ETV Bharat / state

মালদায় ফের কোরোনায় আক্রান্ত 11 - মালদায় কোরোনা আক্রান্ত 11

মালদায় ফের 11 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস। এই নিয়ে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 213। মালদা মেডিকেলে পরীক্ষার জন্য এখন পর্যন্ত পড়ে রয়েছে 1788টি নমুনা। ফলে সংক্রমণ বাড়তে পারে বলে মনে করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মালদায় কোরোনা আক্রান্ত
মালদায় কোরোনা আক্রান্ত আরও ১১
author img

By

Published : Jun 6, 2020, 12:00 PM IST

মালদা, 6 জুন : মালদায় ফের 11 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ল ৷ এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 213 ৷ এখনও মালদা মেডিকেলে অপরীক্ষিত অবস্থায় রয়েছে 1788টি লালারসের নমুনা ৷ পরীক্ষা চলছে 415টি নমুনার ৷ ফলে, জেলায় কোরোনা সংক্রমণের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে জেলায় 44 জন কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছিল৷ তখন সংক্রামিতের সংখ্যা এক ধাক্কায় পার করেছিল 200-র গণ্ডি৷ এনিয়ে জেলায় আতঙ্ক ছড়িয়েছে৷ বিশেষত ইংরেজবাজার এলাকায়৷ কারণ, এই ব্লকেই 17 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে৷ তবে গত 24 ঘণ্টায় কোরোনা পজ়িটিভ ওই 11 জন ইংরেজবাজারের বাসিন্দা নয়। ওই 11 জনের মধ্যে 6 জন হবিবপুর, 3 জন রতুয়া, বাকি দু’জন কালিয়াচক 1 ও 2 ব্লকের৷

মালদা মেডিকেল কলেজ সূত্রে খবর, গতরাত 11.50 পর্যন্ত মেডিকেলে 892টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে 12টি নমুনা পজ়িটিভ আসে৷ তার মধ্যে 11টি মালদার ও একটি উত্তর দিনাজপুরের৷ এখনও পর্যন্ত মেডিকেলে 19 হাজার 916টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে মোট পজ়িটিভ কেস হল 365৷

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, সংক্রমিতদের বেশিরভাগকেই আইসোলেশন সেন্টার কিংবা COVID-19 হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তবে আক্রান্তদের মধ্যে অনেকের কোয়ারানটিনে থাকা 10 দিন পেরিয়ে যাওয়ায় তাঁদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

মালদা, 6 জুন : মালদায় ফের 11 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ল ৷ এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 213 ৷ এখনও মালদা মেডিকেলে অপরীক্ষিত অবস্থায় রয়েছে 1788টি লালারসের নমুনা ৷ পরীক্ষা চলছে 415টি নমুনার ৷ ফলে, জেলায় কোরোনা সংক্রমণের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে জেলায় 44 জন কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছিল৷ তখন সংক্রামিতের সংখ্যা এক ধাক্কায় পার করেছিল 200-র গণ্ডি৷ এনিয়ে জেলায় আতঙ্ক ছড়িয়েছে৷ বিশেষত ইংরেজবাজার এলাকায়৷ কারণ, এই ব্লকেই 17 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে৷ তবে গত 24 ঘণ্টায় কোরোনা পজ়িটিভ ওই 11 জন ইংরেজবাজারের বাসিন্দা নয়। ওই 11 জনের মধ্যে 6 জন হবিবপুর, 3 জন রতুয়া, বাকি দু’জন কালিয়াচক 1 ও 2 ব্লকের৷

মালদা মেডিকেল কলেজ সূত্রে খবর, গতরাত 11.50 পর্যন্ত মেডিকেলে 892টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে 12টি নমুনা পজ়িটিভ আসে৷ তার মধ্যে 11টি মালদার ও একটি উত্তর দিনাজপুরের৷ এখনও পর্যন্ত মেডিকেলে 19 হাজার 916টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে মোট পজ়িটিভ কেস হল 365৷

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, সংক্রমিতদের বেশিরভাগকেই আইসোলেশন সেন্টার কিংবা COVID-19 হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তবে আক্রান্তদের মধ্যে অনেকের কোয়ারানটিনে থাকা 10 দিন পেরিয়ে যাওয়ায় তাঁদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.