ETV Bharat / state

Road Accident in Malda : লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত 2 বাইক আরোহী

মালদায় একটি পথ দুর্ঘটনা (Road Accident in Malda) প্রাণ কাড়ল দুই যুবকের ৷ লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই ঘটনা ৷

Road Accident
মালদায় পথ দুর্ঘটনা
author img

By

Published : Nov 29, 2021, 10:54 AM IST

মালদা, 29 নভেম্বর : কুয়াশায় ফের দুর্ঘটনা (Road Accident in Malda) ৷ মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর । দুর্ঘটনাটি ঘটেছে রতুয়া থানার শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় । রবিবার রাতে 81 নম্বর জাতীয় সড়কে লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন বাইক আরোহীর মৃত্যু হয় । খবর পেয়ে পুলিশ এসে দেহ দু‘টি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম দীপ সাহা (23) ও কিষান মণ্ডল (26) । দু’জনেরই বাড়ি চাঁচল 2 ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কাণ্ডারণ গ্রামে । রবিবার রাতে তাঁরা গাজোল থেকে সামসির দিকে যাচ্ছিল । শ্রীপুর বাসস্ট্যান্ডের কাছে উলটো দিক থেকে আসা একটি মালবাহী লরির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় (Bike Accident in Malda) । ফলে ঘটনাস্থলেই (Road Accident in Malda) মৃত্যু হয় বাইক চালক দীপ সাহার । আশঙ্কাজনক অবস্থায় আরেক আরোহী কিষান মণ্ডলকে তড়িঘড়ি স্থানীয় সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান । কিষান পেশায় পরিযায়ী শ্রমিক । রবিবারই তিনি দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন ।

আরও পড়ুন : Nadia Accident Death : কুয়াশা না গতি ? হাঁসখালির পথ দুর্ঘটনার কারণ নিয়ে উঠছে প্রশ্ন

কিষানের বাবা রাজেশ মণ্ডল বলেন, "কাজ সেরে দিল্লি থেকে ফিরে ছেলে রবিবার গাজোলে বইমেলা দেখতে গিয়েছিল । আমরা তাকে কয়েকবার ফোনও করি । বারবার জানায়, বাড়ি ফিরে আসছি । ওর জন্য আমরা সবাই না খেয়ে বসেছিলাম । খানিক পর শুনতে পাই, দু‘টো ছেলে দুর্ঘটনার কবলে পড়েছে । আর ছেলেটাকে খুঁজে পাব না ।"

কাণ্ডারণের বাসিন্দা গোপী নাহার বলেন, "ছেলে দু‘টির বাড়ি আমাদের বাড়ির পাশেই । তাঁরা গাজোল থেকে বাড়ি ফিরছিল । শ্রীপুরের কাছে গাজোলের দিকে যাওয়া একটি পণ্যবোঝাই লরির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই দীপের মৃত্যু হয় । হাসপাতালে আসার পর মৃত্যু হয় কিষানের । কিষান রবিবারই দিল্লি থেকে শ্রমিকের কাজ সেরে বাড়ি ফিরেছিল । তাঁর বাবার একটি ছোট মুদিখানার দোকান রয়েছে ।"

আরও পড়ুন : Nadia Accident Death : শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোরের ধাক্কা লরিতে, প্রাণ হারালেন 18 জন

মালদা, 29 নভেম্বর : কুয়াশায় ফের দুর্ঘটনা (Road Accident in Malda) ৷ মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর । দুর্ঘটনাটি ঘটেছে রতুয়া থানার শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় । রবিবার রাতে 81 নম্বর জাতীয় সড়কে লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন বাইক আরোহীর মৃত্যু হয় । খবর পেয়ে পুলিশ এসে দেহ দু‘টি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম দীপ সাহা (23) ও কিষান মণ্ডল (26) । দু’জনেরই বাড়ি চাঁচল 2 ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কাণ্ডারণ গ্রামে । রবিবার রাতে তাঁরা গাজোল থেকে সামসির দিকে যাচ্ছিল । শ্রীপুর বাসস্ট্যান্ডের কাছে উলটো দিক থেকে আসা একটি মালবাহী লরির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় (Bike Accident in Malda) । ফলে ঘটনাস্থলেই (Road Accident in Malda) মৃত্যু হয় বাইক চালক দীপ সাহার । আশঙ্কাজনক অবস্থায় আরেক আরোহী কিষান মণ্ডলকে তড়িঘড়ি স্থানীয় সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান । কিষান পেশায় পরিযায়ী শ্রমিক । রবিবারই তিনি দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন ।

আরও পড়ুন : Nadia Accident Death : কুয়াশা না গতি ? হাঁসখালির পথ দুর্ঘটনার কারণ নিয়ে উঠছে প্রশ্ন

কিষানের বাবা রাজেশ মণ্ডল বলেন, "কাজ সেরে দিল্লি থেকে ফিরে ছেলে রবিবার গাজোলে বইমেলা দেখতে গিয়েছিল । আমরা তাকে কয়েকবার ফোনও করি । বারবার জানায়, বাড়ি ফিরে আসছি । ওর জন্য আমরা সবাই না খেয়ে বসেছিলাম । খানিক পর শুনতে পাই, দু‘টো ছেলে দুর্ঘটনার কবলে পড়েছে । আর ছেলেটাকে খুঁজে পাব না ।"

কাণ্ডারণের বাসিন্দা গোপী নাহার বলেন, "ছেলে দু‘টির বাড়ি আমাদের বাড়ির পাশেই । তাঁরা গাজোল থেকে বাড়ি ফিরছিল । শ্রীপুরের কাছে গাজোলের দিকে যাওয়া একটি পণ্যবোঝাই লরির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই দীপের মৃত্যু হয় । হাসপাতালে আসার পর মৃত্যু হয় কিষানের । কিষান রবিবারই দিল্লি থেকে শ্রমিকের কাজ সেরে বাড়ি ফিরেছিল । তাঁর বাবার একটি ছোট মুদিখানার দোকান রয়েছে ।"

আরও পড়ুন : Nadia Accident Death : শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোরের ধাক্কা লরিতে, প্রাণ হারালেন 18 জন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.