ETV Bharat / state

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ওলটাল গাড়ি, আহত ১১ - car accident

ফরাক্কা থেকে ফেরার পথে ওলটাল গাড়ি, আহত ১১

আহত যুবক
author img

By

Published : Feb 22, 2019, 11:37 AM IST

মালদা, ২২ ফেব্রুয়ারি : বিয়েবাড়ি থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উলটে আহত হলেন১১ জন। ঘটনাটি গান্ধিঘাট সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের। আহতরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

কালিয়াচক এলাকা থেকে ফরাক্কায় বিয়ের অনুষ্ঠানে গেছিল একটি দল। সেখান থেকে একটি ছোটো গাড়ি করে ফরাক্কায় ফিরছিল তারা। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর গাড়িটির সামনে চলে আসে একটি টোটো। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়। আহত হন গাড়ির চালকসহ ১১ জন। আহতদের উদ্ধার করে CISF মেডিকেল ক্যাম্পে ভরতি করা হয়। পরে তাদের মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহত সন্দীপ দাস বলেন, "ফেরার সময় আমাদের গাড়ির সামনে একটি টোটো চলে আসে। রাস্তায় বালি পড়েছিল। টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক।"

মালদা, ২২ ফেব্রুয়ারি : বিয়েবাড়ি থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উলটে আহত হলেন১১ জন। ঘটনাটি গান্ধিঘাট সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের। আহতরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

কালিয়াচক এলাকা থেকে ফরাক্কায় বিয়ের অনুষ্ঠানে গেছিল একটি দল। সেখান থেকে একটি ছোটো গাড়ি করে ফরাক্কায় ফিরছিল তারা। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর গাড়িটির সামনে চলে আসে একটি টোটো। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়। আহত হন গাড়ির চালকসহ ১১ জন। আহতদের উদ্ধার করে CISF মেডিকেল ক্যাম্পে ভরতি করা হয়। পরে তাদের মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহত সন্দীপ দাস বলেন, "ফেরার সময় আমাদের গাড়ির সামনে একটি টোটো চলে আসে। রাস্তায় বালি পড়েছিল। টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.