ETV Bharat / state

হরিশ্চন্দ্রপুরে বিরিয়ানি কিনতে বেরিয়ে নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী - নিখোঁজ পরীক্ষার্থী

বিরিয়ানি কিনতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী৷ সোমবার সন্ধে থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷ ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা গ্রামের ৷

missing student
নিখোঁজ মেধাবী পরীক্ষার্থী
author img

By

Published : Mar 12, 2020, 11:00 AM IST

Updated : Mar 12, 2020, 11:09 AM IST

মালদা, 12 মার্চ : উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগে রহস্যজনকভাবে নিখোঁজ এক মেধাবী পরীক্ষার্থী ৷ তার নাম আশিস রাম ৷ সোমবার সন্ধে থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷ গতকাল রাতে থানায় মিসিং ডায়েরি করেছেন তার বাবা৷ পুলিশ ওই পরীক্ষার্থীর সন্ধানে তল্লাশি শুরু করলেও এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি ৷ ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা গ্রামের ৷

তুলসিহাটা গ্রামের বাসিন্দা জয়প্রকাশ রাম৷ তাঁর ছেলে আশিস রাম চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের ছাত্র ৷ ছোটো থেকেই মেধাবী ছাত্র হিসাবে স্কুল ও এলাকায় পরিচিত সে ৷ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে সে বিজ্ঞান বিভাগে ভরতি হয় ৷ স্কুলের উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষায় সে 93 শতাংশ নম্বর পেয়েছিল ৷ দোলপূর্ণিমার দিন বিরিয়ানি খাওয়ার জেদ ধরে সে৷ বিকেলে ছেলের হাতে 100 টাকা দেন জয়প্রকাশবাবু ৷ ছেলেকে বলেন, বিরিয়ানি কিনে খেয়ে নিতে ৷ একইসঙ্গে ছেলেকে ঠাকুমার সঙ্গে দেখা করেও আসতে বলেন তিনি৷ এরপরই বাড়ি থেকে বেরিয়ে যায় আশিস ৷ আর তার খোঁজ মেলেনি৷

জয়প্রকাশবাবু বলেন, “দোলপুর্ণিমায় বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল৷ আশিস সেদিন বিরিয়ানি খেতে চায়৷ বিকেলে আমি তার হাতে 100 টাকা দিয়ে দোকান থেকে বিরিয়ানি কিনে খেয়ে নিতে বলি৷ ভবানীপুর ব্রিজের কাছে বিরিয়ানির দোকান৷ তাকে আরও বলি, দোকানে যাওয়ার সময় আমার মায়ের সঙ্গে দেখা করতে৷ সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়৷ রাত আটটা পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় আমি চারদিকে খোঁজখবর নিতে শুরু করি৷ রাত প্রায় দুটো পর্যন্ত চারদিকে খোঁজাখুঁজি করেও ওর কোনও খোঁজ পাইনি৷ পরদিন চাঁচলে গিয়ে ওর বন্ধুবান্ধব ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করি৷ সেখানেও কোনও সন্ধান না পেয়ে হরিশ্চন্দ্রপুর থানায় ছেলের মিসিং ডায়েরি করি৷ এখনও পর্যন্ত আমার ছেলের কোনও সন্ধান পাওয়া যায়নি৷ কোনও ফোনও আসেনি৷ সে কোথায় আছে, কী অবস্থায় আছে, বলতে পারব না৷ বৃহস্পতিবার ওর উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ কেউ যদি ওর সন্ধান দিতে পারে তবে খুব উপকৃত হব৷”

তুলসিহাটার বাসিন্দা শশীদেব পাণ্ডে বলেন, “আমরা সোমবার থেকেই আশিসকে খুঁজছি৷ সোমবার রাত তিনটে পর্যন্ত ওর খোঁজ করেছি৷ মঙ্গলবারও বিভিন্ন জায়গায় ওর খোঁজ চালানো হয়েছে৷ আজ (বুধবার) পর্যন্ত ওর খোঁজ পাওয়া যায়নি৷ এদিকে বৃহস্পতিবার থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে৷ ও বিজ্ঞান বিভাগের ছাত্র৷ অসম্ভব ভালো ছাত্র আশিস৷ এই ঘটনায় আমরাও খুব উদ্‌বিগ্ন৷ এখনও আমরা ওর খোঁজ চালিয়ে যাচ্ছি৷”

হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জীবকুমার বিশ্বাস জানিয়েছেন, ওই ছাত্রের খোঁজে চারদিকে তল্লাশি চালানো হচ্ছে৷ পুলিশকর্মীরা তার বাড়িতেও তদন্তে যায়৷ কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনও সন্ধান মেলেনি৷ তাকে উদ্ধারের জন্য যাবতীয় চেষ্টা চলছে৷

মালদা, 12 মার্চ : উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগে রহস্যজনকভাবে নিখোঁজ এক মেধাবী পরীক্ষার্থী ৷ তার নাম আশিস রাম ৷ সোমবার সন্ধে থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷ গতকাল রাতে থানায় মিসিং ডায়েরি করেছেন তার বাবা৷ পুলিশ ওই পরীক্ষার্থীর সন্ধানে তল্লাশি শুরু করলেও এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি ৷ ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা গ্রামের ৷

তুলসিহাটা গ্রামের বাসিন্দা জয়প্রকাশ রাম৷ তাঁর ছেলে আশিস রাম চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের ছাত্র ৷ ছোটো থেকেই মেধাবী ছাত্র হিসাবে স্কুল ও এলাকায় পরিচিত সে ৷ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে সে বিজ্ঞান বিভাগে ভরতি হয় ৷ স্কুলের উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষায় সে 93 শতাংশ নম্বর পেয়েছিল ৷ দোলপূর্ণিমার দিন বিরিয়ানি খাওয়ার জেদ ধরে সে৷ বিকেলে ছেলের হাতে 100 টাকা দেন জয়প্রকাশবাবু ৷ ছেলেকে বলেন, বিরিয়ানি কিনে খেয়ে নিতে ৷ একইসঙ্গে ছেলেকে ঠাকুমার সঙ্গে দেখা করেও আসতে বলেন তিনি৷ এরপরই বাড়ি থেকে বেরিয়ে যায় আশিস ৷ আর তার খোঁজ মেলেনি৷

জয়প্রকাশবাবু বলেন, “দোলপুর্ণিমায় বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল৷ আশিস সেদিন বিরিয়ানি খেতে চায়৷ বিকেলে আমি তার হাতে 100 টাকা দিয়ে দোকান থেকে বিরিয়ানি কিনে খেয়ে নিতে বলি৷ ভবানীপুর ব্রিজের কাছে বিরিয়ানির দোকান৷ তাকে আরও বলি, দোকানে যাওয়ার সময় আমার মায়ের সঙ্গে দেখা করতে৷ সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়৷ রাত আটটা পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় আমি চারদিকে খোঁজখবর নিতে শুরু করি৷ রাত প্রায় দুটো পর্যন্ত চারদিকে খোঁজাখুঁজি করেও ওর কোনও খোঁজ পাইনি৷ পরদিন চাঁচলে গিয়ে ওর বন্ধুবান্ধব ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করি৷ সেখানেও কোনও সন্ধান না পেয়ে হরিশ্চন্দ্রপুর থানায় ছেলের মিসিং ডায়েরি করি৷ এখনও পর্যন্ত আমার ছেলের কোনও সন্ধান পাওয়া যায়নি৷ কোনও ফোনও আসেনি৷ সে কোথায় আছে, কী অবস্থায় আছে, বলতে পারব না৷ বৃহস্পতিবার ওর উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ কেউ যদি ওর সন্ধান দিতে পারে তবে খুব উপকৃত হব৷”

তুলসিহাটার বাসিন্দা শশীদেব পাণ্ডে বলেন, “আমরা সোমবার থেকেই আশিসকে খুঁজছি৷ সোমবার রাত তিনটে পর্যন্ত ওর খোঁজ করেছি৷ মঙ্গলবারও বিভিন্ন জায়গায় ওর খোঁজ চালানো হয়েছে৷ আজ (বুধবার) পর্যন্ত ওর খোঁজ পাওয়া যায়নি৷ এদিকে বৃহস্পতিবার থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে৷ ও বিজ্ঞান বিভাগের ছাত্র৷ অসম্ভব ভালো ছাত্র আশিস৷ এই ঘটনায় আমরাও খুব উদ্‌বিগ্ন৷ এখনও আমরা ওর খোঁজ চালিয়ে যাচ্ছি৷”

হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জীবকুমার বিশ্বাস জানিয়েছেন, ওই ছাত্রের খোঁজে চারদিকে তল্লাশি চালানো হচ্ছে৷ পুলিশকর্মীরা তার বাড়িতেও তদন্তে যায়৷ কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনও সন্ধান মেলেনি৷ তাকে উদ্ধারের জন্য যাবতীয় চেষ্টা চলছে৷

Last Updated : Mar 12, 2020, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.