ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে খুন, ধৃত 2 - 2 arrested for murder case

বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল রতুয়ার সবজি বিক্রেতার । তার জেরেই খুন হয়েছেন ওই সবজি বিক্রেতা । চাঁচল থানার পুলিশের হাতে দুই ভাই । সঙ্গে উদ্ধার খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র ।

2 brother arrested for murder case in malda
2 brother arrested for murder case in malda
author img

By

Published : Dec 23, 2020, 4:35 PM IST

মালদা, 23 ডিসেম্বর : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হতে হয়েছিলেন রতুয়ার কাহালা এলাকার সবজি বিক্রেতা হেমন্ত মণ্ডল ৷ এই খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশের সামনে সেই তথ্য উঠে এসেছে ৷ ইতিমধ্যে খুনের ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ধৃতরা হলেন সঞ্জয় মাঝি (61) ও রতন মাঝি (40) ৷ সম্পর্কে তাঁরা দুই ভাই ৷ 7 দিনের পুলিশি হেপাজত চেয়ে আজ ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে রতুয়া থানার পুলিশ ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের 5 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? ঘুমের ওষুধ খেয়ে মৃত্যু ট্র্যাফিক OC-র

উল্লেখ্য, গতকাল সকালে কাহালার নরোত্তমপুর দিয়ারা গ্রামের বাসিন্দা হেমন্ত মণ্ডলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে একটি গমখেতে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে কয়েকজন গ্রামবাসী ৷ খবর পেয়ে, মৃতদের উদ্ধারের পাশাপাশি গতকালই জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করে পুলিশ ৷ তাকে জেরা করে উঠে আসে সঞ্জয় ও রতনের নাম ৷ গতকালই এদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিল হেমন্তবাবুর পরিবারের লোকজন ৷ মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ গতকাল রাতে এই ঘটনায় মূল অভিযুক্ত রতনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয় সঞ্জয় মাঝিকেও ৷ তবে বাকি 4 অভিযুক্ত গা ঢাকা দিয়েছে ৷ এখনও তাদের সন্ধান পায়নি পুলিশ ৷

আরও পড়ুন : ব্যক্তিকে কুপিয়ে খুন, নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ?

এদিকে খুনের তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত হেমন্ত মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে রতন মাঝির স্ত্রী’র বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ সম্প্রতি সেকথা জানতে পারে রতন ৷ এরপরেই রাগে সে হেমন্তকে খুনের পরিকল্পনা করে ৷ গত 7 দিন ধরে সে খুনের নকশা তৈরি করেছিল ৷ সঙ্গী হিসাবে পেয়ে যায় নিজের দাদাকে ৷ এই নকশায় আরও 4 পরিচিতকে শামিল করে রতন ৷ গতকাল সকালে তারা সুযোগ পেয়ে যায় ৷

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্ক ! মহিলাকে খুন করল নয় নম্বর স্বামী

সকালে হেমন্ত যখন খেত থেকে শাকের বোঝা সাইকেলে চাপিয়ে আসছিল, তখন সেখানে কেউ ছিল না ৷ সেই সুযোগে রতনই হেমন্তর সাইকেল আটকায় ৷ ঝোপ থেকে বেরিয়ে আসে তার দাদা ও বাকি 4 জন ৷ রাস্তা থেকে তারা হেমন্তকে খেতের দিকে নিয়ে যায় ৷ এরপর সবাই মিলে ধারালো অস্ত্র দিয়ে হেমন্তকে কোপাতে থাকে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় হেমন্তের ৷ এরপর তাঁর দেহ গম খেতে ফেলে রতনরা সবাই পালিয়ে যায় ৷

মালদা, 23 ডিসেম্বর : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হতে হয়েছিলেন রতুয়ার কাহালা এলাকার সবজি বিক্রেতা হেমন্ত মণ্ডল ৷ এই খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশের সামনে সেই তথ্য উঠে এসেছে ৷ ইতিমধ্যে খুনের ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ধৃতরা হলেন সঞ্জয় মাঝি (61) ও রতন মাঝি (40) ৷ সম্পর্কে তাঁরা দুই ভাই ৷ 7 দিনের পুলিশি হেপাজত চেয়ে আজ ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে রতুয়া থানার পুলিশ ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের 5 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? ঘুমের ওষুধ খেয়ে মৃত্যু ট্র্যাফিক OC-র

উল্লেখ্য, গতকাল সকালে কাহালার নরোত্তমপুর দিয়ারা গ্রামের বাসিন্দা হেমন্ত মণ্ডলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে একটি গমখেতে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে কয়েকজন গ্রামবাসী ৷ খবর পেয়ে, মৃতদের উদ্ধারের পাশাপাশি গতকালই জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করে পুলিশ ৷ তাকে জেরা করে উঠে আসে সঞ্জয় ও রতনের নাম ৷ গতকালই এদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিল হেমন্তবাবুর পরিবারের লোকজন ৷ মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ গতকাল রাতে এই ঘটনায় মূল অভিযুক্ত রতনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয় সঞ্জয় মাঝিকেও ৷ তবে বাকি 4 অভিযুক্ত গা ঢাকা দিয়েছে ৷ এখনও তাদের সন্ধান পায়নি পুলিশ ৷

আরও পড়ুন : ব্যক্তিকে কুপিয়ে খুন, নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ?

এদিকে খুনের তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত হেমন্ত মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে রতন মাঝির স্ত্রী’র বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ সম্প্রতি সেকথা জানতে পারে রতন ৷ এরপরেই রাগে সে হেমন্তকে খুনের পরিকল্পনা করে ৷ গত 7 দিন ধরে সে খুনের নকশা তৈরি করেছিল ৷ সঙ্গী হিসাবে পেয়ে যায় নিজের দাদাকে ৷ এই নকশায় আরও 4 পরিচিতকে শামিল করে রতন ৷ গতকাল সকালে তারা সুযোগ পেয়ে যায় ৷

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্ক ! মহিলাকে খুন করল নয় নম্বর স্বামী

সকালে হেমন্ত যখন খেত থেকে শাকের বোঝা সাইকেলে চাপিয়ে আসছিল, তখন সেখানে কেউ ছিল না ৷ সেই সুযোগে রতনই হেমন্তর সাইকেল আটকায় ৷ ঝোপ থেকে বেরিয়ে আসে তার দাদা ও বাকি 4 জন ৷ রাস্তা থেকে তারা হেমন্তকে খেতের দিকে নিয়ে যায় ৷ এরপর সবাই মিলে ধারালো অস্ত্র দিয়ে হেমন্তকে কোপাতে থাকে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় হেমন্তের ৷ এরপর তাঁর দেহ গম খেতে ফেলে রতনরা সবাই পালিয়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.