ETV Bharat / state

মালদায় 11 লাখ নগদ-সহ ব্রাউন সুগার উদ্ধার, ধৃত 2

author img

By

Published : Jan 15, 2021, 5:28 PM IST

গতরাতে 2 ব্রাউন সুগার পাচারকারীকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ । তদন্তে নেমেছে পুলিশ ।

মালদায় 11লাখ নগদ সহ ব্রাউন সুগার উদ্ধার । দেখুন ভিডিয়ো...
মালদায় 11লাখ নগদ সহ ব্রাউন সুগার উদ্ধার । দেখুন ভিডিয়ো...

মালদা, 15 জানুয়ারি : ইংরেজবাজার থানার পুলিশের হাতে ধরা পড়ল 2 পাচারকারী । উদ্ধার হয় প্রায় 11 লাখ নগদ টাকা সহ ব্রাউন সুগার । গতরাতে গৌড়ের লোটন মসজিদ এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করে ।

গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গৌড় এলাকায় অভিযান চালায় । তথ্য অনুযায়ী একটি ছোটো গাড়ি আটকায়, তল্লাশি চালিয়ে প্যাকেট জাত 350 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে । সঙ্গে প্রায় 11 লাখ টাকা নগদ উদ্ধার করে । ঘটনাস্থান থেকে 1 জন পালিয়ে যায়, বাকি দুই জনকে পুলিশ হাতে নাতে ধরে ফেলে ।

আরও পড়ুন : মালদায় উদ্ধার ব্রাউন সুগার, ধৃত 2

ধৃতদের নাম প্রসেনজিৎ ঘোষ (25), নেশারুল ইসলাম (41) । ধৃতরা বৈষ্ণবনগরের বাসিন্দা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃতরা ব্রাউন সুগার কেনার জন্য ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিল । ধৃতদের 10 দিনের পুলিশি হেপাজতে রাখার আবেদন চেয়েছে পুলিশ ।

ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন, "আমাদের কাছে খবর আসে, গৌড়ের লোটন মসজিদ সংলগ্ন এলাকায় মোটা টাকার ব্রাউন সুগার লেনদেন হবে । সেই মতো আমরা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায় । প্রায় ঘণ্টা পাচেক অপেক্ষার পর একটি ছোটো গাড়ি দেখা যায় । সেই গাড়ি আটক করা হয় । অন্ধকারের সুযোগ নিয়ে এক আরোহী ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । আমরা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।"

মালদায় 11লাখ নগদ সহ ব্রাউন সুগার উদ্ধার । দেখুন ভিডিয়ো...

এই প্যাকেটজাত ব্রাউন সুগার নিয়ে কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের, আর কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ ।

মালদা, 15 জানুয়ারি : ইংরেজবাজার থানার পুলিশের হাতে ধরা পড়ল 2 পাচারকারী । উদ্ধার হয় প্রায় 11 লাখ নগদ টাকা সহ ব্রাউন সুগার । গতরাতে গৌড়ের লোটন মসজিদ এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করে ।

গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গৌড় এলাকায় অভিযান চালায় । তথ্য অনুযায়ী একটি ছোটো গাড়ি আটকায়, তল্লাশি চালিয়ে প্যাকেট জাত 350 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে । সঙ্গে প্রায় 11 লাখ টাকা নগদ উদ্ধার করে । ঘটনাস্থান থেকে 1 জন পালিয়ে যায়, বাকি দুই জনকে পুলিশ হাতে নাতে ধরে ফেলে ।

আরও পড়ুন : মালদায় উদ্ধার ব্রাউন সুগার, ধৃত 2

ধৃতদের নাম প্রসেনজিৎ ঘোষ (25), নেশারুল ইসলাম (41) । ধৃতরা বৈষ্ণবনগরের বাসিন্দা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃতরা ব্রাউন সুগার কেনার জন্য ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিল । ধৃতদের 10 দিনের পুলিশি হেপাজতে রাখার আবেদন চেয়েছে পুলিশ ।

ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন, "আমাদের কাছে খবর আসে, গৌড়ের লোটন মসজিদ সংলগ্ন এলাকায় মোটা টাকার ব্রাউন সুগার লেনদেন হবে । সেই মতো আমরা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায় । প্রায় ঘণ্টা পাচেক অপেক্ষার পর একটি ছোটো গাড়ি দেখা যায় । সেই গাড়ি আটক করা হয় । অন্ধকারের সুযোগ নিয়ে এক আরোহী ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । আমরা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।"

মালদায় 11লাখ নগদ সহ ব্রাউন সুগার উদ্ধার । দেখুন ভিডিয়ো...

এই প্যাকেটজাত ব্রাউন সুগার নিয়ে কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের, আর কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.