবপুর ব্লক ৷ ক্ষতি হয়েছে পুরাতন মালদা ব্লকের একাংশেও ৷ সোমবার সকাল থেকে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করতে শুরু করেছে জেলা প্রশাসন ৷
গতকাল রাত ন’টা নাগাদ হঠাৎ কালবৈশাখী আছড়ে পড়ে হবিবপুর ব্লকে ৷ মাত্র মিনিট পনেরোর ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা ৷ ঝড়ের সঙ্গে ছিল প্রবল শিলাবৃষ্টি ৷ বজ্রপাতও শুরু হয়ে যায় ৷ ঝড়ের দাপটে বহু গাছ উপড়ে পড়ে ৷ ছিঁড়ে যায় বিদ্যুতের তার ৷ মালদা-নালাগোলা রাজ্য সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায় ৷
ঝড়ের সময় জমিতে থাকা খামারবাড়িতে ছিলেন পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামের বাসিন্দা বংশীবদন মণ্ডল ৷ জমিতে ধান কাটানোর পর খামারবাড়িতে থেকে গিয়েছিলেন তিনি ৷ হঠাৎ বিশাল একটি শিমূল গাছের মোটা ডাল খামারবাড়ির উপর পড়ে মৃত্যু হয় 52 বছরের বংশীবদনের ৷ পরবর্তীতে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ তাঁর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী ও দুই ছেলেমেয়ে ৷
মৃতের দাদা চন্দন মণ্ডল বলেন, ওই খামারবাড়িতে তাঁর ভাইয়ের সঙ্গে ধান কাটার শ্রমিকরাও ছিলেন ৷ শিমূল গাছের মোটা ডাল ভাইয়ের মাথা আর বুকের উপর পড়ে ৷ অল্পবিস্তর আহত হন 7-8 জন শ্রমিকও ৷ ভাইয়ের অবর্তমানে ওর স্ত্রী আর দুই ছেলেমেয়ে অথৈ জলে পড়ে গেল বলে হতাশা প্রকাশ করেন তিনি ৷
ঝড়ের তাণ্ডবে আনন্দনগর গ্রামেই মামার বাড়ি বেড়াতে এসে মৃত্যু হয় 10 বছরের এক কিশোরীর ৷ তার নাম মিষ্টি মণ্ডল ৷ বাড়ি বৈষ্ণবনগর থানার রাজনগর কলোনি গ্রামে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আম খেতে গতকালই আনন্দনগর গ্রামে মামা শম্ভু মণ্ডলের বাড়িতে এসেছিল মিষ্টি ৷ গতকাল রাতে প্রবল ঝড়ে মামার বাড়ি ভেঙে যায় ৷ টালির চালার নীচে চাপা পড়ে যায় মিষ্টি ৷ তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ৷
শম্ভু মণ্ডলের এক পড়শি পরাণ সাহা জানান, “ঝড়বৃষ্টি শুরু হওয়ার এক ঘণ্টা আগেই মেয়েটা মামার বাড়িতে এসেছিল ৷ খাবার খেয়ে ও ঘুমোতে যায় ৷ ঝড় উঠলে সবাই এক জায়গায় বসেছিল ৷ হঠাৎ ঝড়ে ওই বাড়ির টালির চালা ভেঙে পড়ে ৷ চাপা পড়ে মেয়েটি চিৎকার করলেও ঝড়ের দাপটে তার আওয়াজ কেউ শুনতে পায়নি ৷ ঝড় থামলে ওকে বুলবুলচণ্ডী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ততক্ষণে অবশ্য মেয়েটির মৃত্যু হয়েছে ৷”
এ দিকে, গতকাল মুচিয়ার রামপাড়া গ্রামে বিয়ের আসর বসেছিল ৷ কালবৈশাখীতে বিয়েবাড়ির প্যান্ডেলের উপর উপড়ে পড়ে বিশাল এক বটগাছ ৷ গাছের ডাল পড়ে ভেঙে যায় পাত্রীর বাড়িও ৷ সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত না হলেও বিয়ের অনুষ্ঠান প্রায় পণ্ড হতে বসেছিল ৷ শেষ পর্যন্ত বামনগোলা ব্লকের নালাগোলায় থাকা পাত্রের বাড়ি থেকে খাবার এনে নিমন্ত্রিতদের খাওয়ানো হয় ৷ কোনওরকমে বিয়ের অনুষ্ঠান শেষ করেন পাত্রীর বাড়ির লোকজন ৷
রাতের কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি হয়েছে আমের ৷ এই সময় গাছ থেকে আম পাড়ার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ অনেক বাগানের আম পেকে গিয়েছে ৷ কিছু বাগানে ক’দিনের মধ্যেই আম পরিপক্ক হয়ে যাবে ৷ ঝড়ের দাপটে আজ সকালে একাধিক বাগানে কার্পেটের মতো আম পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ ক্ষতি হয়েছে সবজি চাষেরও ৷ এ নিয়ে জেলাশাসক নীতিন সিংঘানিয়াকে ফোন করা হলে তিনি বলেন, “গতকাল রাতের ঝড়ে দু’জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে একজন নাবালিকা ৷ ঝড়ে আম-সহ কিছু ফসলের ক্ষতি হয়েছে ৷ চাষে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করা হচ্ছে ৷ সেই রিপোর্ট পাওয়া গেলেই প্রকৃত ক্ষতির হিসাব বলা যাবে ৷”
আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে পড়ে যাচ্ছে আম, সিদুঁরে মেঘ দেখছেন আমচাষিরা