ETV Bharat / state

মালদায় উদ্ধার ব্রাউন সুগার, ধৃত 2 - কালিয়াচক থানা

গতরাতে দুই ব্রাউন সুগার পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের পাঁচদিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ।

মালদায় ব্রাউন সুগার উদ্ধার, ধৃত 2
মালদায় ব্রাউন সুগার উদ্ধার, ধৃত 2
author img

By

Published : Dec 27, 2020, 10:23 PM IST

মালদা, 27 ডিসেম্বর : ফের ব্রাউন সুগার উদ্ধার হল মালদায় । 253 গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । গতকাল কালিয়াচক থানার অন্তর্গত গোপালগঞ্জের চৈতলটোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার গোপালগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশের একটি দল চৈতনটোলা এলাকায় অভিযান চালায় । সন্দেহজনক দুই যুবককে দেখে তল্লাশি চালায় তারা । তাদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয় ।

আরও পড়ুন : মালদায় 3 লাখ টাকার ব্রাউন সুগার সহ ধৃত যুবক

ধৃতদের নাম রাজু মণ্ডল (20), রিত্তেন মণ্ডল (24) । ধৃতরা কালিয়াচকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিনপাড়া এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে । বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।

এই ব্রাউন সুগার কোথা থেকে কোথায় পাচার হচ্ছিল তা এখনও জানা যায়নি । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.